পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতা হারিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার মধ্যরাতে এই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়।
গত কয়েক সপ্তাহ ধরে ইমরান খানকে গদিচ্যুত করতে তৎপরতা বাড়িয়ে দেয় পাকিস্তানের বিরোধী দলগুলো। আর এতে বড় ভূমিকা রাখেন পাকিস্তানের বিরোধী দলগুলোর বেশ কয়েকজন নেতা।
তাঁরা হলেন—
শাহবাজ শরিফ
শাহবাজ শরিফ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। ইমরান খানের পর পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী এই শাহবাজ শরিফ। ৭০ বছর বয়সী শাহবাজ পাকিস্তানের একজন হেভিওয়েট রাজনৈতিক নেতা। তিনি তিনবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি এখন পাকিস্তান মুসলিম লীগ-এনের (পিএমএল-এন) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আবেগপ্রবণ শাহবাজ শরিফ একজন কঠোর প্রশাসক। তিনি ভাষণে বিপ্লবী কবিতা উদ্ধৃত করার জন্য বেশ পরিচিত। তাঁকে একজন কাজপাগল মানুষ হিসেবে বিবেচনা করা হয়। শাহবাজের একাধিক বিবাহ এবং লন্ডন ও দুবাইতে তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো নিয়ে খবরের শিরোনাম হলেও তিনি এখনো জনপ্রিয়।
আসিফ আলি জারদারি
আসিফ আলি জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। একটি ধনী সিন্ধু পরিবার থেকে আসা জারদারি তাঁর প্লেবয় লাইফস্টাইলের জন্য বেশি পরিচিত ছিলেন। বেনজির ভুট্টো প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন আগেই তাঁকে বিয়ে করেন আসিফ আলি জারদারি।
সরকারি কাজের জন্য ১০ শতাংশ কমিশন নেওয়ার কারণে পাকিস্তানে ‘মিস্টার টেন পার্সেন্ট’ নামে পরিচিতি পান আসিফ আলি জারদারি। দুর্নীতি, মাদক চোরাচালান ও খুনের অভিযোগে দুবার জেল খেটেছেন বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি। তিনি বর্তমানে পাকিস্তান পিপলস পার্টির সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
বিলাওয়াল ভুট্টো জারদারি
বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। বেনজির ভুট্টোকে যখন ২০০৭ সালে হত্যা করা হয়, তখন বিলাওয়াল ১৯ বছর বয়সী ছিলেন।
অক্সফোর্ডে পড়ুয়া বিলাওয়াল পাকিস্তানে প্রগতিশীল হিসেবে বিবেচিত হন। তিনি প্রায়শই নারী ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলেন। পাকিস্তানের জনসংখ্যার অর্ধেকেরও বেশির বয়স ২২ বা তার নিচে। ভুট্টো সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তরুণের কাছে ব্যাপক জনপ্রিয়। যদিও উর্দুতে ঠিকভাবে কথা বলতে না পারার কারণে প্রায়শই তাঁকে ট্রলের শিকার হতে হয়।
মাওলানা ফজলুর রহমান
পাকিস্তানের জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান। একজন কট্টরপন্থী রাজনীতিবিদ হিসেবে জীবন শুরু করেছিলেন পাকিস্তানের এই ধর্মগুরু। পরে অবশ্য ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে জোট গঠন করতে দেখা গেছে ফজলুর রহমানকে।
পাকিস্তানের লাখ লাখ মাদ্রাসাশিক্ষার্থীকে জড়ো করার সামর্থ্য ফজলুর রহমানরে থাকলেও তাঁর দল জমিয়ত উলামায়ে ইসলামের কখনোই সরকার গঠনের জন্য পর্যাপ্ত সমর্থন পায়নি। তবে পাকিস্তানের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ফজলুর রহমান।
ইমরান খানের ঘোর বিরোধী ছিলেন ফজলুর রহমান। ব্রিটিশ জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করায় ইমরান খানকে ইহুদি বলে আখ্যায়িত করেন মাওলানা ফজলুর রহমান। জ্বালানি লাইসেন্স সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইমরান খান তাঁকে মোল্লা ডিজেল বলে সম্বোধন করতেন।
সূত্র: এএফপি
পাকিস্তান সম্পর্কিত পড়ুন:
পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর ক্ষমতা হারিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার মধ্যরাতে এই অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়।
গত কয়েক সপ্তাহ ধরে ইমরান খানকে গদিচ্যুত করতে তৎপরতা বাড়িয়ে দেয় পাকিস্তানের বিরোধী দলগুলো। আর এতে বড় ভূমিকা রাখেন পাকিস্তানের বিরোধী দলগুলোর বেশ কয়েকজন নেতা।
তাঁরা হলেন—
শাহবাজ শরিফ
শাহবাজ শরিফ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই। ইমরান খানের পর পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী এই শাহবাজ শরিফ। ৭০ বছর বয়সী শাহবাজ পাকিস্তানের একজন হেভিওয়েট রাজনৈতিক নেতা। তিনি তিনবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি এখন পাকিস্তান মুসলিম লীগ-এনের (পিএমএল-এন) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আবেগপ্রবণ শাহবাজ শরিফ একজন কঠোর প্রশাসক। তিনি ভাষণে বিপ্লবী কবিতা উদ্ধৃত করার জন্য বেশ পরিচিত। তাঁকে একজন কাজপাগল মানুষ হিসেবে বিবেচনা করা হয়। শাহবাজের একাধিক বিবাহ এবং লন্ডন ও দুবাইতে তাঁর বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলো নিয়ে খবরের শিরোনাম হলেও তিনি এখনো জনপ্রিয়।
আসিফ আলি জারদারি
আসিফ আলি জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। একটি ধনী সিন্ধু পরিবার থেকে আসা জারদারি তাঁর প্লেবয় লাইফস্টাইলের জন্য বেশি পরিচিত ছিলেন। বেনজির ভুট্টো প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন আগেই তাঁকে বিয়ে করেন আসিফ আলি জারদারি।
সরকারি কাজের জন্য ১০ শতাংশ কমিশন নেওয়ার কারণে পাকিস্তানে ‘মিস্টার টেন পার্সেন্ট’ নামে পরিচিতি পান আসিফ আলি জারদারি। দুর্নীতি, মাদক চোরাচালান ও খুনের অভিযোগে দুবার জেল খেটেছেন বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলি জারদারি। তিনি বর্তমানে পাকিস্তান পিপলস পার্টির সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
বিলাওয়াল ভুট্টো জারদারি
বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। বেনজির ভুট্টোকে যখন ২০০৭ সালে হত্যা করা হয়, তখন বিলাওয়াল ১৯ বছর বয়সী ছিলেন।
অক্সফোর্ডে পড়ুয়া বিলাওয়াল পাকিস্তানে প্রগতিশীল হিসেবে বিবেচিত হন। তিনি প্রায়শই নারী ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলেন। পাকিস্তানের জনসংখ্যার অর্ধেকেরও বেশির বয়স ২২ বা তার নিচে। ভুট্টো সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তরুণের কাছে ব্যাপক জনপ্রিয়। যদিও উর্দুতে ঠিকভাবে কথা বলতে না পারার কারণে প্রায়শই তাঁকে ট্রলের শিকার হতে হয়।
মাওলানা ফজলুর রহমান
পাকিস্তানের জমিয়ত উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান। একজন কট্টরপন্থী রাজনীতিবিদ হিসেবে জীবন শুরু করেছিলেন পাকিস্তানের এই ধর্মগুরু। পরে অবশ্য ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে জোট গঠন করতে দেখা গেছে ফজলুর রহমানকে।
পাকিস্তানের লাখ লাখ মাদ্রাসাশিক্ষার্থীকে জড়ো করার সামর্থ্য ফজলুর রহমানরে থাকলেও তাঁর দল জমিয়ত উলামায়ে ইসলামের কখনোই সরকার গঠনের জন্য পর্যাপ্ত সমর্থন পায়নি। তবে পাকিস্তানের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এই ফজলুর রহমান।
ইমরান খানের ঘোর বিরোধী ছিলেন ফজলুর রহমান। ব্রিটিশ জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করায় ইমরান খানকে ইহুদি বলে আখ্যায়িত করেন মাওলানা ফজলুর রহমান। জ্বালানি লাইসেন্স সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ইমরান খান তাঁকে মোল্লা ডিজেল বলে সম্বোধন করতেন।
সূত্র: এএফপি
পাকিস্তান সম্পর্কিত পড়ুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক শীর্ষ বৈঠক থেকে আলাস্কার এক সাধারণ বাসিন্দা যেন অপ্রত্যাশিতভাবে লাভবান হলেন। দুই নেতার আলোচনার পর রাশিয়ার পক্ষ থেকে তিনি উপহার হিসেবে পেলেন একটি নতুন মোটরসাইকেল!
৪ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জেজু দ্বীপে ভ্রমণকারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ আচরণবিধি জারি করেছে স্থানীয় পুলিশ। বিদেশি পর্যটকদের বেআইনি বা অসভ্য আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং জরিমানার বিধান তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিদের এখন থেকে ‘আমেরিকাবিরোধী মনোভাব’ খতিয়ে দেখা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড খতিয়ে দেখার বিষয়টিও রয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসনবিষয়ক অধিকারকর্মী...
৫ ঘণ্টা আগেপুরোপুরি দখলে নিতে গাজা নগরীতে পূর্ণাঙ্গ স্থল অভিযান শুরুর প্রস্তুতি হিসেবে প্রায় ৬০ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরায়েল। আজ বুধবার (২০ আগস্ট) ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, রিজার্ভ সেনাদের মধ্যে অধিকাংশই সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবেন।
৭ ঘণ্টা আগে