Ajker Patrika

পাকিস্তানের পার্লামেন্টে কোন দলের কত আসন 

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১৭: ৫৮
পাকিস্তানের পার্লামেন্টে কোন দলের কত আসন 

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে চলছে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির অধিবেশন। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাসের  জন্য ৩৪২ আসনের মধ্যে বিরোধীদের প্রয়োজন ১৭২টি আসন। বিরোধীদের দাবি, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয়সংখ্যক সমর্থন তাদের হাতে রয়েছে। 

তবে একক দল হিসেবে কোনো দলেরই সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা নেই। একক দল হিসেবে কেবল ইমরান খানের দলেরই দেড় শতাধিক আসন রয়েছে। দলটির মোট আসনসংখ্যা ১৫৫টি। বিপরীতে প্রধান দুই বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সম্মিলিত আসনসংখ্যা ১৪০টি। আলাদাভাবে এই দল দুটির আসনসংখ্যা যথাক্রমে ৮৪ ও ৫৬টি করে। 

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে দলগুলোর আসন বিন্যাস। তবে, ইমরান খানের জোটের অন্যতম বড় অংশীদার মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান ইমরান খানের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন ইমরান খান। দলটির আসনসংখ্যা ৭টি। তবে এই ৭টি আসন যদি বিরোধী শিবিরে যোগ না হতো, তবে বিরোধীরা ইমরান খানের পতনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন পেত না। পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেবের এক টুইট থেকে দেখা যায় বিরোধী জোটের মোট আসন ১৭৬টি। এসবের মধ্যে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) আস ৮৪টি, পাকিস্তান পিপলস পার্টির ৫৬টি, মুত্তাহিদা মজলিশ-ই-আলম পাকিস্তানের ১৪টি, আওয়ামী ন্যাশনাল পার্টির ১টি, বেলুচিস্তান ন্যাশনাল পার্টির ৪টি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের ৬টি, বেলুচিস্তান আওয়ামী পার্টির ৪টি, পাকিস্তান মুসলিম লিগের (কায়েদে আজম) ২টি, জমহুরি ওয়াতান পার্টির ১টি এবং স্বতন্ত্র আসন ৪টি। 

এখন স্পষ্ট দেখা যাচ্ছে, মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের ৬টি আসন ছাড়া বিরোধীদের হাতে থাকত ১৭০টি। অনাস্থা প্রস্তাব পাসের জন্য প্রয়োজন ১৭২টি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত