Ajker Patrika

৩ দশক পর পদ ছাড়ছেন হিউম্যান রাইটস্ ওয়াচের প্রধান

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৭: ১৫
৩ দশক পর পদ ছাড়ছেন হিউম্যান রাইটস্ ওয়াচের প্রধান

প্রায় তিন দশক পর পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ। আজ মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এমনটি জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, কেনেথ রথ আগস্টের শেষে পদ ছাড়বেন। তাঁর উত্তরাধিকারী নির্বাচনের জন্য একটি সার্চ কমিটি করা হবে। রথের ডেপুটি তিরানা হাসান সংস্থার অন্তর্বর্তী নির্বাহী পরিচালক হিসেবে কাজ করবেন। 

১৯৮৭ সালে কেনেথ রথ হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালক হিসেবে যোগদান করেন। পদ ছাড়ার বিষয়ে কেনেথ রথ বলেন, প্রায় ৩০ বছর এমন একটি সংগঠন গড়ে তোলার জন্য আমার সৌভাগ্য হয়েছিল। এটি সারা বিশ্বের মানুষের অধিকার রক্ষায় একটি নেতৃস্থানীয় শক্তি হয়ে উঠেছে।

হিউম্যান রাইটস ওয়াচের বর্তমান বার্ষিক বাজেট ১০ কোটি ডলার। প্রায় ১০০টি দপ্তরে মোট কর্মী সংখ্যা ৫৫২ জন। কেনেথ রথ দায়িত্ব নেওয়ার আগে হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক বাজেট ছিল ৭০ লাখ ডলার। আর কর্মী সংখ্যা ছিল ৬০ জন। 

রথ জানিয়েছেন, তিনি মানবাধিকার রক্ষার জন্য সবচেয়ে কার্যকর কৌশল সম্পর্কে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর একটি বই লিখবেন। হিউম্যান রাইটস ওয়াচ-এ থাকাকালীন রথ দুই ডজনেরও বেশি বিশ্বনেতা, অগণিত মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া ৫০টিরও বেশি দেশে অনুসন্ধানমূলক সফর করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত