Ajker Patrika

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেবেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেবেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি এই ভাষণ দেবেন। কংগ্রেসের হাউস ও সিনেট সদস্যদের কাছে পাঠানো এক চিঠি থেকে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ। 

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার কর্তৃক হাউস এবং সিনেট সদস্যদের কাছে পাঠানো একটি চিঠি অনুসারে—ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বুধবার সকাল ৯টায় মার্কিন কংগ্রেসে ভার্চুয়ালি ভাষণ দেবেন। 

কংগ্রেস সদস্যদের আহ্বান জানিয়ে ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের দেশ এবং বিশ্ব মানবতা ইউক্রেনের জনগণের বিষয়ে সন্ত্রস্ত—যারা রাশিয়ার বিনা উসকানিতে পৈশাচিক ও অবৈধ যুদ্ধের মুখে অসাধারণ সাহস দেখিয়ে প্রতিরোধে দৃঢ় সংকল্প প্রদর্শন করেছে।’ 

চিঠিতে আরও বলা হয়েছে, ‘পুতিনের নিষ্ঠুর ও পৈশাচিক আগ্রাসনের মুখোমুখি হওয়ায় ইউক্রেনকে সমর্থন করার জন্য কংগ্রেস আমাদের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু ও বিচ্ছিন্ন করার পাশাপাশি ইউক্রেনে মানবিক, নিরাপত্তা ও অর্থনৈতিক সহায়তা প্রদানের জন্য আইন পাস করার বিষয়ে তাকিয়ে আছি আমরা। হাউস ও সিনেটে প্রেসিডেন্ট জেলেনস্কির ভাষণকে স্বাগত জানানোর এবং ইউক্রেনের জনগণকে সাহসিকতার সঙ্গে গণতন্ত্র রক্ষা করায় জন্য তাদের প্রতি আমাদের সমর্থন জানানোর বিশেষাধিকারের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।’ 

উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যের পার্লামেন্টেও ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দিয়েছিলেন জেলেনস্কি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত