তোষাখানা মামলায় আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষিত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যেসব আসনে জিতেছিলেন সেগুলোতে উপনির্বাচন হওয়ার কথা। পাকিস্তান জাতীয় পরিষদের এমনই একটি আসন মিয়ানওয়ালী। সম্প্রতি সেই আসনে উপনির্বাচনে নির্বাচন কমিশনকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদ হাইকোর্ট এই নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা অনুসারে পাকিস্তান জাতীয় পরিষদের ৯৫ নম্বর আসন মিয়ানওয়ালীতে এখনই উপনির্বাচন করা যাবে না। পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধান (পিটিআই) ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে শুনানি করতে গিয়ে আদালত এই নির্দেশ দেন।
তোষাখানা মামলায় ইমরানকে অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির সংবিধানের অনুচ্ছেদ ৬৩ (১) অনুসারে গত ২৪ অক্টোবর ইমরানকে জাতীয় পরিষদের ৯৫ নম্বর আসন মিয়ানওয়ালীকে শূন্য ঘোষণা করে। পরে সেই নোটিশের পরপরই ইমরান খানের পক্ষ থেকে ইসলামাবাদ হাইকোর্টে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জকে আবেদন করা হয়।
এর আগে, গত ২১ অক্টোবর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইমরান খানকে অযোগ্য ঘোষণা করে। সে সময় ইসিপি জানিয়েছিল—পিটিআইয়ের চেয়ারম্যান এখন থেকে আর জাতীয় পরিষদের সদস্য নন। পরদিন ২২ অক্টোবর ইমরান খান ইসিপির সিদ্ধান্তে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন করেন। পরে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানায়, ইমরান খানের উপনির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
উল্লেখ্য, সরকারি তোষাখানায় থাকা উপহার সামগ্রী এবং বিক্রয় থেকে আয়ের বিশদ বিবরণ প্রকাশ না করার অভিযোগে ক্ষমতাসীন জোট সরকার গত আগস্টে ইমরান খানের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ দেয়। তিনি পরে সেটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার কাছে পাঠান। সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনের অযোগ্য বলে ঘোষণা করে।
তোষাখানা মামলায় আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষিত হওয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যেসব আসনে জিতেছিলেন সেগুলোতে উপনির্বাচন হওয়ার কথা। পাকিস্তান জাতীয় পরিষদের এমনই একটি আসন মিয়ানওয়ালী। সম্প্রতি সেই আসনে উপনির্বাচনে নির্বাচন কমিশনকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার ইসলামাবাদ হাইকোর্ট এই নির্দেশ দেন। হাইকোর্টের নির্দেশনা অনুসারে পাকিস্তান জাতীয় পরিষদের ৯৫ নম্বর আসন মিয়ানওয়ালীতে এখনই উপনির্বাচন করা যাবে না। পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের প্রধান (পিটিআই) ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে শুনানি করতে গিয়ে আদালত এই নির্দেশ দেন।
তোষাখানা মামলায় ইমরানকে অযোগ্য ঘোষণার পর পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির সংবিধানের অনুচ্ছেদ ৬৩ (১) অনুসারে গত ২৪ অক্টোবর ইমরানকে জাতীয় পরিষদের ৯৫ নম্বর আসন মিয়ানওয়ালীকে শূন্য ঘোষণা করে। পরে সেই নোটিশের পরপরই ইমরান খানের পক্ষ থেকে ইসলামাবাদ হাইকোর্টে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জকে আবেদন করা হয়।
এর আগে, গত ২১ অক্টোবর পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইমরান খানকে অযোগ্য ঘোষণা করে। সে সময় ইসিপি জানিয়েছিল—পিটিআইয়ের চেয়ারম্যান এখন থেকে আর জাতীয় পরিষদের সদস্য নন। পরদিন ২২ অক্টোবর ইমরান খান ইসিপির সিদ্ধান্তে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন করেন। পরে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জানায়, ইমরান খানের উপনির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।
উল্লেখ্য, সরকারি তোষাখানায় থাকা উপহার সামগ্রী এবং বিক্রয় থেকে আয়ের বিশদ বিবরণ প্রকাশ না করার অভিযোগে ক্ষমতাসীন জোট সরকার গত আগস্টে ইমরান খানের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ দেয়। তিনি পরে সেটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার কাছে পাঠান। সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনের অযোগ্য বলে ঘোষণা করে।
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
৯ ঘণ্টা আগে২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
৯ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
১০ ঘণ্টা আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
১১ ঘণ্টা আগে