ইউক্রেন সংকট নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিওকলে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় পুতিনকে জো বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তবে যুক্তরাষ্ট্র এর কড়া জবাব দেবে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রেসিডেন্ট প্রায় ঘণ্টাব্যাপী কথা বলেন। এ সময় জো বাইডেন পুতিনের উদ্দেশে বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তবে সেখানে বিরাট মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে বিশ্বদরবারে রাশিয়ার গ্রহণযোগ্যতা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। রাশিয়ার উচিত হবে না যুদ্ধে জড়ানো। দেশটি যদি শেষ পর্যন্ত ইউক্রেনে আক্রমণ করেই বসে, তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এর কড়া জবাব দেবে। রাশিয়াকে এ জন্য অবশ্যই চড়া মূল্য দিতে হবে।
এর আগে গত শুক্রবার রাশিয়া ‘যেকোনো সময়’ বিমান হামলার মাধ্যমে ইউক্রেন আক্রমণের সূচনা করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এবং দেশটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে।
হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে সেখানে বসবাসরত মার্কিনিদের প্রস্থান কঠিন হয়ে যাবে এবং বেসামরিকদের জীবন বিপন্ন হয়ে উঠতে পারে।
তবে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখেরও বেশি সেনা মোতায়েন সত্ত্বেও মস্কো বারবার ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অস্বীকার করেছে।
এদিকে জো বাইডেনের সঙ্গে ভিডিওকলে কথা বলার আগে ভ্লাদিমির পুতিন শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও ফোনে কথা বলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর জানায়, চলমান ইউক্রেন সংকটের সমাধান না হলে কোনো কূটনৈতিক পদক্ষেপই ফলপ্রসূ হবে না বলে পুতিনকে জানিয়েছেন মাখোঁ।
ইউক্রেন সংকট নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিওকলে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় পুতিনকে জো বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে, তবে যুক্তরাষ্ট্র এর কড়া জবাব দেবে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দুই দেশের প্রেসিডেন্ট প্রায় ঘণ্টাব্যাপী কথা বলেন। এ সময় জো বাইডেন পুতিনের উদ্দেশে বলেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তবে সেখানে বিরাট মানবিক বিপর্যয় দেখা দিতে পারে। এ ধরনের ঘটনা ঘটলে বিশ্বদরবারে রাশিয়ার গ্রহণযোগ্যতা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে। রাশিয়ার উচিত হবে না যুদ্ধে জড়ানো। দেশটি যদি শেষ পর্যন্ত ইউক্রেনে আক্রমণ করেই বসে, তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এর কড়া জবাব দেবে। রাশিয়াকে এ জন্য অবশ্যই চড়া মূল্য দিতে হবে।
এর আগে গত শুক্রবার রাশিয়া ‘যেকোনো সময়’ বিমান হামলার মাধ্যমে ইউক্রেন আক্রমণের সূচনা করতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এবং দেশটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগের আহ্বান জানিয়েছে।
হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলার মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে সেখানে বসবাসরত মার্কিনিদের প্রস্থান কঠিন হয়ে যাবে এবং বেসামরিকদের জীবন বিপন্ন হয়ে উঠতে পারে।
তবে ইউক্রেন সীমান্তের কাছে এক লাখেরও বেশি সেনা মোতায়েন সত্ত্বেও মস্কো বারবার ইউক্রেন আক্রমণের পরিকল্পনা অস্বীকার করেছে।
এদিকে জো বাইডেনের সঙ্গে ভিডিওকলে কথা বলার আগে ভ্লাদিমির পুতিন শনিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও ফোনে কথা বলেছেন। ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর জানায়, চলমান ইউক্রেন সংকটের সমাধান না হলে কোনো কূটনৈতিক পদক্ষেপই ফলপ্রসূ হবে না বলে পুতিনকে জানিয়েছেন মাখোঁ।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
৫ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৫ ঘণ্টা আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
৫ ঘণ্টা আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
৬ ঘণ্টা আগে