অবসরে যাওয়ার প্রায় দুই দশক পর আবারও রিংয়ে ফিরে পুরো পৃথিবীকে তাক লাগালেন বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন। শুধু তাই নয়, সর্বশেষ লড়াইয়ে তিনি ২৭ বছর বয়সী তরতাজা বক্সার জ্যাক পলকে চ্যালেঞ্জ জানান। এর মধ্য দিয়েই প্রমাণ হয়, ঝুঁকি নিতে মোটেও পিছপা হন না টাইসন। অতীতে তিনি একটি গরিলার সঙ্গে লড়তে চাওয়ারও দুঃসাহস দেখিয়েছিলেন।
এ বিষয়ে যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন এক পশুপ্রেমী হিসেবে সুখ্যাত। তাঁকে আমেরিকার সত্যিকারের ‘টাইগার কিং’ বলেও আখ্যা দেন অনেকে। কারণ বড় বড় বাঘও তাঁর সামনে বিড়ালের মতো পোষা প্রাণী হয়ে থাকতে দেখা গেছে বহুবার।
তবে বাঘের প্রতি ভালোবাসা থাকলেও বনের ভয়ংকর প্রাণী গরিলার প্রতি তাঁর ভালোবাসার কিছুটা খামতি রয়েছে সম্ভবত। কারণ একবার তিনি নিউইয়র্কের একটি চিড়িয়াখানার কর্মীকে ১০ হাজার ডলার প্রস্তাব করেছিলেন—সেই চিড়িয়াখানার একটি গরিলার সঙ্গে লড়াইয়ের সুযোগ করে দেওয়ার জন্য।
ঘটনাটি ঘটেছিল ৮০-এর দশকের শেষ দিকে। কয়েক বছর আগেই বক্সিংয়ে অভিষেক ঘটেছিল টাইসনের এবং পুরো পৃথিবী জুড়ে তাঁর সুনাম ছড়িয়ে পড়েছিল। তত দিনে মার্কিন মডেল ও অভিনেত্রী রবিন গিভেন্সকেও বিয়ে করেছিলেন তিনি।
সেই সময়টিতেই নিউইয়র্কের সেই চিড়িয়াখানার গরিলাটিরও দুর্নাম ছড়িয়ে পড়েছিল। চিড়িয়াখানায় থাকা অন্য গরিলারা তো বটেই, অন্যান্য পশুদেরও জ্বালাতন করতে শুরু করেছিল গরিলাটি। তাই গরিলাটিকে শায়েস্তা করার জন্য এর সঙ্গে লড়াইয়ের চিন্তা করেছিলেন টাইসন।
গরিলার সঙ্গে লড়তে চাওয়ার বিষয়ে দ্য সানকে একবার টাইসন জানিয়েছিলেন, নিউ ইয়র্কের সেই চিড়িয়াখানায় একবার শুধু স্ত্রী রবিনকে নিয়ে প্রবেশ করেছিলেন তিনি।
টাইসন বলেছিলেন, ‘আমরা যখন সেই গরিলার খাঁচার সামনে গেলাম তখন দেখতে পেলাম এটি অন্য গরিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে।’
দুষ্টু গরিলাটির সামনে অন্যগুলোর অসহায়ত্ব দেখে মোটেও ভালো লাগেনি টাইসনের। তাই চিড়িয়াখানার এক কর্মীকে তিনি ১০ হাজার ডলার সেধেছিলেন গরিলার খাঁচাটি খুলে দেওয়ার জন্য। তিনি ভেবেছিলেন, খাঁচার ভেতরে প্রবেশ করে ভয়ংকর সেই প্রাণীটির সঙ্গে লড়াই করে এটিকে শায়েস্তা করবেন। তবে টাইসনের সেই প্রস্তাব শেষ পর্যন্ত নাকচ করে দেন চিড়িয়াখানার সেই কর্মী।
উল্লেখ্য, সম্প্রতি জ্যাক পলের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছেন টাইসন। তবে বৃদ্ধ বয়সেও তিনি সবগুলো রাউন্ডে লড়াই করে ভক্তদের আবারও হতবাক করে দিয়েছেন। নেটফ্লিক্সের আয়োজনে এই লড়াইটি অনুষ্ঠিত হয়েছে টেক্সাসের আরলিংটনে। এই ম্যাচে ৭৩ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে একটি টিকিটও অবিক্রীত থাকেনি। পাশাপাশি সরাসরি সম্প্রচারের মাধ্যমে টেলিভিশনের পর্দায় এই ম্যাচটি দেখেছেন ৬ কোটিরও বেশি মানুষ।
অবসরে যাওয়ার প্রায় দুই দশক পর আবারও রিংয়ে ফিরে পুরো পৃথিবীকে তাক লাগালেন বর্তমানে ৫৮ বছর বয়সী সাবেক বিশ্বসেরা বক্সার মাইক টাইসন। শুধু তাই নয়, সর্বশেষ লড়াইয়ে তিনি ২৭ বছর বয়সী তরতাজা বক্সার জ্যাক পলকে চ্যালেঞ্জ জানান। এর মধ্য দিয়েই প্রমাণ হয়, ঝুঁকি নিতে মোটেও পিছপা হন না টাইসন। অতীতে তিনি একটি গরিলার সঙ্গে লড়তে চাওয়ারও দুঃসাহস দেখিয়েছিলেন।
এ বিষয়ে যুক্তরাজ্য-ভিত্তিক দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন এক পশুপ্রেমী হিসেবে সুখ্যাত। তাঁকে আমেরিকার সত্যিকারের ‘টাইগার কিং’ বলেও আখ্যা দেন অনেকে। কারণ বড় বড় বাঘও তাঁর সামনে বিড়ালের মতো পোষা প্রাণী হয়ে থাকতে দেখা গেছে বহুবার।
তবে বাঘের প্রতি ভালোবাসা থাকলেও বনের ভয়ংকর প্রাণী গরিলার প্রতি তাঁর ভালোবাসার কিছুটা খামতি রয়েছে সম্ভবত। কারণ একবার তিনি নিউইয়র্কের একটি চিড়িয়াখানার কর্মীকে ১০ হাজার ডলার প্রস্তাব করেছিলেন—সেই চিড়িয়াখানার একটি গরিলার সঙ্গে লড়াইয়ের সুযোগ করে দেওয়ার জন্য।
ঘটনাটি ঘটেছিল ৮০-এর দশকের শেষ দিকে। কয়েক বছর আগেই বক্সিংয়ে অভিষেক ঘটেছিল টাইসনের এবং পুরো পৃথিবী জুড়ে তাঁর সুনাম ছড়িয়ে পড়েছিল। তত দিনে মার্কিন মডেল ও অভিনেত্রী রবিন গিভেন্সকেও বিয়ে করেছিলেন তিনি।
সেই সময়টিতেই নিউইয়র্কের সেই চিড়িয়াখানার গরিলাটিরও দুর্নাম ছড়িয়ে পড়েছিল। চিড়িয়াখানায় থাকা অন্য গরিলারা তো বটেই, অন্যান্য পশুদেরও জ্বালাতন করতে শুরু করেছিল গরিলাটি। তাই গরিলাটিকে শায়েস্তা করার জন্য এর সঙ্গে লড়াইয়ের চিন্তা করেছিলেন টাইসন।
গরিলার সঙ্গে লড়তে চাওয়ার বিষয়ে দ্য সানকে একবার টাইসন জানিয়েছিলেন, নিউ ইয়র্কের সেই চিড়িয়াখানায় একবার শুধু স্ত্রী রবিনকে নিয়ে প্রবেশ করেছিলেন তিনি।
টাইসন বলেছিলেন, ‘আমরা যখন সেই গরিলার খাঁচার সামনে গেলাম তখন দেখতে পেলাম এটি অন্য গরিলাদের ওপর অত্যাচার চালাচ্ছে।’
দুষ্টু গরিলাটির সামনে অন্যগুলোর অসহায়ত্ব দেখে মোটেও ভালো লাগেনি টাইসনের। তাই চিড়িয়াখানার এক কর্মীকে তিনি ১০ হাজার ডলার সেধেছিলেন গরিলার খাঁচাটি খুলে দেওয়ার জন্য। তিনি ভেবেছিলেন, খাঁচার ভেতরে প্রবেশ করে ভয়ংকর সেই প্রাণীটির সঙ্গে লড়াই করে এটিকে শায়েস্তা করবেন। তবে টাইসনের সেই প্রস্তাব শেষ পর্যন্ত নাকচ করে দেন চিড়িয়াখানার সেই কর্মী।
উল্লেখ্য, সম্প্রতি জ্যাক পলের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছেন টাইসন। তবে বৃদ্ধ বয়সেও তিনি সবগুলো রাউন্ডে লড়াই করে ভক্তদের আবারও হতবাক করে দিয়েছেন। নেটফ্লিক্সের আয়োজনে এই লড়াইটি অনুষ্ঠিত হয়েছে টেক্সাসের আরলিংটনে। এই ম্যাচে ৭৩ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে একটি টিকিটও অবিক্রীত থাকেনি। পাশাপাশি সরাসরি সম্প্রচারের মাধ্যমে টেলিভিশনের পর্দায় এই ম্যাচটি দেখেছেন ৬ কোটিরও বেশি মানুষ।
ভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
১৬ মিনিট আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪২ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১১ ঘণ্টা আগে