অনলাইনে ডেস্ক
পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদের একটি এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ইসলামাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সোহেল জাফর চট্টা জানিয়েছেন, আই-১০/ ৪ সেক্টরে সকাল ১০টার দিকে এক ব্যক্তি ও এক নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির পরপরই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
সোহেল জাফর জানান, বিস্ফোরণে পুলিশের ইগল স্কোয়াডের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া আরও চার পুলিশ সদস্য ও দুজন বেসামরিক আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। এক টুইটে ইসলামাবাদের বাসিন্দাদের বিস্ফোরণস্থল এড়িয়ে চলতে এবং সেখান থেকে দূরে থাকতে বলেছে পুলিশ।
এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, এই আত্মঘাতী বিস্ফোরণে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া হামলার দায়ও স্বীকার করেনি কেউ।
হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানী ইসলামাবাদের একটি এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
ইসলামাদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সোহেল জাফর চট্টা জানিয়েছেন, আই-১০/ ৪ সেক্টরে সকাল ১০টার দিকে এক ব্যক্তি ও এক নারী গাড়িতে করে আসেন। সন্দেহজনক হওয়ায় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির পরপরই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
সোহেল জাফর জানান, বিস্ফোরণে পুলিশের ইগল স্কোয়াডের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ছাড়া আরও চার পুলিশ সদস্য ও দুজন বেসামরিক আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্ফোরণের পর ওই এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী। এক টুইটে ইসলামাবাদের বাসিন্দাদের বিস্ফোরণস্থল এড়িয়ে চলতে এবং সেখান থেকে দূরে থাকতে বলেছে পুলিশ।
এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, এই আত্মঘাতী বিস্ফোরণে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া হামলার দায়ও স্বীকার করেনি কেউ।
হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
৪ মিনিট আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
১১ মিনিট আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
২২ মিনিট আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
৪৩ মিনিট আগে