বাড়ি থেকে অফিস যেতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ব্যবহার করতেন হেলিকপ্টার। তাঁর তিন বছর আট মাসের শাসনামলে এর জন্য পাকিস্তান সরকারের খরচ হয়েছে ৫৫ কোটি পাকিস্তানি রুপি বা সাড়ে ২৫ কোটি টাকা। গতকাল বুধবার পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এমনটি জানিয়েছেন।
পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বানি গালার বাড়ি থেকে সচিবালয়ে যাওয়ার জন্য সব সময় হেলিকপ্টার ব্যবহার করতেন। এ সময় হেলিকপ্টারের জ্বালানিতেই ওই অর্থ খরচ হয়।
তবে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বর্তমান অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের দাবি প্রত্যাখ্যান করেছেন। ফাওয়াদ চৌধুরীর দাবি, ইমরান খানের যাতায়াতের খরচ প্রতি কিলোমিটারে ছিল মাত্র ৫৫ টাকা। তবে ইসমাইল জানিয়েছেন, তাঁর বক্তব্যকে সমর্থন করার মতো দলিল-প্রমাণ রয়েছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী আরও জানান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার বিদ্যুৎ খাতের জন্য একটি বিশাল ঋণ নিয়েছে। এ ছাড়া প্রাকৃতিক গ্যাস খাতে পাকিস্তান সরকারের ৪০০ কোটি পাকিস্তানি রুপি ঋণ নিয়েছে।
এরই মধ্যে ইমরান খান সরকারের মেয়াদের শেষের দিকে প্রতি মাসে জ্বালানি তেলের জন্য ১৫০ বিলিয়ন পাকিস্তানি রুপি ভর্তুকি দেওয়া হতো। এটি পাকিস্তানের বর্তমান সরকারের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরপরই ইমরান খান অফিসে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করার জন্য সমালোচনার সম্মুখীন হন।
পাকিস্তান সম্পর্কিত পড়ুন:
বাড়ি থেকে অফিস যেতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ব্যবহার করতেন হেলিকপ্টার। তাঁর তিন বছর আট মাসের শাসনামলে এর জন্য পাকিস্তান সরকারের খরচ হয়েছে ৫৫ কোটি পাকিস্তানি রুপি বা সাড়ে ২৫ কোটি টাকা। গতকাল বুধবার পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল এমনটি জানিয়েছেন।
পাকিস্তানের সামা টিভির প্রতিবেদনে বলা হয়, ইমরান খান বানি গালার বাড়ি থেকে সচিবালয়ে যাওয়ার জন্য সব সময় হেলিকপ্টার ব্যবহার করতেন। এ সময় হেলিকপ্টারের জ্বালানিতেই ওই অর্থ খরচ হয়।
তবে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বর্তমান অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের দাবি প্রত্যাখ্যান করেছেন। ফাওয়াদ চৌধুরীর দাবি, ইমরান খানের যাতায়াতের খরচ প্রতি কিলোমিটারে ছিল মাত্র ৫৫ টাকা। তবে ইসমাইল জানিয়েছেন, তাঁর বক্তব্যকে সমর্থন করার মতো দলিল-প্রমাণ রয়েছে।
পাকিস্তানের অর্থমন্ত্রী আরও জানান, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকার বিদ্যুৎ খাতের জন্য একটি বিশাল ঋণ নিয়েছে। এ ছাড়া প্রাকৃতিক গ্যাস খাতে পাকিস্তান সরকারের ৪০০ কোটি পাকিস্তানি রুপি ঋণ নিয়েছে।
এরই মধ্যে ইমরান খান সরকারের মেয়াদের শেষের দিকে প্রতি মাসে জ্বালানি তেলের জন্য ১৫০ বিলিয়ন পাকিস্তানি রুপি ভর্তুকি দেওয়া হতো। এটি পাকিস্তানের বর্তমান সরকারের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরপরই ইমরান খান অফিসে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করার জন্য সমালোচনার সম্মুখীন হন।
পাকিস্তান সম্পর্কিত পড়ুন:
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
২৩ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
৩ ঘণ্টা আগে