Ajker Patrika

সাইফার ও তোশাখানা মামলার দণ্ডাদেশ চ্যালেঞ্জ করলেন ইমরান-বুশরা

সাইফার ও তোশাখানা মামলার দণ্ডাদেশ চ্যালেঞ্জ করলেন ইমরান-বুশরা

রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও তোশাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরাকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দুটি বিশেষ আদালত। তবে সেই দণ্ডাদেশ চ্যালেঞ্জ করে আপিল করেছেন তাঁরা। আজ শুক্রবার তাদের পক্ষ থেকে তাদের আইনজীবী এই আপিল করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির পক্ষে তাদের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ আলী জাফর দুটি আপিল দাখিল করেন। আপিলে উল্লেখ করা হয়, ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে যে বিচারকার্য চালানো হয়েছে তা ভুয়া। এই আদালত কেবল অন্যায্যভাবেই চালানো হয়, একই সঙ্গে দ্রুততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিতের শর্ত নিশ্চিত না করেই পরিচালনা করা হয়েছে। 

ব্যারিস্টার সৈয়দ আলী জাফর জানান, ইমরান খান ও তাঁর স্ত্রীকে ভুলভাবে সাজা দিয়েছে দুর্নীতি বিরোধী ও বিশেষ আদালত। আপিলে আরও উল্লেখ করা হয়েছে, এই দুজনের স্বাধীনতা ও নাগরিক অধিকার সংকুচিত করা হয়েছে। যা পাকিস্তানের সংবিধানের ভয়াবহ লঙ্ঘন। তাদের বিরুদ্ধে যেসব প্রমাণ হাজির করা হয়েছে, তা ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা প্রমাণে ব্যর্থ হয়েছে। 

আপিলে তোশাখানা ও সাইফার মামলার কথা টেনে আরও উল্লেখ করা হয়, নিজ নিজ রায় দেওয়ার সময় দুর্নীতি বিরোধী আদালত ও বিশেষ আদালতের বিচারক উভয়ই সংক্ষুব্ধদের প্রতি গুরুতর অবিচার করেছেন। প্রথমত, উভয় ক্ষেত্রেই তাদের বিচার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হয়েছে। দ্বিতীয়ত, উন্মুক্ত বিচারের জন্য ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশ থাকার পরও জনসাধারণ, মিডিয়া, ইত্যাদিকে নির্দ্বিধায় বিচারের সাক্ষী হতে দেওয়া হয়নি বরং সংক্ষুব্ধ ব্যক্তি ও তাদের আইনজীবীদের না জানিয়েই আদালতের কক্ষ পরিবর্তন করে গোপনে কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। 

তৃতীয়ত, রায়গুলোকে বেআইনি এবং অসাংবিধানিক বলে গণ্য করা হয়—কারণ ইমরান খান ও তাঁর স্ত্রীর বিচারের ক্ষেত্রে, দ্রুত বিচারকাজ সংঘটিত করার মাধ্যমে সংবিধানের ১০ (এ) অনুচ্ছেদের অধীনে ন্যায়বিচারের অধিকার লঙ্ঘন করা হয়েছিল। আপাতদৃষ্টিতে ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগেই বিচারকাজ শেষ করার তাড়া ছিল তাদের। 

এ ছাড়াও ব্যারিস্টার সৈয়দ আলী জাফর আরও যুক্তি দেন, কারাগারে বিচার চলাকালে ইমরান খান ও তাঁর স্ত্রীকে আত্মপক্ষ সমর্থনে প্রমাণ উপস্থাপন করতে দেওয়া হয়নি। প্রসিকিউশনের সাক্ষীদের জেরা করার যে অধিকার তাদের আছে তাও দেওয়া হয়নি। তাদের আইনজীবীদের বেআইনিভাবে আদালত-নিযুক্ত রাষ্ট্রীয় কৌঁসুলি দিয়ে বদলে দেওয়া হয়েছিল। একইভাবে, সিআরপিসি ধারা-৩৪২ অনুসারে ইমরান খানের জবানবন্দি রেকর্ড করা হয়নি এবং তার আইনজীবীদের শেষ যুক্তি উপস্থাপন করতে দেওয়া হয়নি।

সরকারি উপহার সংরক্ষণাগার তোশাখানায় থাকা উপহারসামগ্রী এবং বিক্রয় থেকে আয়ের বিশদ বিবরণ প্রকাশ না করার অভিযোগে ক্ষমতাসীন জোট সরকার ২০২২ সালের আগস্টে ইমরানের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ দেয়। তিনি পরে সেটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার কাছে পাঠান। 

পাকিস্তানে তোশাখানা প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এটি মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি বিভাগ। সরকার ও অন্যান্য রাজ্যপ্রধান এবং বিদেশি বিশিষ্ট ব্যক্তিরা শাসক, সংসদ সদস্য, আমলা ও কর্মকর্তাদের যেসব উপহারসামগ্রী দেন, সেগুলো সংরক্ষণের দায়িত্বে থাকা একটি দপ্তর এটি। তোশাখানার নিয়ম অনুসারে, প্রযোজ্য ব্যক্তিদের দেওয়া উপহার এবং অন্যান্য উপকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়মিত রিপোর্ট করতে হয়।

তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া লিখিত জবাবে ইমরান প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর প্রাপ্ত কমপক্ষে চারটি উপহার বিক্রি করার কথা স্বীকার করেন। সাবেক প্রধানমন্ত্রী তাঁর জবাবের সপক্ষে যুক্তি দিয়ে বলেন, তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে ২১ দশমিক ৫৬ মিলিয়ন রুপি দিয়ে উপহারগুলো সংগ্রহ করেছিলেন, তা বিক্রি করে প্রায় ৫৮ মিলিয়ন রুপি পাওয়া গেছে। উপহারগুলোর মধ্যে রয়েছে—একটি গ্রাফ হাতঘড়ি, এক জোড়া কাফ লিংক, একটি দামি কলম এবং একটি আংটি—এসব মিলিয়ে একটি সেট; অন্য তিনটি উপহারের মধ্যে রয়েছে চারটি রোলেক্স ঘড়ি। 

ইমরান খানের বিরুদ্ধে সাইফার মামলা মূলত একটি কূটনৈতিক নথি বা তারবার্তার সঙ্গে সম্পর্কিত। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির অভিযোগ, এই নথি সরকারের কাছ থেকে নিয়ে ইমরান খান নিজের কাছে রেখেছেন এবং কখনোই ফেরত দেননি। পিটিআইয়ের অভিযোগ, এই নথিতে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির প্রমাণ আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত