Ajker Patrika

আদালতের মর্যাদা কোথায়, ইমরানের গ্রেপ্তার নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রশ্ন

আপডেট : ১১ মে ২০২৩, ২১: ১০
আদালতের মর্যাদা কোথায়, ইমরানের গ্রেপ্তার নিয়ে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রশ্ন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়ালের নেতৃত্বে তিন সদস্যর একটি বেঞ্চ এই শুনানি করেছেন।

শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি ইমরানের আইনজীবীকে জিজ্ঞেস করেন, ইমরানকে গ্রেপ্তারের সময় কতজন রেঞ্জার সেনা আদালত চত্বরে প্রবেশ করেছিলেন। এই প্রশ্নের জবাবে ইমরানের আইনজীবী বলেন, পিটিআইয়ের প্রধান ইমরানকে গ্রেপ্তার করতে ১০০ জন রেঞ্জার সদস্য আদালত প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন।

আইনজীবী আদালতের কাছে জানতে চান, আদালত প্রাঙ্গণে ৯০ জন একসঙ্গে প্রবেশ করলে আদালতের কি মর্যাদা থাকে? আদালত চত্বর থেকে কীভাবে একজনকে গ্রেপ্তার করা যায়?

ইমরানের আইনজীবী আরও বলেন, অতীতে আদালতের ভেতরে ভাঙচুরের অভিযোগে আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করার অর্থ কী?

এই আইনজীবী আরও বলেন, এনএবি ‘আদালত অবমাননা’ করেছে। গ্রেপ্তারের জন্য তাদের আদালতের কাছ থেকে অনুমতি নিতে হতো। আদালতের কর্মীরাও লাঞ্ছিত হয়েছেন।

ইমরানের আইনজীবী এ ঘটনায় পাকিস্তানের অ্যাটর্নি জেনারেলকে তলব করার সুপারিশ করেন।

প্রধান বিচারপতি বানদিয়াল জোর দিয়ে বলেন, ন্যায়বিচারের জন্য সবার আদালতে আসার সুযোগ থাকতে হবে এবং যে কেউ আদালতের দ্বারস্থ হতে যাতে নিরাপদ বোধ করেন।

ইমরানের আইনজীবী আদালতে আরও বলেন, ‘পিটিআইর প্রধানকে জঙ্গিদের মতো গ্রেপ্তার করা হয়েছে। কেননা, গ্রেপ্তারের পরেই আমরা জানতে পেরেছি ১ মে এই গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছিল।’

ইমরানের আরেক আইনজীবী সালমান আকরাম রাজা আদালতকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তাঁদের বলেছিলেন যে তিনি এখনো গ্রেপ্তারি পরোয়ানা পাননি। এ সময় প্রধান বিচারপতি বলেন, ‘যা-ই হোক না কেন, ইমরানের এই গ্রেপ্তারকে মুলতবি করাই শ্রেয় ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত