Ajker Patrika

রুশ সীমান্তে ১২ হাজার মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছে

আপডেট : ১২ মার্চ ২০২২, ১৩: ৩৮
রুশ সীমান্তে ১২ হাজার মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া ও রোমানিয়ার মতো রুশ সীমান্ত বরাবর ১২ হাজার সৈন্য মোতায়েন করেছি। আমরা জোর দিয়ে বলতে চাই, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন, তাতে তিনি জয়ী হবেন না। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার হাউস ডেমোক্রেটিক ককাসের সদস্যদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। বাইডেন বলেছেন, ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধ করবে না যুক্তরাষ্ট্র। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি জায়গা রক্ষা করব। 

ইউক্রেনের জনগণের প্রশংসা করে বাইডেন বলেন, ‘তারা রুশ আক্রমণের মুখে অসাধারণ সাহসিকতার পরিচয় দিচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের যে নিরাপত্তা সহায়তা দিচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ। আমরা ইউক্রেনকে সমর্থন করার পাশাপাশি ন্যাটো অঞ্চলকেও সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর। আর সেই উদ্দেশ্যেই আমরা ১২ হাজার সৈন্য রুশ সীমান্তে স্থানান্তর করেছি।’ 

এর আগে এক টুইটার পোস্টে বাইডেন বলেন, ‘পুতিন কখনো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবেন না। পুতিন ভেবেছিলেন, তিনি কোনো লড়াই ছাড়াই ইউক্রেন দখল করতে পারবেন। তিনি আশা করেছিলেন যে ইউরোপীয় ঐক্যে ফাটল ধরাবেন, ন্যাটো জোটকে দুর্বল করবেন এবং যুক্তরাষ্ট্রকে দ্বিখণ্ডিত করবেন। কিন্তু তাঁর কোনো আশাই পূরণ হয়নি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত