যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রায়ান রেহমান তাঁর বয় স্কাউট গ্রুপের সর্বোচ্চ পদ ‘ইগল স্কাউট’ হয়েছেন। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের টুইটার ও ফেসবুক পেজে রায়ানকে অভিনন্দনও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের টুইটার ও ফেসবুক পেজে বলা হয়েছে, নিউজার্সির বাংলাদেশি-আমেরিকান রায়ান রেহমানকে অভিনন্দন। রায়ান তাঁর বয় স্কাউট গ্রুপের সর্বোচ্চ পদ ইগল স্কাউটের কৃতিত্ব অর্জন করেছেন। নিজ দলের জন্য ১০ বছর ধরে কাজ করার ফল হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন রায়ান।
ওই পোস্টে বাংলাদেশি নাগরিকেরাও রায়ানকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, অভিনন্দন রায়ান রেহমান। এই সুন্দর সংবাদ দেওয়ার জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসকেও ধন্যবাদ।
বয়েজ স্কাউটস অব আমেরিকার (বিএসএ) সর্বোচ্চ কৃতিত্ব বা পদমর্যাদা হলো ইগল স্কাউট। ১৯১১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত স্কাউটদের মাত্র চার শতাংশ দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার পর এই পদমর্যাদা অর্জন করেছেন। সংখ্যায় তা ২৫ লাখেরও বেশি। তাঁদের মধ্য রয়েছেন—বিল গেটস, নিল আর্মস্ট্রং এবং কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান রেহমান।
রায়ান আমেরিকার বয়েজ স্কাউটসের ট্রুপ-১০১-এর সদস্য হিসেবে এই পদমর্যাদা অর্জন করেছেন। এর আগে তাঁর বড় ভাই আয়মান রেহমানও ‘ইগল স্কাউট’ র্যাঙ্ক অর্জন করেছিলেন। দুই ভাইয়ের এমন কৃতিত্ব অর্জন খুবই বিরল।
রায়ান রেহমান ২০১৩ সালে একজন স্কাউট হিসেবে আমেরিকার বয়েজ স্কাউটে যাত্রা শুরু করেন। এরপর টেন্ডারফুট, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, স্টার স্কাউট এবং লাইফ স্কাউটের মতো একের পর এক কৃতিত্ব অর্জনের পর এ বছর ইগল স্কাউটের পদমর্যাদা অর্জন করলেন।
গত ১৩ আগস্ট রায়ান রেহমানকে নিউজার্সির মানলাপান ব্যাটলগ্রাউন্ড কান্ট্রি ক্লাবে ইগল কোর্ট অব অনার অনুষ্ঠানে সম্মানিত করা হয়। রাষ্ট্রীয় স্কাউটিং কর্মকর্তারা, তরুণ স্কাউটদের একটি দল, নিউজার্সির সরকারি কর্মকর্তা এবং নিউজার্সির বাংলাদেশি সম্প্রদায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে ইগল কোর্ট অব অনার অনুষ্ঠানে রায়ান রহমানকে ইগল স্কাউট হিসেবে ঘোষণা করা হয়। মনমাউথ কাউন্টি কমিশনার রস এফ. লিসিট্রা রায়ান রেহমানের হাতে র্যাঙ্ক সার্টিফিকেট তুলে দেন এবং রাজ্যের সিনেটর ভিন গোপাল একটি বিশেষ ঘোষণা দেন।
রায়ান রেহমানের বাবা আজিজ আহমেদ এবং মা পান্না আজিজ ছেলের এই অর্জনে গর্বিত। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব।
আজিজ আহমেদ অনুষ্ঠানে বক্তব্যে বলেন, রায়ানের অর্জন শুধু নিজের তার নয়, এটি পুরো কমিউনিটির বিজয়। অভিনন্দন জানিয়ে তিনি ছেলেকে সারা জীবন নীতি বজায় রাখতে উপদেশ দেন এবং স্কাউট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রায়ান রেহমান তাঁর বয় স্কাউট গ্রুপের সর্বোচ্চ পদ ‘ইগল স্কাউট’ হয়েছেন। বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের টুইটার ও ফেসবুক পেজে রায়ানকে অভিনন্দনও জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের টুইটার ও ফেসবুক পেজে বলা হয়েছে, নিউজার্সির বাংলাদেশি-আমেরিকান রায়ান রেহমানকে অভিনন্দন। রায়ান তাঁর বয় স্কাউট গ্রুপের সর্বোচ্চ পদ ইগল স্কাউটের কৃতিত্ব অর্জন করেছেন। নিজ দলের জন্য ১০ বছর ধরে কাজ করার ফল হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন রায়ান।
ওই পোস্টে বাংলাদেশি নাগরিকেরাও রায়ানকে অভিনন্দন জানিয়েছেন। একজন লিখেছেন, অভিনন্দন রায়ান রেহমান। এই সুন্দর সংবাদ দেওয়ার জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসকেও ধন্যবাদ।
বয়েজ স্কাউটস অব আমেরিকার (বিএসএ) সর্বোচ্চ কৃতিত্ব বা পদমর্যাদা হলো ইগল স্কাউট। ১৯১১ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত স্কাউটদের মাত্র চার শতাংশ দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়ার পর এই পদমর্যাদা অর্জন করেছেন। সংখ্যায় তা ২৫ লাখেরও বেশি। তাঁদের মধ্য রয়েছেন—বিল গেটস, নিল আর্মস্ট্রং এবং কয়েকজন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান রেহমান।
রায়ান আমেরিকার বয়েজ স্কাউটসের ট্রুপ-১০১-এর সদস্য হিসেবে এই পদমর্যাদা অর্জন করেছেন। এর আগে তাঁর বড় ভাই আয়মান রেহমানও ‘ইগল স্কাউট’ র্যাঙ্ক অর্জন করেছিলেন। দুই ভাইয়ের এমন কৃতিত্ব অর্জন খুবই বিরল।
রায়ান রেহমান ২০১৩ সালে একজন স্কাউট হিসেবে আমেরিকার বয়েজ স্কাউটে যাত্রা শুরু করেন। এরপর টেন্ডারফুট, সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, স্টার স্কাউট এবং লাইফ স্কাউটের মতো একের পর এক কৃতিত্ব অর্জনের পর এ বছর ইগল স্কাউটের পদমর্যাদা অর্জন করলেন।
গত ১৩ আগস্ট রায়ান রেহমানকে নিউজার্সির মানলাপান ব্যাটলগ্রাউন্ড কান্ট্রি ক্লাবে ইগল কোর্ট অব অনার অনুষ্ঠানে সম্মানিত করা হয়। রাষ্ট্রীয় স্কাউটিং কর্মকর্তারা, তরুণ স্কাউটদের একটি দল, নিউজার্সির সরকারি কর্মকর্তা এবং নিউজার্সির বাংলাদেশি সম্প্রদায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে ইগল কোর্ট অব অনার অনুষ্ঠানে রায়ান রহমানকে ইগল স্কাউট হিসেবে ঘোষণা করা হয়। মনমাউথ কাউন্টি কমিশনার রস এফ. লিসিট্রা রায়ান রেহমানের হাতে র্যাঙ্ক সার্টিফিকেট তুলে দেন এবং রাজ্যের সিনেটর ভিন গোপাল একটি বিশেষ ঘোষণা দেন।
রায়ান রেহমানের বাবা আজিজ আহমেদ এবং মা পান্না আজিজ ছেলের এই অর্জনে গর্বিত। তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্ব।
আজিজ আহমেদ অনুষ্ঠানে বক্তব্যে বলেন, রায়ানের অর্জন শুধু নিজের তার নয়, এটি পুরো কমিউনিটির বিজয়। অভিনন্দন জানিয়ে তিনি ছেলেকে সারা জীবন নীতি বজায় রাখতে উপদেশ দেন এবং স্কাউট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
২ ঘণ্টা আগেজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ (এনএসএবি) পুনর্গঠন করেছে ভারত সরকার। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক জোশীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেআজ থেকে ৫০ বছর আগে, ১৯৭৫ সালের ৩০ এপ্রিল কমিউনিস্ট বাহিনীর হাতে দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সাইগনের পতনের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের অবসান হয়েছিল। কিন্তু লাখ লাখ মানুষ আজও সেই যুদ্ধের রাসায়নিক উত্তরাধিকার, এজেন্ট অরেঞ্জের ভয়াবহ পরিণতির সঙ্গে প্রতিদিন লড়াই করছেন।
৩ ঘণ্টা আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
৪ ঘণ্টা আগে