Ajker Patrika

ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন বানচালের ফৌজদারি মামলা চলতে বাধা নেই: আদালত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১০: ৩৬
ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন বানচালের ফৌজদারি মামলা চলতে বাধা নেই: আদালত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হারার পর প্রেসিডেন্ট হিসেবে ফলাফল বানচাল করতে যে উদ্যোগ নিয়েছিলেন, তাতে তিনি কোনো অনাক্রম্যতা পাবেন না। ফলে তাঁর বিরুদ্ধে এই অভিযোগে ফৌজদারি মামলা চলতে কোনো বাধা নেই। এমনটাই নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক তানিয়া চুটকান। স্থানীয় সময় গতকাল শুক্রবার তিনি এই নির্দেশ দেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প ২০১৭ থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি হেরে গেলে ফলাফল পাল্টে দিতে বিভিন্ন বেআইনি উদ্যোগ নেন। যদিও তাঁর সেই উদ্যোগ সফল হয়নি। তাঁর প্রতিদ্বন্দ্বী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দায়িত্ব গ্রহণ করেন।

তারপর ট্রাম্পের এমন বেআইনি পদক্ষেপকে ফৌজদারি অপরাধ আখ্যা দিয়ে মামলা করা হয়। সেই মামলায়ই প্রেসিডেন্ট হিসেবে অনাক্রম্যতা চেয়ে আদালতে আবেদন করেছিলেন ট্রাম্প। তবে আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছেন। 

বিচারক তানিয়া চুটকান তাঁর আদেশে বলেছেন, ‘একজন প্রেসিডেন্ট যে ধরনের ইমিউনিটি বা অনাক্রম্যতার অধিকারীই হন না কেন, তা তিনি আজীবন ভোগ করতে পারেন না। কারণ একটি নির্দিষ্ট সময়ে যুক্তরাষ্ট্রের একজন মাত্র প্রধান নির্বাহী থাকেন এবং এই পদ তাঁকে আজীবন কারামুক্ত থাকার অধিকার দেয় না।’ 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই সাবেক কোনো প্রেসিডেন্ট, যার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এবং বিচারপতি তানিয়া চুটকানের এই রায় প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে দায়ের করা মামলার বিচারকাজ চলার পথ তৈরি করে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত