Ajker Patrika

মোদি-বাইডেনের বিবৃতিতে জঙ্গিবাদ প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পাকিস্তানে তলব 

আপডেট : ২৭ জুন ২০২৩, ১৪: ৫৫
মোদি-বাইডেনের বিবৃতিতে জঙ্গিবাদ প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পাকিস্তানে তলব 

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময় দুই দেশের তরফ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে ইসলামাবাদের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ডেপুটি চিফ অব মিশনকে ডেকে এই বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে। বলা হয়েছে, ‘এই বিবৃতি অপ্রয়োজনীয়, একতরফা ও বিভ্রান্তিকর।’

বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশই সীমান্তে সন্ত্রাসের নিন্দা করছে। দুই দেশই চায় পাকিস্তানের দখলে থাকা কোনো অংশ থেকে জঙ্গিরা যেন আক্রমণ না চালাতে পারে। 

পাকিস্তান বলেছে, ‘আমেরিকা যেন এমন কিছু না করে, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যমূলক প্রচার গুরুত্ব পায়।’

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকার সঙ্গে তাদের সন্ত্রাসবিরোধী অপারেশন ভালোভাবে চলছে। পাকিস্তান-মার্কিন সম্পর্কও আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে।’

পাকিস্তানের দাবি, যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকাটা কূটনৈতিক রীতিবিরোধী এবং তাতে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও যৌথ বিবৃতিতে পাকিস্তানের প্রসঙ্গ থাকার নিন্দা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত