পাকিস্তানের বেলুচিস্তানে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দুই সন্ত্রাসী ও দুই সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তানের মুসলিমবাগ শহরে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে। আন্তবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে বলেছে, একটি সন্ত্রাসবাদী দল উত্তর বেলুচিস্তানের মুসলিমবাগ এলাকায় একটি এফসি ক্যাম্পে হামলা করেছে। সন্ত্রাসীদের ধরার জন্য সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়েছে। সংগঠনটি আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ও খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পুলিশকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়।
গত কয়েক মাস ধরে পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও ডনের প্রতিবেদনে বলা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানজুড়ে প্রায়ই হামলা চালাচ্ছে। গত এপ্রিলে বেলুচিস্তানের কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় চার সেনাসদস্য নিহত হন।
তারও আগে গত ১০ মার্চ উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। এ ছাড়া ৪ মার্চের এক অভিযানে ওয়াজিরিস্তানের দত্তা খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়।
ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, ২০১৮ সালের জুলাই থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে ভয়ংকর মাস ছিল এ বছরের জানুয়ারি। শুধু এ মাসেই বিভিন্ন সন্ত্রাসী হামলায় ১৩৪ জন প্রাণ হারিয়েছে।
পাকিস্তানের বেলুচিস্তানে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দুই সন্ত্রাসী ও দুই সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তানের মুসলিমবাগ শহরে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে। আন্তবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে বলেছে, একটি সন্ত্রাসবাদী দল উত্তর বেলুচিস্তানের মুসলিমবাগ এলাকায় একটি এফসি ক্যাম্পে হামলা করেছে। সন্ত্রাসীদের ধরার জন্য সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়েছে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়েছে। সংগঠনটি আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ও খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পুলিশকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়।
গত কয়েক মাস ধরে পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও ডনের প্রতিবেদনে বলা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানজুড়ে প্রায়ই হামলা চালাচ্ছে। গত এপ্রিলে বেলুচিস্তানের কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় চার সেনাসদস্য নিহত হন।
তারও আগে গত ১০ মার্চ উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। এ ছাড়া ৪ মার্চের এক অভিযানে ওয়াজিরিস্তানের দত্তা খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়।
ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, ২০১৮ সালের জুলাই থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে ভয়ংকর মাস ছিল এ বছরের জানুয়ারি। শুধু এ মাসেই বিভিন্ন সন্ত্রাসী হামলায় ১৩৪ জন প্রাণ হারিয়েছে।
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কাতার এয়ারওয়েজ পাকিস্তানগামী তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। উত্তপ্ত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহাভিত্তিক এই আন্তর্জাতিক...
১৩ মিনিট আগেভারতকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যায়িত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তারা পাকিস্তানের ভেতরে পাঁচটি জায়গায় ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে। এই ঘৃণ্য আগ্রাসনমূলক পদক্ষেপ শাস্তি ছাড়া পার পাবে না। ভারত মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে...
১৮ মিনিট আগেপাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামের হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘এটা লজ্জাজনক’। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা মাত্র খবরটি শুনলাম...
৪১ মিনিট আগেরাতভর ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ভারতের দুটি যুদ্ধবিমান পাকিস্তানের সেনাবাহিনী ভূপাতিত করেছে বলে রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দাবি করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘আমরা দুটি ভারতীয় বিমান গুলি করে নামিয়েছি এবং এখন এই মুহূর্তে ভারতীয় আগ্রাসনের জবাব দিচ্ছি।”
১ ঘণ্টা আগে