Ajker Patrika

আফগান দোভাষীদেরকেও সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৬: ৫৭
আফগান দোভাষীদেরকেও সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

যে সব আফগান নাগরিক যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছেন, তাঁদেরকে বিশেষ ভিসায় যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র জেন সাকি স্থানীয় সময় বুধবার এক ব্রিফিংএ এমনটি জানিয়েছেন। 

ব্রিফিংয়ে জেন সাকি বলেন, প্রেসিডেন্টের নির্দেশনা অনুযায়ী যে সব আফগান নাগরিক মার্কিনিদের এবং আমাদের সহযোগীদের সহায়তা করেছে তাঁদেরকে সরিয়ে নেওয়া হবে। তাঁরা প্রত্যেকেই সাহসী মানুষ। 

হোয়াইট হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে তালেবান গোষ্ঠীর দৌরাত্ম্য দিন দিন বাড়তে থাকায় এত দিন যেসব আফগান নাগরিক মার্কিন বাহিনীর দোভাষী হিসেবে কাজ করেছেন, তাঁদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। 

জানা গেছে, দোভাষী হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে প্রায় ১৮ হাজার আফগান নাগরিক কাজ করেছে। তাঁদের পরিবারের সদস্যসহ প্রায় এক লাখের বেশি মানুষ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন। 

এই পরিস্থিতিতে উগ্র ইসলামপন্থী এই গোষ্ঠীর আক্রোশ থেকে তাদের রক্ষা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে জেন সাকি বলেন, বিশেষ অভিবাসী ভিসার আওতায় তাঁদেরকে  আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে সরিয়ে আনা হবে। তারপর তাঁদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী ও বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের যেসব সামরিক ঘাঁটি রয়েছে, সেসব ঘাঁটিতে নিয়োগ দেওয়া হবে। 

২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইট টাওয়ারে বিমান হামলাকারী আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার বিরুদ্ধে ওই বছরই আল কায়েদার তৎকালীন হেডকোয়ার্টার আফগানিস্তানে অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। চলতি বছর জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার পর সেই এ বিষয়টি আরও গতি পায়। গত মে মাসে বাইডেন ঘোষণা দিয়েছিলেন, ২০২১ সারের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাদের প্রত্যাহার করা হবে, পরে এই সময়সীমাকে আরও কমিয়ে আগস্টের ৩১ তারিখে আনেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত