Ajker Patrika

ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়া নিয়ে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪: ১৬
ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়া নিয়ে আলোচনার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র ও সামরিক মহড়া নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, আগামীকাল রোববার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় দুই দেশের ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও সামরিক মহড়া নিয়ে আলোচনা শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। 

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার আশঙ্কায় শুরু থেকেই যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে আসছে। এ নিয়ে উদ্বেগ কমাতেই দুই দেশের কূটনীতিকেরা জেনেভায় আলোচনায় বসছেন।

আলোচনার ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, এমন কিছু ক্ষেত্র আছে, যেখানে আমরা মনে করি অগ্রগতি করা সম্ভব হতে পারে।

ওই কর্মকর্তা বলেন, রাশিয়া ইউক্রেনে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রব্যবস্থা স্থাপনের সম্ভাবনার জন্য যে হুমকি বোধ করছে, সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো ইচ্ছা নেই। যদি রাশিয়া একটি পারস্পরিক প্রতিশ্রুতি দিতে ইচ্ছুক হয়, এ ব্যাপারে আমরা একটি সমঝোতায় পৌঁছাতে পারি। 

হোয়াইট হাউসের কর্মকর্তা আরও বলেছেন, মস্কো আইএনএফ চুক্তি অনুযায়ী ইউরোপে নির্দিষ্ট ক্ষেপণাস্ত্রব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র এই আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। 

তবে এই কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আলোচনা না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিত নই যে, রাশিয়া সত্যিকার অর্থে মীমাংসার জন্য প্রস্তুত রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত