যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আরও এক জরিপে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা হ্যারিস। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্স পরিচালিত জরিপ থেকে দেখা গেছে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। এতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ দুই প্রার্থীর মধ্যে কে বেশি জনপ্রিয় বা কার প্রতি ভোটারদের সমর্থন বেশি, তা নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা আলোচনা।
এরই মধ্যে এ দুই প্রার্থীর জনপ্রিয়তা নিয়ে বেশ কিছু জরিপের ফলাফল সামনে এসেছে। এবার ভোটারদের মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি, সে বিষয়ে আবারও জরিপ চালিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ৪৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। এ ক্ষেত্রে ট্রাম্পের রয়েছে ৪১ শতাংশ সমর্থন।
গত জুলাই মাসে একটি জরিপ চালিয়েছিল রয়টার্স। তখন ট্রাম্পের চেয়ে হ্যারিস ১ শতাংশ বেশি সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন। নতুন জরিপে দেখা গেছে, নারী ও হিসপানিকদের (যুক্তরাষ্ট্রে বসবাসকারী স্প্যানিশভাষী মানুষ) মধ্যে কমলা হ্যারিসের সমর্থন বেড়েছে। নারী ও হিসপানিক ভোটারদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হ্যারিস ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন।
তবে শ্বেতাঙ্গ ভোটার ও পুরুষদের মধ্যে ট্রাম্পের সমর্থন জুলাইয়ের মতোই বেশি রয়েছে। তা ছাড়া কলেজ ডিগ্রি নেই এমন ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে ৭ পয়েন্ট।
প্রসঙ্গত, ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নেওয়ার পর ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স নিয়ে প্রশ্ন ওঠে। পরে ডেমোক্রেটিক দল থেকেই তাঁকে সরে যেতে বলা হয়। তবে তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনড় থাকলেও শেষ পর্যায়ে তীব্র সমালোচনার মুখে সরে যেতে বাধ্য হন। এরপর তাঁর স্থলে ডেমোক্রেটিক দলের সমর্থন পান কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আরও এক জরিপে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা হ্যারিস। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্স পরিচালিত জরিপ থেকে দেখা গেছে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। এতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ দুই প্রার্থীর মধ্যে কে বেশি জনপ্রিয় বা কার প্রতি ভোটারদের সমর্থন বেশি, তা নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা আলোচনা।
এরই মধ্যে এ দুই প্রার্থীর জনপ্রিয়তা নিয়ে বেশ কিছু জরিপের ফলাফল সামনে এসেছে। এবার ভোটারদের মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি, সে বিষয়ে আবারও জরিপ চালিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ৪৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। এ ক্ষেত্রে ট্রাম্পের রয়েছে ৪১ শতাংশ সমর্থন।
গত জুলাই মাসে একটি জরিপ চালিয়েছিল রয়টার্স। তখন ট্রাম্পের চেয়ে হ্যারিস ১ শতাংশ বেশি সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন। নতুন জরিপে দেখা গেছে, নারী ও হিসপানিকদের (যুক্তরাষ্ট্রে বসবাসকারী স্প্যানিশভাষী মানুষ) মধ্যে কমলা হ্যারিসের সমর্থন বেড়েছে। নারী ও হিসপানিক ভোটারদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হ্যারিস ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন।
তবে শ্বেতাঙ্গ ভোটার ও পুরুষদের মধ্যে ট্রাম্পের সমর্থন জুলাইয়ের মতোই বেশি রয়েছে। তা ছাড়া কলেজ ডিগ্রি নেই এমন ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে ৭ পয়েন্ট।
প্রসঙ্গত, ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নেওয়ার পর ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স নিয়ে প্রশ্ন ওঠে। পরে ডেমোক্রেটিক দল থেকেই তাঁকে সরে যেতে বলা হয়। তবে তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনড় থাকলেও শেষ পর্যায়ে তীব্র সমালোচনার মুখে সরে যেতে বাধ্য হন। এরপর তাঁর স্থলে ডেমোক্রেটিক দলের সমর্থন পান কমলা হ্যারিস।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ১০০ দিন পেরোতেই তাঁর প্রশাসনে প্রথম বড় ধাক্কা লাগল। পদত্যাগ করলেন রিপাবলিকান সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ট্রাম্প প্রশাসন থেকে ওয়াল্টজের সরে দাঁড়ানোর ঘটনায় হোয়াইট হাউসের অভ্যন্তরীণ গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
১২ ঘণ্টা আগেকাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
১২ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
১৬ ঘণ্টা আগে