ভয়াবহ বন্যায় পাকিস্তানের তিন ভাগের এক ভাগ সম্পূর্ণ তলিয়ে গেছে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমানের বরাতে এমনটা জানিয়েছে বিবিসি।
শেরি রেহমান জানান, আকস্মিক এই বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলের মাঠ। ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাখ লাখ মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছে বাসিন্দারা।
শেরি রেহমান বলেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। এই বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়াবহ বন্যায় ১ হাজার কোটি ডলার পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যরা পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় সহায়তা করেছে। তবে আরও অনেক তহবিল প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
গত জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ কোটির বেশি মানুষ। তাদের মধ্যে কয়েক লাখ মানুষ খাদ্য ও আশ্রয় হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে।
পাহাড়ি এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুর্গম হওয়ায় আটকে পড়াদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
ভয়াবহ বন্যায় পাকিস্তানের তিন ভাগের এক ভাগ সম্পূর্ণ তলিয়ে গেছে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমানের বরাতে এমনটা জানিয়েছে বিবিসি।
শেরি রেহমান জানান, আকস্মিক এই বন্যায় ভেসে গেছে রাস্তাঘাট, বাড়িঘর ও ফসলের মাঠ। ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাখ লাখ মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছে বাসিন্দারা।
শেরি রেহমান বলেন, আক্ষরিক অর্থে পাকিস্তানের এক-তৃতীয়াংশ এই মুহূর্তে পানির নিচে। এই বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার জন্য হাত বাড়িয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভয়াবহ বন্যায় ১ হাজার কোটি ডলার পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যরা পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় সহায়তা করেছে। তবে আরও অনেক তহবিল প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
গত জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই বন্যায় এখন পর্যন্ত ১ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ কোটির বেশি মানুষ। তাদের মধ্যে কয়েক লাখ মানুষ খাদ্য ও আশ্রয় হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছে।
পাহাড়ি এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দুর্গম হওয়ায় আটকে পড়াদের উদ্ধার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
পাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ শুরু করেছে ভারত। বুধবার (৭ মে) ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়া। মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয়।
১ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) মধ্যরাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এই পাল্টা হামলা চালানো হয় পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতকে তার ‘ভুলের খেসারত’ দিতেই হবে। তিনি আরও বলেন, তাঁর সামরিক বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করেছে...
৩ ঘণ্টা আগেপাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, নিজেদের ক্ষমতা নিয়ে ভারতের যে দম্ভ ছিল, রাফাল জেটের সঙ্গে সেটাও ভূপাতিত হয়ে গেছে। আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে ভারতের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৬-৭ মে রাতের ঘটনায় ভারতের বহু রাফাল জেট ভূপাতিত হয়েছে।
৫ ঘণ্টা আগে