পাকিস্তানের কোয়েটায় জয়েন্ট রোডে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ঘটনাটি গতকাল বৃহস্পতিবার ঘটেছে।
হতাহতদের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি জিও নিউজের প্রতিবেদনে। কে বা কারা এই গ্রেনেড হামলা চালিয়েছে, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
গত সপ্তাহে তুরব স্টেডিয়ামের বাইরে একই ধরনের গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশসহ তিনজন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাদেশিক রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত স্টেডিয়ামের কাছে একটি ফুটবল ম্যাচ চলার সময় এই বিস্ফোরণ ঘটেছে।
এদিকে খাইবার পাখতুনখাওয়ায় পুলিশের ওপর হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি কর্তৃপক্ষ সমস্ত চেকপোস্টে নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া নিরাপত্তা ত্রুটির জন্য দায়ী কর্মীদের শাস্তি দিয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, গত ১৬ জুলাই আরজালি নাদী এলাকার চেকপোস্টে পুলিশের ওপর হামলায় এক পুলিশ ও তাঁর অধীনস্থ আরেক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তব্যরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে এবং দায়িত্ব পালনের সময় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান এজাজ খান খাইবারে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
গত তিন-চার মাসে এ ধরনের হামলায় অন্তত চার পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। এক সপ্তাহ আগে তিরাহের একটি চেক পয়েন্টেও হ্যান্ড গ্রেনেড হামলা হয়েছে।
পাকিস্তানের কোয়েটায় জয়েন্ট রোডে একটি গ্রেনেড বিস্ফোরণে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ঘটনাটি গতকাল বৃহস্পতিবার ঘটেছে।
হতাহতদের ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি জিও নিউজের প্রতিবেদনে। কে বা কারা এই গ্রেনেড হামলা চালিয়েছে, সে ব্যাপারেও কিছু বলা হয়নি।
গত সপ্তাহে তুরব স্টেডিয়ামের বাইরে একই ধরনের গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশসহ তিনজন আহত হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাদেশিক রাজধানীর বিমানবন্দর সড়কে অবস্থিত স্টেডিয়ামের কাছে একটি ফুটবল ম্যাচ চলার সময় এই বিস্ফোরণ ঘটেছে।
এদিকে খাইবার পাখতুনখাওয়ায় পুলিশের ওপর হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি কর্তৃপক্ষ সমস্ত চেকপোস্টে নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া নিরাপত্তা ত্রুটির জন্য দায়ী কর্মীদের শাস্তি দিয়েছে।
পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, গত ১৬ জুলাই আরজালি নাদী এলাকার চেকপোস্টে পুলিশের ওপর হামলায় এক পুলিশ ও তাঁর অধীনস্থ আরেক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তব্যরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে এবং দায়িত্ব পালনের সময় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশের প্রধান এজাজ খান খাইবারে ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন।
গত তিন-চার মাসে এ ধরনের হামলায় অন্তত চার পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন। এক সপ্তাহ আগে তিরাহের একটি চেক পয়েন্টেও হ্যান্ড গ্রেনেড হামলা হয়েছে।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
১ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে