অনলাইন ডেস্ক
সান ফ্রান্সেসকো কুখ্যাত অ্যালকাট্রাজ কারাগার সংস্কার করে পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে কুখ্যাত এই কারাগারটি তিনি ব্যবহার করতে চান সবচেয়ে ভয়ংকর অপরাধীদের সাজা দেওয়ার জন্য।
গতকাল রোববার, ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘যুক্তরাষ্ট্র বহু দিন ধরে হিংস্র, সহিংস অপরাধীদের আক্রমণের শিকার হচ্ছে। এসব অপরাধীর বেশির ভাগই চিহ্নিত অপরাধী, যারা বারবার যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ভয়ংকর অপরাধীদের সাজা দিতেই আইন, শৃঙ্খলা ও ন্যায়ের প্রতীক হিসেবে পুনরায় চালু হবে অ্যালকাট্রাজ।’
ট্রাম্প আরও লিখেছেন, ‘আজ আমি কারা অধিদপ্তর, বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিচ্ছি যেন তারা অ্যালকাট্রাজকে বড় পরিসরে সংস্কার ও সম্প্রসারণ করে পুনরায় চালু করে।’ তাঁর মতে, এটি হবে এমন এক কারাগার, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ংকর, হিংস্র ও দুর্ধর্ষ অপরাধীদের রাখা হবে।
বর্তমানে অ্যালকাট্রাজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা সানফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত। একসময় এটি মার্কিন নৌবাহিনীর দুর্গ ছিল। বিশ শতকের শুরুতে এটিকে কারাগারে পরিণত করা হয়। ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কারাগারটির নিয়ন্ত্রণ নেয় এবং ফেডারেল বন্দীদের আনা শুরু হয়। পরে ১৯৬৩ সালে বন্ধ হয়ে যায় এটি। মূলত অতিরিক্ত খরচের কারণে কারাগারটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ফেডারেল ব্যুরো অব প্রিজনের ওয়েবসাইটঅনুযায়ী, বিচ্ছিন্ন দ্বীপে অবস্থিত হওয়ায় এটি পরিচালনায় অন্য যেকোনো কারাগারের তুলনায় প্রায় তিনগুণ খরচ হতো।
এই কারাগারকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাও। বার্ডম্যান অব অ্যালকাট্রাজ, দ্য রকসহ জনপ্রিয় চলচ্চিত্রগুলো এই কারাগারকে কেন্দ্র করে নির্মিত।
সেই কারাগারকে নতুন করে চালুর করার সিদ্ধান্তের সমালোচনা করছেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট নেতা ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসির মতে, অ্যালকাট্রাজকে পুনরায় চালুর নির্দেশ বাস্তবসম্মত নয়। তিনি বলেন, ‘ছয় দশকেরও বেশি সময় আগে বন্ধ করা হয়েছে অ্যালকাট্রাজকে। এখন এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই সময়ে এসে প্রেসিডেন্টের প্রস্তাবটা মোটেও বাস্তবসম্মত নয়।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলানদের কুখ্যাত গ্যাং ত্রেন দে আরাগুয়ার সদস্য আখ্যা দিয়ে এল সালভাদরের কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালতের সঙ্গে বিরোধে জড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ধারণা করা হচ্ছে, আইনগত জটিলতা এড়াতেই নতুন পদক্ষেপ নিচ্ছেন তিনি।
আরও খবর পড়ুন:
সান ফ্রান্সেসকো কুখ্যাত অ্যালকাট্রাজ কারাগার সংস্কার করে পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে কুখ্যাত এই কারাগারটি তিনি ব্যবহার করতে চান সবচেয়ে ভয়ংকর অপরাধীদের সাজা দেওয়ার জন্য।
গতকাল রোববার, ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লেখেন, ‘যুক্তরাষ্ট্র বহু দিন ধরে হিংস্র, সহিংস অপরাধীদের আক্রমণের শিকার হচ্ছে। এসব অপরাধীর বেশির ভাগই চিহ্নিত অপরাধী, যারা বারবার যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে। এই ভয়ংকর অপরাধীদের সাজা দিতেই আইন, শৃঙ্খলা ও ন্যায়ের প্রতীক হিসেবে পুনরায় চালু হবে অ্যালকাট্রাজ।’
ট্রাম্প আরও লিখেছেন, ‘আজ আমি কারা অধিদপ্তর, বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিচ্ছি যেন তারা অ্যালকাট্রাজকে বড় পরিসরে সংস্কার ও সম্প্রসারণ করে পুনরায় চালু করে।’ তাঁর মতে, এটি হবে এমন এক কারাগার, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ংকর, হিংস্র ও দুর্ধর্ষ অপরাধীদের রাখা হবে।
বর্তমানে অ্যালকাট্রাজ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা সানফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত। একসময় এটি মার্কিন নৌবাহিনীর দুর্গ ছিল। বিশ শতকের শুরুতে এটিকে কারাগারে পরিণত করা হয়। ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কারাগারটির নিয়ন্ত্রণ নেয় এবং ফেডারেল বন্দীদের আনা শুরু হয়। পরে ১৯৬৩ সালে বন্ধ হয়ে যায় এটি। মূলত অতিরিক্ত খরচের কারণে কারাগারটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ফেডারেল ব্যুরো অব প্রিজনের ওয়েবসাইটঅনুযায়ী, বিচ্ছিন্ন দ্বীপে অবস্থিত হওয়ায় এটি পরিচালনায় অন্য যেকোনো কারাগারের তুলনায় প্রায় তিনগুণ খরচ হতো।
এই কারাগারকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাও। বার্ডম্যান অব অ্যালকাট্রাজ, দ্য রকসহ জনপ্রিয় চলচ্চিত্রগুলো এই কারাগারকে কেন্দ্র করে নির্মিত।
সেই কারাগারকে নতুন করে চালুর করার সিদ্ধান্তের সমালোচনা করছেন ডেমোক্র্যাটরা। ডেমোক্র্যাট নেতা ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য ন্যান্সি পেলোসির মতে, অ্যালকাট্রাজকে পুনরায় চালুর নির্দেশ বাস্তবসম্মত নয়। তিনি বলেন, ‘ছয় দশকেরও বেশি সময় আগে বন্ধ করা হয়েছে অ্যালকাট্রাজকে। এখন এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই সময়ে এসে প্রেসিডেন্টের প্রস্তাবটা মোটেও বাস্তবসম্মত নয়।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলানদের কুখ্যাত গ্যাং ত্রেন দে আরাগুয়ার সদস্য আখ্যা দিয়ে এল সালভাদরের কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আদালতের সঙ্গে বিরোধে জড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ধারণা করা হচ্ছে, আইনগত জটিলতা এড়াতেই নতুন পদক্ষেপ নিচ্ছেন তিনি।
আরও খবর পড়ুন:
জাপানে শিশু জনসংখ্যা টানা ৪৪ বছর ধরে হ্রাস পাচ্ছে। এবার শিশু দিবস উপলক্ষে দেশটির অভ্যন্তরীণ বিষয়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে এই চিত্র দেখা গেছে। নতুন তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ এপ্রিল পর্যন্ত দেশটিতে ১৪ বছরের কম বয়সী শিশুর সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১ কোটি ৩৬ লাখ ৬০ হাজার, যা আগের বছরের
৩৫ মিনিট আগেজীবন যেন একেবারে চলচ্চিত্রের মতো—দ্রুত এক উত্থানের পর তীব্র পতন। ২০১৮ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন এয়ারসেল-এর প্রতিষ্ঠাতা। সম্প্রতি ‘দ্য রানবীর শো’ পডকাস্টে এসে তিনি শোনালেন তাঁর উত্থান-পতনের গল্প। জানালেন কীভাবে সাড়ে ৯০০০ কোটি টাকা হারানোর পরও নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছেন তিনি।
১ ঘণ্টা আগেপেহেলগাম হামলার পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সম্পর্ক। ঠিক এই সময়েই আরও একবার নিজেদের সামরিক ক্ষমতার প্রদর্শন করল পাকিস্তান। দেশটি সফলভাবে পরীক্ষা করল ‘ফতেহ’ নামের ১২০ কিমি পাল্লার আরও একটি সারফেস টু সারফেস (ভূমি থেকে ভূমি) ক্ষেপণাস্ত্র। আজ সোমবার (৫ মে) সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার অভিন্ন নদী চেনাবের পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। এর ফলে নদীটির ভাটিতে থাকা পাকিস্তান কতটা পানি পাবে, তা এখনো নিশ্চিত নয়। এ ছাড়া অপর এক অভিন্ন নদী ঝিলমের পানিপ্রবাহও বন্ধ করার কথা ভাবছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা
১ ঘণ্টা আগে