রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। আজ বুধবার তিনি মনোনয়ন পাওয়ার লড়াই থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে হ্যালির নির্বাচনী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। সে ক্ষেত্রে রিপাবলিকান পার্টির মনোনয়ন নিয়ে আসন্ন নভেম্বরের নির্বাচনে আবারও প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সূত্রটি বলেছে, স্থানীয় সময় আজ সকাল ১০টায় মনোনয়নের ব্যাপারে নিজের ভবিষ্যৎ সম্পর্কে বক্তব্য দেবেন নিকি হ্যালি। তবে তিনি সে সময় কোনো প্রার্থীর প্রতি সমর্থন দেবেন না। তিনি ট্রাম্পকে তাঁর (নিকি হ্যালি) সমর্থকদের সমর্থন আদায়ের চেষ্টা করার জন্য অনুরোধ করবেন—যার মধ্যে উল্লেখযোগ্য অংশই মধ্যমপন্থী রিপাবলিকান এবং স্বাধীন ভোটার।
সুপার টুয়েসডেতে ১৫টির মধ্যে ১৪টি ককাস-প্রাইমারিতে ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পরদিনই এল নিকি হ্যালির নির্বাচনী প্রচারণা বন্ধের এই খবর। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নে ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য অন্যদের চেয়ে বেশি সময় লড়ে গেছেন নিকি হ্যালি। তবে কখনোই ট্রাম্পের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারেননি তিনি। একাধিক অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও পার্টিতে ট্রাম্পের নিয়ন্ত্রণ এখনো বেশ শক্ত।
৭৭ বছর বয়সী ট্রাম্প এবং ৮১ বছর বয়সী বাইডেন আবারও মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে। ১৯৫৬ সালের পর এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পুনরায় লড়তে দেখা যাবে। তবে এই দুই প্রার্থীকে হয়তো আবারও লড়তে দেখতে চাননি বেশির ভাগ ভোটারই। কারণ, মতামত জরিপে দেখা যায়, বাইডেন ও ট্রাম্প—দুই প্রার্থীর সমর্থনই তুলনামূলক অনেকটা কমেছে।
যুক্তরাষ্ট্রে সুপার টুয়েসডেতে ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ে ককাস ও প্রাইমারিতে বড় সাফল্য পেয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কেবল ভারমন্ট অঙ্গরাজ্যে ছাড়া ট্রাম্প ১৫টির মধ্যে ১৪টিতেই জয় পেয়েছেন। ভারমন্টেই শুধু জিতেছেন নিকি হ্যালি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের কাছে হেরে ক্ষমতা ছাড়েন ট্রাম্প। ২০২৪ সালের নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার আগেই আছেন তিনি।
রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। আজ বুধবার তিনি মনোনয়ন পাওয়ার লড়াই থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে হ্যালির নির্বাচনী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র। সে ক্ষেত্রে রিপাবলিকান পার্টির মনোনয়ন নিয়ে আসন্ন নভেম্বরের নির্বাচনে আবারও প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
সূত্রটি বলেছে, স্থানীয় সময় আজ সকাল ১০টায় মনোনয়নের ব্যাপারে নিজের ভবিষ্যৎ সম্পর্কে বক্তব্য দেবেন নিকি হ্যালি। তবে তিনি সে সময় কোনো প্রার্থীর প্রতি সমর্থন দেবেন না। তিনি ট্রাম্পকে তাঁর (নিকি হ্যালি) সমর্থকদের সমর্থন আদায়ের চেষ্টা করার জন্য অনুরোধ করবেন—যার মধ্যে উল্লেখযোগ্য অংশই মধ্যমপন্থী রিপাবলিকান এবং স্বাধীন ভোটার।
সুপার টুয়েসডেতে ১৫টির মধ্যে ১৪টি ককাস-প্রাইমারিতে ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পরদিনই এল নিকি হ্যালির নির্বাচনী প্রচারণা বন্ধের এই খবর। রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নে ট্রাম্পকে চ্যালেঞ্জ করার জন্য অন্যদের চেয়ে বেশি সময় লড়ে গেছেন নিকি হ্যালি। তবে কখনোই ট্রাম্পের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারেননি তিনি। একাধিক অপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও পার্টিতে ট্রাম্পের নিয়ন্ত্রণ এখনো বেশ শক্ত।
৭৭ বছর বয়সী ট্রাম্প এবং ৮১ বছর বয়সী বাইডেন আবারও মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে। ১৯৫৬ সালের পর এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পুনরায় লড়তে দেখা যাবে। তবে এই দুই প্রার্থীকে হয়তো আবারও লড়তে দেখতে চাননি বেশির ভাগ ভোটারই। কারণ, মতামত জরিপে দেখা যায়, বাইডেন ও ট্রাম্প—দুই প্রার্থীর সমর্থনই তুলনামূলক অনেকটা কমেছে।
যুক্তরাষ্ট্রে সুপার টুয়েসডেতে ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ে ককাস ও প্রাইমারিতে বড় সাফল্য পেয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কেবল ভারমন্ট অঙ্গরাজ্যে ছাড়া ট্রাম্প ১৫টির মধ্যে ১৪টিতেই জয় পেয়েছেন। ভারমন্টেই শুধু জিতেছেন নিকি হ্যালি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের কাছে হেরে ক্ষমতা ছাড়েন ট্রাম্প। ২০২৪ সালের নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার আগেই আছেন তিনি।
ইসলামিক স্টেট বা আইএস-সংশ্লিষ্টতার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে অভিযুক্ত করেছে মালয়েশিয়ার একটি দায়রা আদালত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা জানিয়েছে, আইএসের কার্যক্রমকে সমর্থন ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন।
১১ মিনিট আগেপাকিস্তানের স্বাধীনতা দিবসে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ ও হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় আগ্রহী। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা গুরুত্বপূর্ণ খনিজ, হাইড্রোকার্বনসহ নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো খুঁজে দেখতে...
১ ঘণ্টা আগেকোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
২ ঘণ্টা আগে