Ajker Patrika

বাড়াবাড়ি করলে রাশিয়াকে দেখে নেওয়ার হুমকি বাইডেনের

বাড়াবাড়ি করলে রাশিয়াকে দেখে নেওয়ার হুমকি বাইডেনের

শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ হুমকি দেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছেন, জো বাইডেন মঙ্গলবার বলেছেন—রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান কমাতে কোনো পদক্ষেপ নেয় কিনা তা দেখার বিষয়। অভিযান বন্ধ না করলে ওয়াশিংটন ও তার মিত্ররা ইউক্রেনকে সহায়তা দিতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে এবং ইউক্রেনে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। 

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘মস্কো-কিয়েভ আলোচনা অব্যাহত থাকায় আমরা যা পরামর্শ দিচ্ছেন তা মেনে চলা হচ্ছে কিনা আমরা দেখব। সেখানে (ইউক্রেনে) কি ঘটছে তার ওপর ঘনিষ্ঠ নজর রাখা অব্যাহত রয়েছে।’ 

এদিকে, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোতে যোগ দেবে না বলে রাশিয়াকে জানিয়েছে ইউক্রেন। এদিকে চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে বলে ইউক্রেনকে প্রতিশ্রুতি জানিয়েছে রাশিয়া। 

মঙ্গলবার তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া বলেন, নিরাপত্তা গ্যারান্টি কাজ করলে ইউক্রেন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে। 

ইউক্রেনের প্রতিনিধি দলের আরেক সদস্য আলেক্সান্ডার চ্যালি বলেন, ইউক্রেন ‘কোনো সামরিক-রাজনৈতিক জোটে’ যোগ দেবে না। 

এদিকে রাশিয়া জানিয়েছে, সেনা তৎপরতা কমানো মানে যুদ্ধবিরতি নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত