Ajker Patrika

অতি দ্রুত দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র: মাস্ক 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০: ১৯
অতি দ্রুত দেউলিয়া হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র: মাস্ক 

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, যুক্তরাষ্ট্র যে পরিমাণ হারে জাতীয় ঋণ পরিশোধ করছে, তা দেশটির প্রতিরক্ষা বাজেটকে ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র অতি দ্রুত দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অল-ইন নামে এক পডকাস্টে তিনি এ কথা বলেছেন। মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তথা ট্রেজারি বিভাগ জানিয়েছিল, দেশটির বর্তমান জাতীয় ঋণ ৩৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্যে বিগত ছয় মাসেই বেড়েছে ১ ট্রিলিয়ন ডলার। এর আগে, গত জুন মাসে মার্কিন পার্লামেন্ট দেশটির জন্য ৮৯৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদ দেয়, যা আগের বছরের চেয়ে ১ শতাংশ বেশি। 

এ বিষয়ে আলোকপাত করে ইলন মাস্ক বলেন, ‘জাতীয় ঋণের বিপরীতে সুদের অর্থ প্রদানের পরিমাণ এখন সমগ্র প্রতিরক্ষা বিভাগের বাজেটের চেয়ে বেশি এবং তা ক্রমেই বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত দেউলিয়া হয়ে যাচ্ছে।’ এ সময় তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণে যত ট্রিলিয়ন ডলার যুক্ত হচ্ছে, আমাদের সন্তানদের কাঁধে তত বেশি ঋণের দায় বাড়ছে।’ 

এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে ইলন মাস্ক তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম এক্সে এক টুইটে জানান, আগামী ১২ মাসে যুক্তরাষ্ট্রকে ঋণের বিপরীতে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার সুদ পরিশোধ করতে হবে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় রাজস্ব আয়ের ২৫ শতাংশ। 

এ ছাড়া, চলতি মাসের শুরুর দিকে ইলন মাস্ক সতর্ক করে বলেন, সরকারি ব্যয়ের বর্তমান হার মার্কিন যুক্তরাষ্ট্রকে দ্রুত দেউলিয়াত্বের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের অতিরিক্ত ব্যয় মুদ্রাস্ফীতি বাড়িয়ে তুলছে। গত আগস্টে ইউএস লেবার ডিপার্টমেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক মুদ্রাস্ফীতি ২০২১ সালের পর প্রথমবারের মতো ৩ শতাংশের নিচে নেমেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত