Ajker Patrika

ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১১: ২৬
ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের জন্য আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মার্কিন সামরিক সহায়তায় আর্টিলারি সিস্টেম, সামরিক বাহিনীর সদস্য বহন করার বাহন ও হেলিকপ্টারও থাকছে। 

 বাইডেন বলেন, ‘নতুন এই সহায়তা প্যাকেজে আরও বেশি কার্যকর ও ভারী অস্ত্রের ব্যবস্থা থাকছে। এরই মধ্যে যার কিছু আমরা পৌঁছে দিয়েছি।’ এ সময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেওয়া এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে সহায়তা করবে।’ 

এই সামরিক সহায়তা ঘোষণার আগে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও আলাপ করেছেন জো বাইডেন। 

এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১ হাজার ৪০০ স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফট সিস্টেম, ৫ হাজার জ্যাভেলিন, ৭ হাজার অন্যান্য অ্যান্টি-ট্যাঙ্ক অস্ত্র, কয়েক শ সুইচব্লেড, ৭ হাজার রাইফেল, ৫ কোটি বুলেট এবং অন্যান্য যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত