নিজের সম্পদের সিংহভাগ মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মেলিন্ডা ফ্রেঞ্জ গেটস। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলিন্ডা তাঁর আনুমানিক ১ হাজার ১৪০ কোটি ডলার সম্পদের বড় অংশ মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনে প্রদান করবেন না। তার পরিবর্তে অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানেও তিনি অর্থ প্রদান করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরই এমন সিদ্ধান্ত নিয়েছেন মেলিন্ডা। দাতব্য সংস্থা গিভিং প্লেজের কাছে লেখা একটি ব্যক্তিগত চিঠিতে মেলিন্ডা লেখেন, '২০১০ সালে আমরা গিভিং প্লেজ প্রতিষ্ঠা করেছিলাম। আমি এই সংস্থার একজন সহ-প্রতিষ্ঠাতা। আমার জীবদ্দশায় অর্জিত সম্পদের সিংহভাগ দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলাম। আমি সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। তবে আমি শুধু একটি প্রতিষ্ঠানে নয়, বরং অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানেও সম্পদের অংশ প্রদান করতে ইচ্ছুক।'
ধারণা করা হচ্ছে, সিংহভাগ না দিলেও গেটস ফাউন্ডেশনে অর্থ প্রদান অব্যাহত রাখবেন মেলিন্ডা।
মেলিন্ডার এই চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গেটস ফাউন্ডেশন। মেলিন্ডা প্রতিষ্ঠিত বিনিয়োগ ফার্ম পিভোটাল ভেঞ্চারও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। ২০১৫ সালে মেলিন্ডা পিভোটাল ভেঞ্চার শুরু করেন। ২০১৯ সালে তিনি লিঙ্গ সমতা জন্য পিভোটালের মাধ্যমে ১০ বছরে এক বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের সময় মেলিন্ডা বলেছিলেন, দুই বছর পরীক্ষামূলকভাবে তাঁরা একসঙ্গে মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশন পরিচালনা করবেন। তখন মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং বোর্ড সদস্য মার্ক সুজম্যান বলেন, ফাউন্ডেশনের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এই আকস্মিক পরিকল্পনাটি ছিল। যদি এই ট্রায়াল পিরিয়ডের পরে দুজনে আলাদা হয়ে যান, গেটস প্রধান থাকবেন।
গেটস ফাউন্ডেশন বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা। সংস্থাটির সম্পদের পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারের বেশি। সংস্থাটি গত দুই দশক ধরে লিঙ্গ সমতা, বৈশ্বিক স্বাস্থ্য, দারিদ্র্য নিরসন ও করোনা টিকার বিষয়ে অর্থ ব্যয় করছে।
নিজের সম্পদের সিংহভাগ মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মেলিন্ডা ফ্রেঞ্জ গেটস। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মেলিন্ডা তাঁর আনুমানিক ১ হাজার ১৪০ কোটি ডলার সম্পদের বড় অংশ মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনে প্রদান করবেন না। তার পরিবর্তে অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানেও তিনি অর্থ প্রদান করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরই এমন সিদ্ধান্ত নিয়েছেন মেলিন্ডা। দাতব্য সংস্থা গিভিং প্লেজের কাছে লেখা একটি ব্যক্তিগত চিঠিতে মেলিন্ডা লেখেন, '২০১০ সালে আমরা গিভিং প্লেজ প্রতিষ্ঠা করেছিলাম। আমি এই সংস্থার একজন সহ-প্রতিষ্ঠাতা। আমার জীবদ্দশায় অর্জিত সম্পদের সিংহভাগ দাতব্য প্রতিষ্ঠানে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলাম। আমি সেই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। তবে আমি শুধু একটি প্রতিষ্ঠানে নয়, বরং অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানেও সম্পদের অংশ প্রদান করতে ইচ্ছুক।'
ধারণা করা হচ্ছে, সিংহভাগ না দিলেও গেটস ফাউন্ডেশনে অর্থ প্রদান অব্যাহত রাখবেন মেলিন্ডা।
মেলিন্ডার এই চিঠির ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি গেটস ফাউন্ডেশন। মেলিন্ডা প্রতিষ্ঠিত বিনিয়োগ ফার্ম পিভোটাল ভেঞ্চারও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায়নি। ২০১৫ সালে মেলিন্ডা পিভোটাল ভেঞ্চার শুরু করেন। ২০১৯ সালে তিনি লিঙ্গ সমতা জন্য পিভোটালের মাধ্যমে ১০ বছরে এক বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের সময় মেলিন্ডা বলেছিলেন, দুই বছর পরীক্ষামূলকভাবে তাঁরা একসঙ্গে মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশন পরিচালনা করবেন। তখন মেলিন্ডা অ্যান্ড গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং বোর্ড সদস্য মার্ক সুজম্যান বলেন, ফাউন্ডেশনের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য এই আকস্মিক পরিকল্পনাটি ছিল। যদি এই ট্রায়াল পিরিয়ডের পরে দুজনে আলাদা হয়ে যান, গেটস প্রধান থাকবেন।
গেটস ফাউন্ডেশন বিশ্বের অন্যতম বৃহৎ দাতব্য সংস্থা। সংস্থাটির সম্পদের পরিমাণ পাঁচ হাজার কোটি ডলারের বেশি। সংস্থাটি গত দুই দশক ধরে লিঙ্গ সমতা, বৈশ্বিক স্বাস্থ্য, দারিদ্র্য নিরসন ও করোনা টিকার বিষয়ে অর্থ ব্যয় করছে।
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে