Ajker Patrika

জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবেন ইমরানের দলের সদস্যরা

জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করবেন ইমরানের দলের সদস্যরা

পাকিস্তানের জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে পদত্যাগ করবেন ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের (পিটিআই) সদস্যরা। পিটিআইয়ে জ্যেষ্ঠ নেতা, প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বিষয়টি জানিয়ে বলেছেন, তাঁর দল সোমবার জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ করবেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে অপসারণের একদিন পর এই ঘোষণা এল।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরীফের মনোনয়ন পত্র জমা দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট। প্রধানমন্ত্রী পদে শেহবাজ শরীফের মনোনয়ন জমা দেওয়া নিয়ে পিটিআইয়ের আপত্তি ছিল। কিন্তু জাতীয় পরিষদ সচিবালয় পিটিআইয়ের আপত্তি প্রত্যাখ্যান করে শেহবাজের মনোনয়ন গ্রহণ করে।’ 

পিটিআইয়ের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘ইমরান খানের সঙ্গে বানি গালায় পিটিআইয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

ফাওয়াদ খান আরও বলেন, ‘দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ইমরান খানকে সুপারিশ করেছেন—পিটিআইকে জাতীয় পরিষদ থেকে শুরু করে সকল প্রতিনিধিত্বের জায়গা থেকে পদত্যাগ করা উচিত।’

এ সময় ফাওয়াদ চৌধুরী আরও যোগ করেন, ‘যদি শেহবাজ শরীফের মনোনয়নের বিষয়ে আমাদের আপত্তির কোনো সুরাহা না হয় তবে আমরা আগামীকালই পদত্যাগ করব।’ 

এদিকে, বিরোধী দলগুলোর পক্ষ থেকে এরই মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা শেহবাজ শরীফের নাম প্রস্তাব করা হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে দেশটির সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির নাম। 

শনিবার দিবাগত রাতে পাকিস্তানের জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হেরে গিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটিতে এখন প্রধানমন্ত্রীর পদ ফাঁকা হয়ে গেছে। ফলে দেশটির সংবিধান অনুসারে আগামী ১১ এপ্রিলের মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত