দীর্ঘ আলোচনা-সমালোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিল পাস হয়েছে। এটিকে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল পাস বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ১৫ রিপাবলিকান সদস্য যোগ দিলে বিলটি ৬৫-৩৩ ভোটে পাস হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভোটাভুটি হয়েছে।
গত মাস থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুকধারীর হামলা যেন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। নিউইয়র্কের বাফেলো মার্কেটে এবং টেক্সাসের উভালদে স্কুলে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার পর দেশজুড়ে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের দাবি জোরদার হয়। প্রেসিডেন্ট জো বাইডেনও এ আইন পাসের জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। কিন্তু রিপাবলিকানদের অনীহার কারণে আইন পাস করা সম্ভব হচ্ছিল না। অবশেষে বহুল প্রত্যাশিত আইনের বিল পাস হলো।
বিলটিকে এখন হাউস অব রিপ্রেজেনটেটিভে পাস হতে হবে। এরপর জো বাইডেন বিলটিতে সই করলে তা আইনে পরিণত হবে। আগামী কয়েক দিনের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইনটিকে গুরুত্বপূর্ণ মনে করা হলেও অনেক ডেমোক্র্যাট ও মানবাধিকারকর্মী গুলিবর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে যেসব আহ্বান জানিয়েছিল, তার তুলনায় আইনে যা প্রস্তাব করা হয়েছে তা অনেক কম।
নতুন প্রস্তাবিত আইনটিতে ২১ বছরের কম বয়সীদের অস্ত্র কেনার সময় তাদের অতীত ইতিহাস খতিয়ে দেখার বিষয়টি যুক্ত করা হয়েছে। এ ছাড়া মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম এবং স্কুলের নিরাপত্তা বাড়ানোর জন্য ফেডারেল তহবিলে ১৫ বিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হয়েছে। আইনের খসড়ায় ‘রেড ফ্ল্যাগ’ আইন বাস্তবায়নের জন্য অর্থায়ন করার আহ্বান জানানো হয়েছে। রেড ফ্ল্যাগ হচ্ছে হুমকি বিবেচিত ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে নেওয়ার আইন। এ ছাড়া আইনের খসড়ায় অবিবাহিত ঘনিষ্ঠ সহযোগীদের কাছে বন্দুক বিক্রি আটকাতে কথিত ‘বয়ফ্রেন্ড লুপহোল’ বন্ধ করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন কর্নিন বিলের আলোচনায় সহনেতৃত্ব দিয়েছেন। আলোচনার সময় তিনি বলেন, ‘বিলটি আমেরিকানদের আরও নিরাপদ করবে। উভালদে ও অন্যান্য জায়গায় আমরা যা ঘটতে দেখেছি, তার পরিপ্রেক্ষিতে আমরা কিছুই করতে পারি না, এমনটা আমি বিশ্বাস করি না। কিছুই করতে না পারার অর্থ হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে মার্কিন সিনেটে আমার দায়িত্ব এড়িয়ে যাওয়া।’
অন্যদিকে ডেমোক্রেটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেছেন, ‘বন্দুক সহিংসতা আমাদের জাতির ভেতরে যেভাবে জেঁকে বসেছে, তার জন্য এটি (আইন পাস) একমাত্র নিরাময় নয়। তবে এটি সঠিক দিকে যাওয়ার একটি কার্যকর পদক্ষেপ।’
দীর্ঘ আলোচনা-সমালোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্রের সিনেটে বন্দুক নিয়ন্ত্রণ আইনের বিল পাস হয়েছে। এটিকে গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল পাস বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কংগ্রেসের উচ্চকক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ১৫ রিপাবলিকান সদস্য যোগ দিলে বিলটি ৬৫-৩৩ ভোটে পাস হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভোটাভুটি হয়েছে।
গত মাস থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুকধারীর হামলা যেন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। নিউইয়র্কের বাফেলো মার্কেটে এবং টেক্সাসের উভালদে স্কুলে হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার পর দেশজুড়ে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের দাবি জোরদার হয়। প্রেসিডেন্ট জো বাইডেনও এ আইন পাসের জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। কিন্তু রিপাবলিকানদের অনীহার কারণে আইন পাস করা সম্ভব হচ্ছিল না। অবশেষে বহুল প্রত্যাশিত আইনের বিল পাস হলো।
বিলটিকে এখন হাউস অব রিপ্রেজেনটেটিভে পাস হতে হবে। এরপর জো বাইডেন বিলটিতে সই করলে তা আইনে পরিণত হবে। আগামী কয়েক দিনের মধ্যে এসব প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আইনটিকে গুরুত্বপূর্ণ মনে করা হলেও অনেক ডেমোক্র্যাট ও মানবাধিকারকর্মী গুলিবর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে যেসব আহ্বান জানিয়েছিল, তার তুলনায় আইনে যা প্রস্তাব করা হয়েছে তা অনেক কম।
নতুন প্রস্তাবিত আইনটিতে ২১ বছরের কম বয়সীদের অস্ত্র কেনার সময় তাদের অতীত ইতিহাস খতিয়ে দেখার বিষয়টি যুক্ত করা হয়েছে। এ ছাড়া মানসিক স্বাস্থ্য প্রোগ্রাম এবং স্কুলের নিরাপত্তা বাড়ানোর জন্য ফেডারেল তহবিলে ১৫ বিলিয়ন ডলার দেওয়ার কথা বলা হয়েছে। আইনের খসড়ায় ‘রেড ফ্ল্যাগ’ আইন বাস্তবায়নের জন্য অর্থায়ন করার আহ্বান জানানো হয়েছে। রেড ফ্ল্যাগ হচ্ছে হুমকি বিবেচিত ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে নেওয়ার আইন। এ ছাড়া আইনের খসড়ায় অবিবাহিত ঘনিষ্ঠ সহযোগীদের কাছে বন্দুক বিক্রি আটকাতে কথিত ‘বয়ফ্রেন্ড লুপহোল’ বন্ধ করে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
টেক্সাসের রিপাবলিকান সিনেটর জন কর্নিন বিলের আলোচনায় সহনেতৃত্ব দিয়েছেন। আলোচনার সময় তিনি বলেন, ‘বিলটি আমেরিকানদের আরও নিরাপদ করবে। উভালদে ও অন্যান্য জায়গায় আমরা যা ঘটতে দেখেছি, তার পরিপ্রেক্ষিতে আমরা কিছুই করতে পারি না, এমনটা আমি বিশ্বাস করি না। কিছুই করতে না পারার অর্থ হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে মার্কিন সিনেটে আমার দায়িত্ব এড়িয়ে যাওয়া।’
অন্যদিকে ডেমোক্রেটিক সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেছেন, ‘বন্দুক সহিংসতা আমাদের জাতির ভেতরে যেভাবে জেঁকে বসেছে, তার জন্য এটি (আইন পাস) একমাত্র নিরাময় নয়। তবে এটি সঠিক দিকে যাওয়ার একটি কার্যকর পদক্ষেপ।’
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
১ ঘণ্টা আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
২ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে