Ajker Patrika

নির্বাচন বাতিলের বিষয়ে সোমবার সিদ্ধান্ত দেবেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ৩০
নির্বাচন বাতিলের বিষয়ে সোমবার সিদ্ধান্ত দেবেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে দেশটির কারাবন্দী নেতা ইমরান খানের দল পিটিআইসহ বেশ কয়েকটি ছোট দল। নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের মতো আসন পায়নি। তবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯২ আসনে জয় লাভ করেছেন। তবে জোট গঠনের মাধ্যমে দেশটির সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে ৭৫ আসনে জয় পাওয়া নওয়াজ শরিফের পিএমএল-এন। 

উদ্ভূত এমন পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার নির্বাচন বাতিল ও অবৈধ ঘোষণা করার একটি আবেদনের ওপর শুনানি করবেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। শুনানির জন্য দেশটির প্রধান বিচারপতি কাজি ফায়েজ ইসা তিন সদস্যের একটি বেঞ্চের নেতৃত্ব দেবেন। এই বেঞ্চের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মুহাম্মাদ আলী মাজহার ও বিচারপতি মুশারাত হিলালি। 

এ বিষয়ে আজ শুক্রবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভোট ডাকাতি ও প্রতারণার অভিযোগ তুলে আলী খান নামে পাকিস্তানের একজন নাগরিক নির্বাচন বাতিল ও অকার্যকর ঘোষণা করার জন্য একটি পিটিশন দায়ের করেছিলেন। শুধু তা-ই নয়, নির্বাচন বাতিল করে আগামী ৩০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান তিনি। ওই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং বিশ্বাসযোগ্যতার জন্য বিচার বিভাগের হস্তক্ষেপ ও নজরদারির আবেদনও করেন আলী খান। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ নাগরিকের ওই পিটিশনে পাকিস্তানের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে জবাবদিহি করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি মামলাটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন সরকার গঠনে স্থগিতাদেশও চাওয়া হয়েছে। 

নির্বাচনের পর থেকেই ভোট ডাকাতির অভিযোগ করে আসছে বিভিন্ন পক্ষ। এই অভিযোগে ইমরান খানের নির্দেশে আগামীকাল শনিবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পিটিআই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত