বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকার সরবরাহ সংকট এবং টিকা প্রয়োগে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিপরীতে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। এমন পরিস্থিতিতে টিকা পেতে হাজার হাজার ডলার খরচ করে বহু দেশের নাগরিকেরা ছুটছেন যুক্তরাষ্ট্রে। মে মাস পর্যন্ত শুধু সানফ্রানসিসকো বিমানবন্দরেই ৫০টি দেশ থেকে আসা অন্তত এক হাজার লোককে টিকা দেওয়া হয়েছে।
এমনই একজন ‘ভ্যাকসিন টুরিস্ট’ অ্যাম্বার চৌ। হোটেল ও বিমান ভাড়া মিলিয়ে ১৮ হাজার ডলার খরচ হলেও তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে এসে টিকা নিয়ে তিনি দারুণ খুশি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক ভিডিও প্রতিবেদনে তিনি উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি টিকা নিয়েছি। আমি জানি, এখন আমাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখনই নিজের কাছে নিজেকে সুপার ওমেন বলে মনে হচ্ছে। আমার শিশু সন্তান ও বয়স্ক বাবা–মায়ের সুরক্ষার জন্যও আমার সুরক্ষিত থাকা প্রয়োজন।’
টিকা নিতে আসা আরও দুই নারী বলেন, শুধু ব্রাজিল বা যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের সবাই স্বাভাবিক পৃথিবীতে ফিরতে চাচ্ছে। ভিয়েতনাম থেকে ৮৪ বছরের এক বৃদ্ধাও এখানে এসে টিকা নিয়েছেন।
সানফ্রানসিসকো বিমানবন্দরের কর্মকর্তা ডৌগ অ্যাকেল বলেন, আমাদের টিকা উদ্বৃত্ত রয়েছে। অন্য দেশের লোকদের এই টিকা দিতে পারাটা একটি ভালো বিষয়। আমাদের এই কার্যক্রম অনেকেরই উপকারে আসছে; অন্য দেশের টিকা কর্মসূচিও এগিয়ে যাচ্ছে। এ কার্যক্রম চলতে থাকলে আন্তর্জাতিক ভ্রমণের বাধাগুলো কমে আসবে।
প্রসঙ্গত, ১৮ বছরের বেশি বয়স হলে যে কেউ ‘ভ্যাকসিন টুরিস্ট’ হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে টিকা নিতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই বিমানবন্দরের কাস্টমস অতিক্রম করার অনুমতি থাকতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকার সরবরাহ সংকট এবং টিকা প্রয়োগে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিপরীতে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। এমন পরিস্থিতিতে টিকা পেতে হাজার হাজার ডলার খরচ করে বহু দেশের নাগরিকেরা ছুটছেন যুক্তরাষ্ট্রে। মে মাস পর্যন্ত শুধু সানফ্রানসিসকো বিমানবন্দরেই ৫০টি দেশ থেকে আসা অন্তত এক হাজার লোককে টিকা দেওয়া হয়েছে।
এমনই একজন ‘ভ্যাকসিন টুরিস্ট’ অ্যাম্বার চৌ। হোটেল ও বিমান ভাড়া মিলিয়ে ১৮ হাজার ডলার খরচ হলেও তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে এসে টিকা নিয়ে তিনি দারুণ খুশি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক ভিডিও প্রতিবেদনে তিনি উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি টিকা নিয়েছি। আমি জানি, এখন আমাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখনই নিজের কাছে নিজেকে সুপার ওমেন বলে মনে হচ্ছে। আমার শিশু সন্তান ও বয়স্ক বাবা–মায়ের সুরক্ষার জন্যও আমার সুরক্ষিত থাকা প্রয়োজন।’
টিকা নিতে আসা আরও দুই নারী বলেন, শুধু ব্রাজিল বা যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের সবাই স্বাভাবিক পৃথিবীতে ফিরতে চাচ্ছে। ভিয়েতনাম থেকে ৮৪ বছরের এক বৃদ্ধাও এখানে এসে টিকা নিয়েছেন।
সানফ্রানসিসকো বিমানবন্দরের কর্মকর্তা ডৌগ অ্যাকেল বলেন, আমাদের টিকা উদ্বৃত্ত রয়েছে। অন্য দেশের লোকদের এই টিকা দিতে পারাটা একটি ভালো বিষয়। আমাদের এই কার্যক্রম অনেকেরই উপকারে আসছে; অন্য দেশের টিকা কর্মসূচিও এগিয়ে যাচ্ছে। এ কার্যক্রম চলতে থাকলে আন্তর্জাতিক ভ্রমণের বাধাগুলো কমে আসবে।
প্রসঙ্গত, ১৮ বছরের বেশি বয়স হলে যে কেউ ‘ভ্যাকসিন টুরিস্ট’ হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে টিকা নিতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই বিমানবন্দরের কাস্টমস অতিক্রম করার অনুমতি থাকতে হবে।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেলেনস্কি হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথে পৌঁছালে ট্রাম্প তাঁকে করমর্দন করে ও হাসি দিয়ে স্বাগত জানান।
৯ ঘণ্টা আগেএক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
১০ ঘণ্টা আগেস্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
১০ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
১১ ঘণ্টা আগে