Ajker Patrika

শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয় বাইডেনের

এএফপি, ওয়াশিংটন
আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৫: ৫০
শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয় বাইডেনের

বলেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার ব্যাপারে তিনি পুরোপুরি আস্থা রাখতে পারছেন না। গত শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এমন সংশয়ের কথা জানান তিনি। 

জো বাইডেন বলেন, নির্বাচন পুরোপুরি অবাধ ও সুষ্ঠু হবে। এ ব্যাপারে তার শতভাগ আস্থা রয়েছে। তবে এটি শান্তিপূর্ণ হবে কি না, সেটি তাঁর জানা নেই। 

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বড় দুই দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত নির্বাচনেও বাইডেনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ট্রাম্প। তবে ভোটে পরাজয়ের পর ব্যাপক প্রতারণার অভিযোগ আনেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলেও ভাঙচুরের ঘটনা ঘটে। 

২০২০ সালের নির্বাচনকে কেন্দ্র করে ওই ঘটনার উল্লেখ করে জো বাইডেন বলেন, গতবার ভোটের ফল পছন্দ না হওয়ায় ট্রাম্প যা বলেছেন, তা ছিল অত্যন্ত বিপজ্জনক। 

এদিকে গত শুক্রবার নর্থ ক্যারোলাইনায় নিজের নির্বাচনী প্রচারে ২০২০ সালে ‘ভোট জালিয়াতির’ অভিযোগের পুনরাবৃত্তি করেন। 
দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত জর্জিয়াও সফর করেছেন ট্রাম্প। ২০১৬ সালে রাজ্যটিতে বিজয়ী হয়েছিলেন তিনি। তবে ২০২০ সালে সেখানে বাইডেনের কাছে পরাজিত হন তিনি। এবার রাজ্যটি পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নির্বাচনে আমাদের জিততে হবে এবং যদি আমরা না জিততে পারি, তাহলে দেশটি রসাতলে যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত