Ajker Patrika

ফ্রান্সবিরোধী বিক্ষোভ: ফরাসিদের পাকিস্তান ছাড়ার নির্দেশ

ফ্রান্সবিরোধী বিক্ষোভ: ফরাসিদের পাকিস্তান ছাড়ার নির্দেশ

ফ্রান্সবিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়, তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। এমন পরিস্থিতিতে দেশটিতে ফরাসি স্বার্থের ওপর গুরুতর হুমকির আশংকায় নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তানে অবস্থিত ফরাসি দূতাবাস।

বিবিসির এক প্রতিবেদনে আজ বলা হয়, চলমান বিক্ষোভে এই সপ্তাহে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছে। ফ্রান্সের ম্যাগাজিন  শার্লি হেবদোতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর কার্টুন প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে গত কয়েক মাস ধরেই পাকিস্তানে ইসলামপন্থীদের বিক্ষোভ চলেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ গত সেপ্টেম্বরে কার্টুন আঁকার বিষয়ে সমর্থন জানানোর পর পাকিস্তানে ইসলামপন্থীদের ক্ষোভ বাড়তে শুরু করে।

ফ্রান্সবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দেওয়া তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) নেতা খাদিম হুসাইন রিজভিকে গ্রেপ্তারের পর চলতি সপ্তাহে বিক্ষোভ নতুন মাত্রা পায়। তাঁরা পাকিস্তান থেকে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছিল। সহিংস এই বিক্ষোভের ঘটনায় এরই মধ্যে পাকিস্তান সরকার টিএলপিকে নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করছে।

এ বিক্ষোভে টিএলপি’র কয়েক হাজার সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, পুরো জাতিই মহানবীর সম্মান রক্ষার পক্ষে। কিন্তু, টিলএলপি চাইছে বিশ্বের সামনে পাকিস্তানকে উগ্রবাদী রাষ্ট্র হিসেবে প্রকাশ করতে।

পাকিস্তানের ফরাসি দূতাবাস আজ বৃহস্পতিবার এক ইমেইল বার্তায় জানিয়েছে, 'ফরাসি স্বার্থের জন্য গুরুতর হুমকি তৈরি হওয়ায় ফরাসি নাগরিক ও কোম্পানিগুলোকে সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হল। চলমান বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে পাকিস্তান থেকে ফরাসি নাগরিকরা দেশে ফিরে যেতে পারবেন।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত