Ajker Patrika

ধর্ম ও ইসলাম নিয়ে ট্রান্সজেন্ডার অভিনেত্রীর পুরোনো মন্তব্য হঠাৎ আলোচনায়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৩৫
ট্রান্সজেন্ডার অভিনেত্রী কার্লা সোফিয়া গাসকন। ছবি: রোলিং স্টোন
ট্রান্সজেন্ডার অভিনেত্রী কার্লা সোফিয়া গাসকন। ছবি: রোলিং স্টোন

প্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।

ধারণা করা হচ্ছে, সোফিয়া তাঁর পুরোনো টুইটগুলো বর্তমানে মুছে ফেলেছেন। তবে ভ্যারাইটি ম্যাগাজিন নিশ্চিত করেছে, ওই টুইটগুলোর স্ক্রিনশট অনলাইনে ঘুরছে। সাংবাদিক সারা হাগি সর্বপ্রথম এসব টুইট প্রকাশ্যে আনেন।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম ব্রেইবার্ট জানিয়েছে, ২০২০ সালের নভেম্বরে এক টুইটে সোফিয়া লিখেছিলেন, ‘আমার কি ভুল ধারণা হচ্ছে, নাকি স্পেনে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে? যখনই আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাই, তখনই আরও বেশি সংখ্যক নারীকে হিজাব ও লম্বা পোশাক পরতে দেখি। আগামী বছর ইংরেজির বদলে আমাদের আরবি শেখাতে হবে।’

অন্য আরেকটি টুইটে তিনি বিদ্রূপ করে বলেন, ‘ইসলাম অসাধারণ, সেখানে কোনো পুরুষতান্ত্রিকতা নেই। নারীদের এত বেশি সম্মান করা হয় যে, শুধু চোখ ও মুখ দেখানোর জন্য তাদের মুখে ছোট্ট একটা গর্ত রাখা হয়। মানবতার প্রতি কী জঘন্য অবমাননা!’

শুধু ইসলাম নয়, ধর্ম নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন সোফিয়া। ২০২১ সালে তিনি এক টুইটে লিখেছিলেন, ‘আমি ইসলাম, খ্রিষ্টান ধর্ম, ক্যাথলিক ধর্ম এবং সেই সব নির্বোধ বিশ্বাসগুলোর প্রতি বিরক্ত, যেগুলো মানবাধিকারের লঙ্ঘন ঘটায়।’

যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড সম্পর্কেও বিতর্কিত মন্তব্য করেছিলেন সোফিয়া। তিনি টুইট করেছিলেন, ‘আমি সত্যিই মনে করি, খুব কম মানুষই জর্জ ফ্লয়েডকে নিয়ে চিন্তিত ছিল। সে ছিল এক মাদকাসক্ত প্রতারক। কিন্তু তার মৃত্যু আবারও দেখিয়ে দিয়েছে, এখনো এমন মানুষ আছে যারা কৃষ্ণাঙ্গদের বানর ভাবে এবং পুলিশের সদস্যদের খুনি ভাবে। তারা সবাই ভুল করছে।’

এ ছাড়া চীনের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন এবং ২০২১ সালের অস্কার নিয়েও কটাক্ষ করেছিলেন তিনি। ২০২১ সালের অস্কারে এক কৃষ্ণাঙ্গ অভিনেতা ও এক কোরীয় অভিনেত্রী পুরস্কার জেতার পর তিনি লিখেছিলেন, ‘অস্কার ক্রমেই স্বাধীন ও প্রতিবাদী চলচ্চিত্রের উৎসব হয়ে উঠছে। জানি না আমি আফ্রো-কোরীয় উৎসব দেখছি, নাকি “ব্ল্যাক লাইভস ম্যাটার” বিক্ষোভ কিংবা ৮ই মার্চের নারী দিবস উদ্‌যাপন দেখছি। এটি ছিল একটি বিশ্রী অনুষ্ঠান।’

নেটফ্লিক্সের হয়ে অস্কার মনোনয়ন পাওয়া সোফিয়ার প্রচারণা এই বিতর্কের কারণে বাধার মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ ফেব্রুয়ারি মাস থেকেই অস্কারের ভোটগ্রহণ শুরু হতে যাচ্ছে। তবে তিনি দাবি করেছেন, অস্কার মনোনীত প্রতিদ্বন্দ্বী অভিনেত্রীর একটি দল তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোর চেষ্টা করছে।

ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা টরেস ও তার দলের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে সোফিয়া বলেন, ‘তারা আমার কাজ ও আমার সিনেমাকে অসম্মানিত করার চেষ্টা করছে।’

এই বিতর্কের বিষয়ে অস্কার কর্তৃপক্ষ বা নেটফ্লিক্সের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত