আজকের পত্রিকা ডেস্ক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সিতে এক ব্যক্তিগত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডেমোক্র্যাটদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন। বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় হতাশ না হয়ে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ওবামা বলেছেন, ‘এখন আত্মবিশ্লেষণ আর হতাশ হয়ে কোণে বসে থাকার সময় নয়। ডেমোক্র্যাটদের এখন মন শক্ত করতে হবে।’ তিনি বলেন, ‘আপনি যদি বলেন, আপনি একজন ডেমোক্র্যাট, কিন্তু হতাশায় কিছুই করছেন না; তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। এখনই সময় কিছু করার।’
বাক্স্বাধীনতার বিষয়ে জোর দিয়ে ওবামা বলেন, ‘বাক্স্বাধীনতায় যদি আপনি সত্যিই বিশ্বাস করেন, তাহলে সেটার পক্ষে দাঁড়াতে হবে তখনো, যখন কেউ এমন কিছু বলছেন, যা আপনি অপছন্দ করেন। সাহস এখন সবচেয়ে জরুরি বিষয়।’
ওবামার এসব মন্তব্য এল এমন এক সময়, যখন ডেমোক্র্যাটরা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রাজনৈতিক পথ পুনর্নির্ধারণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। তবে ওবামা রাজ্য পর্যায়ের নির্বাচন নিয়ে ডেমোক্র্যাটদের তৎপর হতে বলেছেন। নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনকে তিনি ‘একটি নতুন সূচনা’ হিসেবে দেখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ফাঁপা সমাধান খোঁজার চেষ্টা বন্ধ করুন। ত্রাণকর্তা খোঁজার চেষ্টা বন্ধ করুন। আমাদের সামনে দারুণ কিছু প্রার্থী আছেন; তাঁদের সমর্থন করুন।’
ওবামা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিকে (ডিএনসি) প্রয়োজনীয় সহায়তা দিতে অনুরোধ করেন। কারণ, আগামী নির্বাচনী চক্রে তথ্যভিত্তিক এবং সোশ্যাল মিডিয়ানির্ভর প্রচারণা বেশি গুরুত্ব পাবে, যা অর্থ ও সময় দাবি করে।
আজ সোমবার সিএনএন জানিয়েছে, এই তহবিল সংগ্রহ অনুষ্ঠান নিউ জার্সির গভর্নর ফিল মারফি ও তাঁর স্ত্রী ট্যামি মারফি আয়োজন করেন। এতে অনলাইন ও সরাসরি অংশগ্রহণ মিলিয়ে ২৫ লাখ ডলার সংগৃহীত হয়। এর একটি অংশ নিউ জার্সির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য বরাদ্দ হবে।
ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিল (নিউ জার্সি) এবং অ্যাবিগেইল স্প্যানবার্গার (ভার্জিনিয়া) সম্পর্কে ওবামা বলেছেন, ‘তারা বাস্তববাদী, সাধারণ মানুষের পক্ষে কথা বলেন এবং সমাজসেবায় দারুণ রেকর্ড রয়েছে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা যদি সবাই নিজ নিজ কাজ করি, তাহলে আগামী এক বছরেই আমরা গতি ফিরে পেতে পারি এবং দেশকে সঠিক পথে ফেরাতে পারি।’
নাগরিকদের জীবনমান উন্নয়নে কাজ করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, ‘আপনি যতই শ্রমজীবী মানুষের পাশে থাকার কথা বলুন, যদি তারা বাড়ি কিনতে না পারে, যদি রাজ্যের নীতিমালায় বাসস্থান নির্মাণই সম্ভব না হয়; তাহলে আপনার আদর্শের কোনো মূল্য নেই।’
সবশেষে ওবামা বলেন, ‘আপনার আদর্শের পক্ষে দাঁড়ান, দেশের পক্ষে দাঁড়ান, এমন একটি পৃথিবীর জন্য দাঁড়ান, যেটা আপনি আপনার সন্তান-নাতিদের জন্য কিছু রেখে যেতে চান।’
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সিতে এক ব্যক্তিগত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডেমোক্র্যাটদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন। বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় হতাশ না হয়ে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ওবামা বলেছেন, ‘এখন আত্মবিশ্লেষণ আর হতাশ হয়ে কোণে বসে থাকার সময় নয়। ডেমোক্র্যাটদের এখন মন শক্ত করতে হবে।’ তিনি বলেন, ‘আপনি যদি বলেন, আপনি একজন ডেমোক্র্যাট, কিন্তু হতাশায় কিছুই করছেন না; তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। এখনই সময় কিছু করার।’
বাক্স্বাধীনতার বিষয়ে জোর দিয়ে ওবামা বলেন, ‘বাক্স্বাধীনতায় যদি আপনি সত্যিই বিশ্বাস করেন, তাহলে সেটার পক্ষে দাঁড়াতে হবে তখনো, যখন কেউ এমন কিছু বলছেন, যা আপনি অপছন্দ করেন। সাহস এখন সবচেয়ে জরুরি বিষয়।’
ওবামার এসব মন্তব্য এল এমন এক সময়, যখন ডেমোক্র্যাটরা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে রাজনৈতিক পথ পুনর্নির্ধারণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেকে নেতৃত্বের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। তবে ওবামা রাজ্য পর্যায়ের নির্বাচন নিয়ে ডেমোক্র্যাটদের তৎপর হতে বলেছেন। নিউ জার্সি ও ভার্জিনিয়ার গভর্নর নির্বাচনকে তিনি ‘একটি নতুন সূচনা’ হিসেবে দেখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘ফাঁপা সমাধান খোঁজার চেষ্টা বন্ধ করুন। ত্রাণকর্তা খোঁজার চেষ্টা বন্ধ করুন। আমাদের সামনে দারুণ কিছু প্রার্থী আছেন; তাঁদের সমর্থন করুন।’
ওবামা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিকে (ডিএনসি) প্রয়োজনীয় সহায়তা দিতে অনুরোধ করেন। কারণ, আগামী নির্বাচনী চক্রে তথ্যভিত্তিক এবং সোশ্যাল মিডিয়ানির্ভর প্রচারণা বেশি গুরুত্ব পাবে, যা অর্থ ও সময় দাবি করে।
আজ সোমবার সিএনএন জানিয়েছে, এই তহবিল সংগ্রহ অনুষ্ঠান নিউ জার্সির গভর্নর ফিল মারফি ও তাঁর স্ত্রী ট্যামি মারফি আয়োজন করেন। এতে অনলাইন ও সরাসরি অংশগ্রহণ মিলিয়ে ২৫ লাখ ডলার সংগৃহীত হয়। এর একটি অংশ নিউ জার্সির গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য বরাদ্দ হবে।
ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিল (নিউ জার্সি) এবং অ্যাবিগেইল স্প্যানবার্গার (ভার্জিনিয়া) সম্পর্কে ওবামা বলেছেন, ‘তারা বাস্তববাদী, সাধারণ মানুষের পক্ষে কথা বলেন এবং সমাজসেবায় দারুণ রেকর্ড রয়েছে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা যদি সবাই নিজ নিজ কাজ করি, তাহলে আগামী এক বছরেই আমরা গতি ফিরে পেতে পারি এবং দেশকে সঠিক পথে ফেরাতে পারি।’
নাগরিকদের জীবনমান উন্নয়নে কাজ করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, ‘আপনি যতই শ্রমজীবী মানুষের পাশে থাকার কথা বলুন, যদি তারা বাড়ি কিনতে না পারে, যদি রাজ্যের নীতিমালায় বাসস্থান নির্মাণই সম্ভব না হয়; তাহলে আপনার আদর্শের কোনো মূল্য নেই।’
সবশেষে ওবামা বলেন, ‘আপনার আদর্শের পক্ষে দাঁড়ান, দেশের পক্ষে দাঁড়ান, এমন একটি পৃথিবীর জন্য দাঁড়ান, যেটা আপনি আপনার সন্তান-নাতিদের জন্য কিছু রেখে যেতে চান।’
ব্রিজিতের জন্ম পুরুষ হিসেবে হয়েছিল—এমন তথ্য প্রচার করেন ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স। এরপর তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন মাখোঁ দম্পতি। তাঁদের আইনজীবী জানিয়েছেন, এ মামলায় তাঁরা প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করবেন। এদিকে ওয়েন্সের আইনজীবীরা মামলাটি খারিজ করার জন্য একটি আবেদন করেছেন।
২ ঘণ্টা আগেনেপালের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির মার্কস ও লেনিন পন্থী কমিউনিস্ট পার্টির (সিপিএন–ইউএমএল) চেয়ারম্যান কেপি শর্মা অলি অবশেষে সেনাবাহিনীর সুরক্ষা থেকে বেরিয়ে এসেছেন। গত ৯ সেপ্টেম্বর থেকে তিনি শিবপুরীতে অবস্থিত নেপাল আর্মির স্টাফ কলেজে অবস্থান করছিলেন।
৩ ঘণ্টা আগেট্রাম্প স্বীকার করেন, তিনি ভেবেছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধান করা ‘সহজ’ হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনি শেষ পর্যন্ত এ সমস্যার সমাধান করবেন।
৩ ঘণ্টা আগেনেপালের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ডা. সন্দুক রুইত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তাঁর রোগীদের ছেড়ে মন্ত্রী হতে চান না। মঙ্গলবার সকালে নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি কাঠমান্ডুর তিলগঙ্গা চক্ষু ইনস্টিটিউটে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
৪ ঘণ্টা আগে