অনলাইন ডেস্ক
বিভিন্ন কাজের কৃতিত্ব দাবি করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরোনো প্রবণতা আছে। সর্বশেষ, বিভিন্ন সংকট নিরসনের কৃতিত্ব দাবি করে তাঁর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা যেন চাগিয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার তিনি তাঁর শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।
সর্বশেষ, স্থানীয় সময় আজ শনিবার ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার দেশ রুয়ান্ডা ও প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মধ্যে হতে যাওয়া শান্তিচুক্তির কৃতিত্ব দাবি করেছেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মিলে আমি একটি অসাধারণ চুক্তির ব্যবস্থা করেছি, যা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডা প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাবে।’
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ ছিল চরম রক্তক্ষয়ী ও প্রাণঘাতী—বেশির ভাগ যুদ্ধের চেয়েও ভয়াবহ—এবং এটি বহু দশক ধরে চলছিল। কঙ্গো ও রুয়ান্ডার প্রতিনিধিরা আগামী সোমবার ওয়াশিংটনে আসছেন এই চুক্তিপত্রে সই করার জন্য। এটা আফ্রিকার জন্য এক মহান দিন—আর খোলাখুলি বললে, সারা বিশ্বের জন্য এক অসাধারণ দিন!’
এ সময় তিনি তাঁর নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি এই চুক্তির জন্য শান্তিতে নোবেল পুরস্কার পাব না, আমি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ থামানোর জন্যও নোবেল পাব না, সার্বিয়া ও কসোভোর যুদ্ধ থামানোর জন্যও না, এমনকি মিসর ও ইথিওপিয়ার মধ্যে শান্তি বজায় রাখার জন্যও না। যেখানে (নীল নদের ওপর) ইথিওপিয়া একটি বিশাল বাঁধ নির্মাণ করেছে, যা যুক্তরাষ্ট্রের অর্থায়নে হয়েছে অত্যন্ত নির্বুদ্ধিতার সঙ্গে এবং যা নীল নদে প্রবাহিত পানির পরিমাণ অনেক কমিয়ে দিচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে করা আব্রাহাম চুক্তির (আব্রাহাম অ্যাকর্ড) জন্যও শান্তিতে নোবেল পুরস্কার পাব না। যদি সব ঠিকঠাক চলে, এটি আরও অনেক দেশকে এতে সম্পৃক্ত করবে এবং মধ্যপ্রাচ্যকে প্রথমবারের মতো একীভূত করবে হাজার বছর পর।’
তিনি বলেন, ‘না, আমি শান্তিতে নোবেল পুরস্কার কিছুতেই পাব না, এমনকি রাশিয়া-ইউক্রেন কিংবা ইসরায়েল-ইরানের মতো সংকটগুলোর সমাধান হলেও না। কিন্তু জনগণ জানে, আর সেটাই আমার কাছে আসল ব্যাপার!’
আরও খবর পড়ুন:
বিভিন্ন কাজের কৃতিত্ব দাবি করার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরোনো প্রবণতা আছে। সর্বশেষ, বিভিন্ন সংকট নিরসনের কৃতিত্ব দাবি করে তাঁর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা যেন চাগিয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার তিনি তাঁর শান্তিতে নোবেল পুরস্কার না পাওয়ার বিষয়টি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন।
সর্বশেষ, স্থানীয় সময় আজ শনিবার ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার দেশ রুয়ান্ডা ও প্রতিবেশী ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) মধ্যে হতে যাওয়া শান্তিচুক্তির কৃতিত্ব দাবি করেছেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মিলে আমি একটি অসাধারণ চুক্তির ব্যবস্থা করেছি, যা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও রুয়ান্ডা প্রজাতন্ত্রের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাবে।’
ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ ছিল চরম রক্তক্ষয়ী ও প্রাণঘাতী—বেশির ভাগ যুদ্ধের চেয়েও ভয়াবহ—এবং এটি বহু দশক ধরে চলছিল। কঙ্গো ও রুয়ান্ডার প্রতিনিধিরা আগামী সোমবার ওয়াশিংটনে আসছেন এই চুক্তিপত্রে সই করার জন্য। এটা আফ্রিকার জন্য এক মহান দিন—আর খোলাখুলি বললে, সারা বিশ্বের জন্য এক অসাধারণ দিন!’
এ সময় তিনি তাঁর নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি এই চুক্তির জন্য শান্তিতে নোবেল পুরস্কার পাব না, আমি ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ থামানোর জন্যও নোবেল পাব না, সার্বিয়া ও কসোভোর যুদ্ধ থামানোর জন্যও না, এমনকি মিসর ও ইথিওপিয়ার মধ্যে শান্তি বজায় রাখার জন্যও না। যেখানে (নীল নদের ওপর) ইথিওপিয়া একটি বিশাল বাঁধ নির্মাণ করেছে, যা যুক্তরাষ্ট্রের অর্থায়নে হয়েছে অত্যন্ত নির্বুদ্ধিতার সঙ্গে এবং যা নীল নদে প্রবাহিত পানির পরিমাণ অনেক কমিয়ে দিচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে করা আব্রাহাম চুক্তির (আব্রাহাম অ্যাকর্ড) জন্যও শান্তিতে নোবেল পুরস্কার পাব না। যদি সব ঠিকঠাক চলে, এটি আরও অনেক দেশকে এতে সম্পৃক্ত করবে এবং মধ্যপ্রাচ্যকে প্রথমবারের মতো একীভূত করবে হাজার বছর পর।’
তিনি বলেন, ‘না, আমি শান্তিতে নোবেল পুরস্কার কিছুতেই পাব না, এমনকি রাশিয়া-ইউক্রেন কিংবা ইসরায়েল-ইরানের মতো সংকটগুলোর সমাধান হলেও না। কিন্তু জনগণ জানে, আর সেটাই আমার কাছে আসল ব্যাপার!’
আরও খবর পড়ুন:
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৩২ মিনিট আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে