Ajker Patrika

হাজার হাজার ডলার খরচ করে টিকা নিতে যুক্তরাষ্ট্রে ছুটছে মানুষ

হাজার হাজার ডলার খরচ করে টিকা নিতে যুক্তরাষ্ট্রে ছুটছে মানুষ

বিশ্বের বিভিন্ন দেশে করোনা টিকার সরবরাহ সংকট এবং টিকা প্রয়োগে ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু বিপরীতে মানুষের মধ্যে টিকা নেওয়ার আগ্রহ বেড়েছে। এমন পরিস্থিতিতে টিকা পেতে হাজার হাজার ডলার খরচ করে বহু দেশের নাগরিকেরা ছুটছেন যুক্তরাষ্ট্রে। মে মাস পর্যন্ত শুধু সানফ্রানসিসকো বিমানবন্দরেই ৫০টি দেশ থেকে আসা অন্তত এক হাজার লোককে টিকা দেওয়া হয়েছে।

এমনই একজন ‘ভ্যাকসিন টুরিস্ট’ অ্যাম্বার চৌ। হোটেল ও বিমান ভাড়া মিলিয়ে ১৮ হাজার ডলার খরচ হলেও তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে এসে টিকা নিয়ে তিনি দারুণ খুশি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক ভিডিও প্রতিবেদনে তিনি উচ্ছ্বাস নিয়ে বলেন, ‘আমি টিকা নিয়েছি। আমি জানি, এখন আমাকে ১৪ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখনই নিজের কাছে নিজেকে সুপার ওমেন বলে মনে হচ্ছে। আমার শিশু সন্তান ও বয়স্ক বাবা–মায়ের সুরক্ষার জন্যও আমার সুরক্ষিত থাকা প্রয়োজন।’

টিকা নিতে আসা আরও দুই নারী বলেন, শুধু ব্রাজিল বা যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের সবাই স্বাভাবিক পৃথিবীতে ফিরতে চাচ্ছে। ভিয়েতনাম থেকে ৮৪ বছরের এক বৃদ্ধাও এখানে এসে টিকা নিয়েছেন। 

সানফ্রানসিসকো বিমানবন্দরের কর্মকর্তা ডৌগ অ্যাকেল বলেন, আমাদের টিকা উদ্বৃত্ত রয়েছে। অন্য দেশের লোকদের এই টিকা দিতে পারাটা একটি ভালো বিষয়। আমাদের এই কার্যক্রম অনেকেরই উপকারে আসছে; অন্য দেশের টিকা কর্মসূচিও এগিয়ে যাচ্ছে। এ কার্যক্রম চলতে থাকলে আন্তর্জাতিক ভ্রমণের বাধাগুলো কমে আসবে। 

প্রসঙ্গত, ১৮ বছরের বেশি বয়স হলে যে কেউ ‘ভ্যাকসিন টুরিস্ট’ হিসেবে যুক্তরাষ্ট্রে গিয়ে টিকা নিতে পারবেন। এ ক্ষেত্রে অবশ্যই বিমানবন্দরের কাস্টমস অতিক্রম করার অনুমতি থাকতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত