ইউক্রেনীয়রা সাহসিকতার সঙ্গে রুশ আক্রমণের জবাব দিচ্ছে এবং এর মাধ্যমেই দেশটির ভাগ্য নির্ধারিত হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভাষণে জেলেনস্কি বলেন, ‘কিয়েভে প্রতিদিনই রুশ সৈন্যরা ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়িনি।’
একজন দোভাষীর সাহায্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, তাঁর দেশ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যে রয়েছে।’
জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ, সাহসী এবং স্বাধীনতাকামী মানুষদের পক্ষ থেকে আপনাদের সামনে আসতে পেরে আমি সম্মানিত। ইউক্রেনীয়রা আট বছর ধরে রুশ আগ্রাসনকে প্রতিহত করে আসছেন। তাঁরা রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে তাঁদের পুত্র-কন্যাদের উৎসর্গ করেছে।’
জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে আমাদের দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছে। নির্ধারিত হচ্ছে আমাদের জনগণের ভাগ্য যেখানে ইউক্রেনীয়রা স্বাধীন থাকবে কি না, তাঁরা তাদের গণতন্ত্র রক্ষা করতে পারবে কি না তা নির্ধারিত হচ্ছে। রাশিয়া কেবল আমাদের নয়, আমাদের ভূমি, শহর, আমাদের মূল্যবোধ, মৌলিক মানবিক মূল্যবোধের বিরুদ্ধে নৃশংস আক্রমণ করেছে।’
এ দিকে, কংগ্রেসে জেলেনস্কিকে দাঁড়িয়ে সম্মান দেখান কংগ্রেস সদস্যরা।
জেলেনস্কি তাঁর ভাষণে, যুক্তরাষ্ট্রের কাছে আবারও ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবিসহ ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। কেবল তাই নয়, রাশিয়ার আক্রমণের নৃশংসতা তুলে ধরতে গিয়ে ইউক্রেনে রুশ আক্রমণকে পার্ল হারবার হামলা, কুখ্যাত ৯ / ১১ এর সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেন।
এ ছাড়া, জেলেনস্কি রাশিয়াকে শাস্তি দিতে আরও কঠোর অবরোধ আরোপের আহ্বান জানান তাঁর ভাষণে।
ইউক্রেনীয়রা সাহসিকতার সঙ্গে রুশ আক্রমণের জবাব দিচ্ছে এবং এর মাধ্যমেই দেশটির ভাগ্য নির্ধারিত হচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া এক ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভাষণে জেলেনস্কি বলেন, ‘কিয়েভে প্রতিদিনই রুশ সৈন্যরা ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালাচ্ছে। কিন্তু আমরা হাল ছাড়িনি।’
একজন দোভাষীর সাহায্যে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, তাঁর দেশ ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মধ্যে রয়েছে।’
জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনের জনগণ, সাহসী এবং স্বাধীনতাকামী মানুষদের পক্ষ থেকে আপনাদের সামনে আসতে পেরে আমি সম্মানিত। ইউক্রেনীয়রা আট বছর ধরে রুশ আগ্রাসনকে প্রতিহত করে আসছেন। তাঁরা রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে তাঁদের পুত্র-কন্যাদের উৎসর্গ করেছে।’
জেলেনস্কি বলেন, ‘এই মুহূর্তে আমাদের দেশের ভাগ্য নির্ধারিত হচ্ছে। নির্ধারিত হচ্ছে আমাদের জনগণের ভাগ্য যেখানে ইউক্রেনীয়রা স্বাধীন থাকবে কি না, তাঁরা তাদের গণতন্ত্র রক্ষা করতে পারবে কি না তা নির্ধারিত হচ্ছে। রাশিয়া কেবল আমাদের নয়, আমাদের ভূমি, শহর, আমাদের মূল্যবোধ, মৌলিক মানবিক মূল্যবোধের বিরুদ্ধে নৃশংস আক্রমণ করেছে।’
এ দিকে, কংগ্রেসে জেলেনস্কিকে দাঁড়িয়ে সম্মান দেখান কংগ্রেস সদস্যরা।
জেলেনস্কি তাঁর ভাষণে, যুক্তরাষ্ট্রের কাছে আবারও ইউক্রেনের আকাশসীমাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবিসহ ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানান। কেবল তাই নয়, রাশিয়ার আক্রমণের নৃশংসতা তুলে ধরতে গিয়ে ইউক্রেনে রুশ আক্রমণকে পার্ল হারবার হামলা, কুখ্যাত ৯ / ১১ এর সন্ত্রাসী হামলার সঙ্গে তুলনা করেন।
এ ছাড়া, জেলেনস্কি রাশিয়াকে শাস্তি দিতে আরও কঠোর অবরোধ আরোপের আহ্বান জানান তাঁর ভাষণে।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
৫ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৫ ঘণ্টা আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
৫ ঘণ্টা আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
৬ ঘণ্টা আগে