Ajker Patrika

হিটলারের সঙ্গে ট্রুডোর তুলনা করলেন এলন মাস্ক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৫
হিটলারের সঙ্গে ট্রুডোর তুলনা করলেন এলন মাস্ক

জার্মানির স্বৈরশাসক অ্যাডলফ হিটলারের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তুলনা করে টুইট করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এলন মাস্ক। কানাডার ট্রাকচালকদের আন্দোলনের পক্ষে দেওয়া একটি টুইট বার্তায় মাস্ক এই তুলনা করেন। যদিও পরে তিনি টুইটটি মুছে দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন স্থানীয় সময় বুধবার মধ্যরাতের আগে ক্যালিফোর্নিয়া থেকে টুইটটি করেন মাস্ক। আর মার্কিন স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে সেটি মুছে দেওয়া হয়। এ নিয়ে মাস্কের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

করোনার সংক্রমণ রোধে টিকা নেওয়া বাধ্যতামূলক করায় কানাডায় ট্রাকচালকদের আন্দোলন শুরু হয়। গত মাসের শেষেও ট্রাকচালকদের পক্ষে টুইট করেন মার্কিন বৈদ্যুতিক যান নির্মাতা সংস্থা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক।

গত বুধবার করা টুইটে হিটলারের ছবি পোস্ট করে মাস্ক লেখেন, ‘ট্রুডোর সঙ্গে আমার তুলনা করা বন্ধ করুন।’

এদিকে বৃহস্পতিবার টেসলা অভিযোগ করেছে যে, ইউএস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্কিন সরকারের সমালোচনার জন্য মাস্ককে শাস্তি দিতে একটি অন্তহীন তদন্ত চালিয়ে যাচ্ছে। 

মাস্কের টুইটারে ৭ কোটি ৪০ লাখ ফলোয়ার রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত