Ajker Patrika

পাকিস্তানি অভিনেতা ফিরোজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ সাবেক স্ত্রীর

আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৪: ০২
পাকিস্তানি অভিনেতা ফিরোজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ সাবেক স্ত্রীর

পাকিস্তানি অভিনেতা ফিরোজ খানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছেন তাঁর সাবেক স্ত্রী আলিজা সুলতানা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলিজা সুলতানা ২০২০ সাল থেকে চলতি বছর পর্যন্ত ফিরোজ খানের মাধ্যমে নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ করেছেন। এক বিবৃতিতে আলিজা নির্যাতনের সব তথ্য-প্রমাণ প্রকাশ করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। 

চলতি বছরের সেপ্টেম্বরে ফিরোজের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর আলিজা এক বিবৃতিতে জানান, বিয়ের পর থেকেই ফিরোজ তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এ বিষয়ে ফিরোজ এত দিন চুপ থাকলেও সম্প্রতি এ ঘটনায় তিনিও মুখ খুলেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

ইন্টারনেটে এ নিয়ে এত দিন নিন্দার শিকার হয়ে ফিরোজ এক বিবৃতিতে বলেছেন, ‘আমি ফিরোজ খান, আমার বিরুদ্ধে আনা সব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। এ বিষয়ে আমি দরকার হলে আইনি সহায়তা নেব। আমি আরও বলতে চাই, আমি রাষ্ট্রের আইনের প্রতি অনুগত একজন নাগরিক। জীবদ্দশায় সজ্ঞানে কখনো কাউকে আঘাত করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সব বানোয়াট ও ভিত্তিহীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত