যুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯/১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের সহায়তা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জানিয়েছে, সাইদ হিউস্টনের তার অ্যাপার্টমেন্ট থেকে একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন। টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় জেলার অ্যাটর্নি আলমদার হামদানি এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাইদের শৈশবকাল কেটেছে লেবাননে। পরে ১৪ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গত সপ্তাহে সাইদকে গ্রেপ্তার করে। ২০১৭ সাল থেকে তিনি হিউস্টন জয়েন্ট টেররিস্ট টাস্কফোর্সের নজরদারিতে ছিলেন। এফবিআই এজেন্টরা তাঁকে গ্রেপ্তারের সময় সাইদ তাঁর ফোন মাটিতে আছড়ে ভেঙে ফেলেন এবং ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে চেপে ধরতে হয়।
সাইদের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে আইএসআইএসের পক্ষে ছবি ও বার্তালাপ পাওয়া গেছে এবং সন্ত্রাসী সংগঠনের প্রচারণা কার্যক্রমে তাঁর সংশ্লিষ্টতার তথ্যও মিলেছে। আলমদার হামদানি জানান, সাইদ বিভিন্ন প্রোপাগান্ডা ভিডিও-ছবি তৈরি ও সম্পাদনা করতেন।
এফবিআই জানিয়েছে, বছরের পর বছর নজরদারিতে রাখার পর দেখা গেছে—সাইদের আচরণ ক্রমেই সহিংসতার দিকে ঝুঁকেছে। বিশেষ করে গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ডগলাস উইলিয়ামস জুনিয়র জানান, সাইদ হিউস্টনে বিস্ফোরক ব্যবহার করে গণহত্যার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন।
এফবিআই এজেন্ট আরও জানান, ‘সাইদ তাঁর বাড়ি আইএসআইএস সদস্যদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে প্রস্তাব করেছিলেন এবং প্রয়োজনীয় সম্পদ পেলে ৯ / ১১ স্টাইলের হামলা চালাবেন বলে বড়াই করেছিলেন।’
সাইদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও উইলিয়ামস জানান। আদালতের নথি অনুযায়ী, সাইদ এফবিআইয়ের গোপন একটি সূত্রকে বলেছিলেন যে, তিনি আত্মঘাতী বোমা ব্যবহার করবেন। সেই এজেন্টকে সাইদ বলেছিলেন, ‘আমি যদি চাইতাম, তাহলে খুব সহজেই হতো। দাড়ি চেঁচে, চুল কাটিয়ে সামরিক ইউনিফর্ম পরতাম, ভেতরে গিয়ে বোতাম টিপে দিতাম। সবাই গ্রিল করা মাংসে পরিণত হতো।’
আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়, সাইদ তাঁর বাড়িতে পরিকল্পিত এক হত্যাচেষ্টার জন্য আইএসআইএস সদস্যদের আশ্রয় দিতে চেয়েছিলেন। এই দলটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার চেষ্টা করেছিল।
যুক্তরাষ্ট্রে কুখ্যাত ৯/১১ এর মতো আরেকটি ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল এক মার্কিন যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা আনাস সাইদের (২৮) বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএসআইএস) সন্ত্রাসীদের সহায়তা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন—এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্থানীয় আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ জানিয়েছে, সাইদ হিউস্টনের তার অ্যাপার্টমেন্ট থেকে একটি সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন। টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় জেলার অ্যাটর্নি আলমদার হামদানি এক সংবাদ সম্মেলনে জানান, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাইদের শৈশবকাল কেটেছে লেবাননে। পরে ১৪ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই গত সপ্তাহে সাইদকে গ্রেপ্তার করে। ২০১৭ সাল থেকে তিনি হিউস্টন জয়েন্ট টেররিস্ট টাস্কফোর্সের নজরদারিতে ছিলেন। এফবিআই এজেন্টরা তাঁকে গ্রেপ্তারের সময় সাইদ তাঁর ফোন মাটিতে আছড়ে ভেঙে ফেলেন এবং ধস্তাধস্তি শুরু করেন। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে চেপে ধরতে হয়।
সাইদের অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে আইএসআইএসের পক্ষে ছবি ও বার্তালাপ পাওয়া গেছে এবং সন্ত্রাসী সংগঠনের প্রচারণা কার্যক্রমে তাঁর সংশ্লিষ্টতার তথ্যও মিলেছে। আলমদার হামদানি জানান, সাইদ বিভিন্ন প্রোপাগান্ডা ভিডিও-ছবি তৈরি ও সম্পাদনা করতেন।
এফবিআই জানিয়েছে, বছরের পর বছর নজরদারিতে রাখার পর দেখা গেছে—সাইদের আচরণ ক্রমেই সহিংসতার দিকে ঝুঁকেছে। বিশেষ করে গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েল হামলার পর। এফবিআইয়ের স্পেশাল এজেন্ট ডগলাস উইলিয়ামস জুনিয়র জানান, সাইদ হিউস্টনে বিস্ফোরক ব্যবহার করে গণহত্যার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন।
এফবিআই এজেন্ট আরও জানান, ‘সাইদ তাঁর বাড়ি আইএসআইএস সদস্যদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে প্রস্তাব করেছিলেন এবং প্রয়োজনীয় সম্পদ পেলে ৯ / ১১ স্টাইলের হামলা চালাবেন বলে বড়াই করেছিলেন।’
সাইদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বলেও উইলিয়ামস জানান। আদালতের নথি অনুযায়ী, সাইদ এফবিআইয়ের গোপন একটি সূত্রকে বলেছিলেন যে, তিনি আত্মঘাতী বোমা ব্যবহার করবেন। সেই এজেন্টকে সাইদ বলেছিলেন, ‘আমি যদি চাইতাম, তাহলে খুব সহজেই হতো। দাড়ি চেঁচে, চুল কাটিয়ে সামরিক ইউনিফর্ম পরতাম, ভেতরে গিয়ে বোতাম টিপে দিতাম। সবাই গ্রিল করা মাংসে পরিণত হতো।’
আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়, সাইদ তাঁর বাড়িতে পরিকল্পিত এক হত্যাচেষ্টার জন্য আইএসআইএস সদস্যদের আশ্রয় দিতে চেয়েছিলেন। এই দলটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার চেষ্টা করেছিল।
যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি।
৬ মিনিট আগেকেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৪১ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগে