পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নিন্দা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে তিনি ভারতের প্রশংসা করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি পাকিস্তান সরকার পেট্রল ও ডিজেলের দাম লিটারে ৩০ রুপি বাড়িয়েছে। এই সিদ্ধান্তের নিন্দা করে ইমরান খান বলেন, ‘এই সরকার একটি বোধবুদ্ধিহীন সরকার। রাশিয়ার কাছ থেকে ৩০ শতাংশ কম মূল্যে তেল কেনার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) যে চুক্তি করেছিল, তা বর্তমান সরকার অনুসরণ করেনি।’ একই সঙ্গে তিনি ভারতের প্রশংসা করে বলেন, ‘ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কিনে এনে নিজ দেশে তেলের দাম লিটারে ২৫ রুপি কমাতে সক্ষম হয়েছে।’
ইমরান খান এক টুইটার পোস্টে বলেন, ‘জাতি এখন বিদেশি প্রভুদের আমদানি করা সরকারের আনুগত্যের মূল্য দিতে শুরু করেছে। ডিজেলের দাম লিটারে ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে গেছে। এটি আমাদের ইতিহাসে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। এই অযোগ্য ও বোধবুদ্ধিহীন সরকার রাশিয়ার সঙ্গে আমাদের চুক্তি অনুসরণ করেনি। আমরা ৩০ শতাংশ সস্তায় তেল কেনার চুক্তি করেছিলাম।’
অন্য এক টুইটে ইমরান খান বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র ভারত ঠিকই রাশিয়ার কাছে থেকে কম মূল্যে কিনে জ্বালানি তেলের দাম লিটারে ২৫ রুপি কমাতে পেরেছে। এখন আমাদের জাতি এই বদমাশদের হাতে আরেকটি বড় ধরনের মুদ্রাস্ফীতির শিকার হবে।’
গতকাল বৃহস্পতিবার পাকিস্তান পেট্রোলিয়াম পণ্যের দাম প্রতি লিটারে ৩০ রুপি বাড়িয়েছে। দেশটির সরকার জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে তাদের যে প্রোগ্রাম রয়েছে, তা পুনরুজ্জীবিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানে বর্তমানে পেট্রলের দাম ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেলের দাম ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন তেল ১৫৫ দশমিক ৫৬ রুপি এবং হালকা ডিজেলের দাম ১৪৮ দশমিক ৩১ রুপি।
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল গতকাল ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, ‘দাম বাড়ানো ছাড়া সরকারের কাছে আর কোনো উপায় নেই। আমরা এখনো (দাম বাড়ানোর পরেও) ডিজেলে প্রতি লিটারে ৫৬ রুপি লসের মধ্যে আছি।’
পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নিন্দা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে তিনি ভারতের প্রশংসা করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি পাকিস্তান সরকার পেট্রল ও ডিজেলের দাম লিটারে ৩০ রুপি বাড়িয়েছে। এই সিদ্ধান্তের নিন্দা করে ইমরান খান বলেন, ‘এই সরকার একটি বোধবুদ্ধিহীন সরকার। রাশিয়ার কাছ থেকে ৩০ শতাংশ কম মূল্যে তেল কেনার জন্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) যে চুক্তি করেছিল, তা বর্তমান সরকার অনুসরণ করেনি।’ একই সঙ্গে তিনি ভারতের প্রশংসা করে বলেন, ‘ভারত রাশিয়ার কাছ থেকে সস্তায় জ্বালানি তেল কিনে এনে নিজ দেশে তেলের দাম লিটারে ২৫ রুপি কমাতে সক্ষম হয়েছে।’
ইমরান খান এক টুইটার পোস্টে বলেন, ‘জাতি এখন বিদেশি প্রভুদের আমদানি করা সরকারের আনুগত্যের মূল্য দিতে শুরু করেছে। ডিজেলের দাম লিটারে ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে গেছে। এটি আমাদের ইতিহাসে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি। এই অযোগ্য ও বোধবুদ্ধিহীন সরকার রাশিয়ার সঙ্গে আমাদের চুক্তি অনুসরণ করেনি। আমরা ৩০ শতাংশ সস্তায় তেল কেনার চুক্তি করেছিলাম।’
অন্য এক টুইটে ইমরান খান বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র ভারত ঠিকই রাশিয়ার কাছে থেকে কম মূল্যে কিনে জ্বালানি তেলের দাম লিটারে ২৫ রুপি কমাতে পেরেছে। এখন আমাদের জাতি এই বদমাশদের হাতে আরেকটি বড় ধরনের মুদ্রাস্ফীতির শিকার হবে।’
গতকাল বৃহস্পতিবার পাকিস্তান পেট্রোলিয়াম পণ্যের দাম প্রতি লিটারে ৩০ রুপি বাড়িয়েছে। দেশটির সরকার জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে তাদের যে প্রোগ্রাম রয়েছে, তা পুনরুজ্জীবিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তানে বর্তমানে পেট্রলের দাম ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেলের দাম ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন তেল ১৫৫ দশমিক ৫৬ রুপি এবং হালকা ডিজেলের দাম ১৪৮ দশমিক ৩১ রুপি।
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল গতকাল ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, ‘দাম বাড়ানো ছাড়া সরকারের কাছে আর কোনো উপায় নেই। আমরা এখনো (দাম বাড়ানোর পরেও) ডিজেলে প্রতি লিটারে ৫৬ রুপি লসের মধ্যে আছি।’
ভারতীয় পার্লামেন্টে এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। আজ বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থাপন করেছেন সংবিধান সংশোধনী (১৩০তম সংশোধনী) বিল-২০২৫। প্রস্তাবিত এই আইনের মূল কথা—কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি দুর্নীতি বা গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে কমপক্ষে
১ ঘণ্টা আগেবার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, নতুন বড় অভিযানের প্রস্তুতির উদ্দেশ্যে ইসরায়েলি সেনারা ইতিমধ্যেই গাজা সিটির জাইতুন এবং জাবালিয়া এলাকায় কাজ করছে। আগামী কয়েক দিনের মধ্যেই চিফ অব স্টাফ এই অভিযানের চূড়ান্ত অনুমোদন দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযানটি ঠিক কবে শুরু হবে তা এখনো স্পষ্ট নয়।
৪ ঘণ্টা আগেব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল মঙ্গলবার জলাবদ্ধতার কারণে, মাঝ রাস্তায় থেমে যায় একটি মনোরেল। বৃষ্টির কারণে ট্রেনটিতে অতিরিক্ত ভিড় ছিল। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, প্রায় ৬০০ যাত্রী নিয়ে থেমে গিয়েছিল সেটি।
৫ ঘণ্টা আগেপুলিশ জানিয়েছে, সূর্যাংশু নামের ওই যুবককে দুই বছর ধরে চিনতেন হামলার শিকার শিক্ষিকা। তাঁর প্রতি সূর্যাংশুর দুর্বলতা ছিল বলেও জানা গেছে। কিন্তু তাতে কখনোই সায় দেননি তিনি। গত বছর নিয়মবহির্ভূত কার্যকলাপের জন্য স্কুল থেকে ওই ছাত্রকে বের করে দেওয়া হয়। এরপর চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবারও স্কুলে
৬ ঘণ্টা আগে