যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির মূল অর্থদাতা তথা ডোনারদের অনেকেই তাঁকে আসন্ন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার পথ খুঁজছেন। সাম্প্রতিক সময়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রথম নির্বাচনী বিতর্কে হারার পর থেকে বাইডেনের সমর্থকেরা তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টামইসের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিকট পার্টির নেতা-কর্মীসহ বাইডেনের ঘনিষ্ঠ অনেক সহযোগী বিতর্কের মঞ্চে ৮১ বছর বয়সী বাইডেনের পারফরম্যান্সে ‘মর্মাহত’ হয়েছেন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য তাঁর মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউইয়র্ক টাইমসের ডিলবুক নিউজলেটারে বলা হয়েছে, ‘কিছু ডোনার বাইডেনকে তাঁর খ্যাতি রক্ষা করার জন্য সরে যাওয়ার জন্য মার্জিত উপায় নিয়ে আলোচনা করেছেন। তবে অনেকে বিশ্বাস করেন, (বাইডেনের) তাড়াতাড়ি বাদ পড়া আরও ভালো।’
মার্কিন শেয়ারবাজারের অন্যতম কেন্দ্র ওয়ালস্ট্রিটভুক্ত বেশ কয়েকটি কোম্পানির নির্বাহী—যাঁরা বাইডেন তথা ডেমোক্রেটিক পার্টিকে তহবিল জোগান দেন—ডিলবুক নিউজলেটারকে বলেছেন, চূড়ান্তভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত হওয়ার আগে বাইডেনকে বাদ দেওয়াটা ভুল হবে। এমনটা করা হলে তিনি তাঁর উত্তরসূরি মনোনীত করার ক্ষমতা হারাবেন।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে ডেমোক্র্যাটরা আগস্টের শেষ দিকে শিকাগোতে সম্মেলন করবেন। ডিলবুক জানিয়েছে, ব্ল্যাকরকের নির্বাহী ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের জন গ্রে এবং ল্যাজার্ডের পিটার ওরসজ্যাগ এবং বারাক ওবামার ঘনিষ্ঠ সাবেক মার্কিন নির্বাহী রবার্ট উলফসহ বিশিষ্ট ডোনাররা বাইডেনের সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে কথা বলছেন নিজেদের মধ্যে।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টির মূল অর্থদাতা তথা ডোনারদের অনেকেই তাঁকে আসন্ন নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরিয়ে দেওয়ার পথ খুঁজছেন। সাম্প্রতিক সময়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রথম নির্বাচনী বিতর্কে হারার পর থেকে বাইডেনের সমর্থকেরা তাঁর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টামইসের প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্রেটিকট পার্টির নেতা-কর্মীসহ বাইডেনের ঘনিষ্ঠ অনেক সহযোগী বিতর্কের মঞ্চে ৮১ বছর বয়সী বাইডেনের পারফরম্যান্সে ‘মর্মাহত’ হয়েছেন এবং দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে কাজ করার জন্য তাঁর মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
নিউইয়র্ক টাইমসের ডিলবুক নিউজলেটারে বলা হয়েছে, ‘কিছু ডোনার বাইডেনকে তাঁর খ্যাতি রক্ষা করার জন্য সরে যাওয়ার জন্য মার্জিত উপায় নিয়ে আলোচনা করেছেন। তবে অনেকে বিশ্বাস করেন, (বাইডেনের) তাড়াতাড়ি বাদ পড়া আরও ভালো।’
মার্কিন শেয়ারবাজারের অন্যতম কেন্দ্র ওয়ালস্ট্রিটভুক্ত বেশ কয়েকটি কোম্পানির নির্বাহী—যাঁরা বাইডেন তথা ডেমোক্রেটিক পার্টিকে তহবিল জোগান দেন—ডিলবুক নিউজলেটারকে বলেছেন, চূড়ান্তভাবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত হওয়ার আগে বাইডেনকে বাদ দেওয়াটা ভুল হবে। এমনটা করা হলে তিনি তাঁর উত্তরসূরি মনোনীত করার ক্ষমতা হারাবেন।
উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীর নাম ঘোষণা করতে ডেমোক্র্যাটরা আগস্টের শেষ দিকে শিকাগোতে সম্মেলন করবেন। ডিলবুক জানিয়েছে, ব্ল্যাকরকের নির্বাহী ল্যারি ফিঙ্ক, ব্ল্যাকস্টোনের জন গ্রে এবং ল্যাজার্ডের পিটার ওরসজ্যাগ এবং বারাক ওবামার ঘনিষ্ঠ সাবেক মার্কিন নির্বাহী রবার্ট উলফসহ বিশিষ্ট ডোনাররা বাইডেনের সঙ্গে থাকবেন কি না, তা নিয়ে কথা বলছেন নিজেদের মধ্যে।
পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে আজ রোববার (৪ মে) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য এই এলাকার সব আলো বন্ধ রাখা হয়। অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের
৮ ঘণ্টা আগেইসরায়েলের ধারাবাহিক অবরোধ এবং শিশুখাদ্য, পুষ্টিকর উপাদান ও মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞার ফলে গাজায় পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন হাজারের বেশি শিশুর মৃত্যু হতে যাচ্ছে। এ ছাড়াও প্রায় ২ লাখ ৯০ হাজার শিশু ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ বলে জানিয়েছে অবরুদ্ধ গাজা প্রশাসন।
৯ ঘণ্টা আগেপেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তুলতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ব্রিফ করার’ সিদ্ধান্ত নিয়েছে।
১০ ঘণ্টা আগেইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানায়, তারা দূরপাল্লার অ্যারো-৩ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার চেষ্টা করে। এ ছাড়া দেশটিতে যুক্তরাষ্ট্রের উন্নত থাড (THAAD) অ্যান্টি-মিসাইল সিস্টেমও রয়েছে। কিন্তু এত সব প্রতিরক্ষাব্যবস্থা থাকা সত্ত্বেও হুতি বিদ্রোহীদের ছোড়া
১০ ঘণ্টা আগে