অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে এবার স্বাস্থ্য খাতেও অভাব দেখা দিয়েছে। দেশটির মানুষ এখন প্রয়োজনীয় ওষুধগুলোই হাতের নাগালে পাচ্ছে না। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাকিস্তানিদের লড়াই করতে হচ্ছে তীব্রভাবে।
ওষুধ ও চেতনানাশকের অপ্রতুলতার কারণে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার না করতেও বাধ্য হচ্ছেন চিকিৎসকেরা। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের অভাবে পাকিস্তানের ফার্মাসিউটিক্যালগুলো কাঁচামাল আমদানি করতে পারছে না। এ কারণে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছেন উৎপাদনকারীরা।
পাকিস্তানের ওষুধ উৎপাদন খাতগুলোর প্রায় ৯৫ ভাগ কাঁচামাল ভারত, চীনসহ অন্যান্য দেশ থেকে আসে। দেশটির রিজার্ভ ৩০০ কোটি ডলারের নিচে নেমে আসায় কাঁচামাল আমদানি করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে লেটার অব ক্রেডিট (এলসি) সহজেই মিলছে না।
পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ ফারুক বুখারির বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি নিষেধাজ্ঞা যদি আগামী চার থেকে পাঁচ সপ্তাহের জন্য বহাল থাকে, তাহলে ওষুধের সংকট আরও তীব্র হতে পারে।
পাঞ্জাবের খুচরা ওষুধ বিক্রেতারা জানিয়েছেন, অতি জরুরি প্যানাডল, ইনসুলিন, ব্রুফেন, ডিসপ্রিন, ক্যালপল, ট্যাগরাল ও রিভোট্রিলের মতো ওষুধগুলো পাওয়া যাচ্ছে না।
অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে এবার স্বাস্থ্য খাতেও অভাব দেখা দিয়েছে। দেশটির মানুষ এখন প্রয়োজনীয় ওষুধগুলোই হাতের নাগালে পাচ্ছে না। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাকিস্তানিদের লড়াই করতে হচ্ছে তীব্রভাবে।
ওষুধ ও চেতনানাশকের অপ্রতুলতার কারণে অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার না করতেও বাধ্য হচ্ছেন চিকিৎসকেরা। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভের অভাবে পাকিস্তানের ফার্মাসিউটিক্যালগুলো কাঁচামাল আমদানি করতে পারছে না। এ কারণে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছেন উৎপাদনকারীরা।
পাকিস্তানের ওষুধ উৎপাদন খাতগুলোর প্রায় ৯৫ ভাগ কাঁচামাল ভারত, চীনসহ অন্যান্য দেশ থেকে আসে। দেশটির রিজার্ভ ৩০০ কোটি ডলারের নিচে নেমে আসায় কাঁচামাল আমদানি করার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে লেটার অব ক্রেডিট (এলসি) সহজেই মিলছে না।
পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ ফারুক বুখারির বরাত দিয়ে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি নিষেধাজ্ঞা যদি আগামী চার থেকে পাঁচ সপ্তাহের জন্য বহাল থাকে, তাহলে ওষুধের সংকট আরও তীব্র হতে পারে।
পাঞ্জাবের খুচরা ওষুধ বিক্রেতারা জানিয়েছেন, অতি জরুরি প্যানাডল, ইনসুলিন, ব্রুফেন, ডিসপ্রিন, ক্যালপল, ট্যাগরাল ও রিভোট্রিলের মতো ওষুধগুলো পাওয়া যাচ্ছে না।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে