Ajker Patrika

ইমরান খান সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন আজ

আপডেট : ১২ মে ২০২৩, ১২: ৩৯
ইমরান খান সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন আজ

আল-কাদির ট্রাস্ট মামলায় শুনানির জন্য আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দেবেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এরপর রাজধানীতে আয়োজিত সমাবেশে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন তিনি। সমাবেশটির ডাক দিয়েছে পিটিআই। 

পাকিস্তানের সম্প্রচার মাধ্যম জিও টিভি জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সংহতি জানিয়ে ইসলামাবাদের শ্রীনগর হাইওয়েতে শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছে পিটিআই। সেখানে সমর্থকদের উদ্দেশে পিটিআই চেয়ারম্যান ভাষণ দেবেন বলে পিটিআইয়ের টুইটার পেজে বলা হয়েছে। 

আল-কাদির ট্রাস্ট মামলা-সংক্রান্ত শুনানির জন্য ইমরান খানের আজ শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে হাজির হওয়ার কথা রয়েছে। এর আগে গত মঙ্গলবার (৯ মে) পৃথক মামলার শুনানিতে অংশ নিতে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে গিয়েছিলেন ইমরান খান। হাইকোর্ট চত্বর থেকে তাঁকে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সহায়তায় গ্রেপ্তার করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। আল-কাদির বিশ্ববিদ্যালয় ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় এনএবি। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন একটি বিশেষ আদালত। পরদিন বুধবার তাঁকে ওই আদালতে নেওয়া হয়।

পরে পিটিআই তাদের চেয়ারম্যানের মুক্তির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ইমরান খানের গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন এবং তাঁকে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন।

এরপর পিটিআইয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতি সংহতি জানিয়ে আজ সমাবেশের ডাক দেওয়া হয়। পিটিআইয়ের নেতারা টুইটার পোস্টে বলেছেন, সুপ্রিম কোর্টের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা জানাতে আজ পাকিস্তানের প্রত্যেক নাগরিকের নিজ নিজ এলাকার রাস্তায় বেরিয়ে পড়া উচিত। 

এদিকে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। আজ ভোরে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও সাবেক মানবাধিকার বিষয়কমন্ত্রী শিরিন মাজারিকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করেছে ইসলামাবাদ পুলিশ। 

এর আগে গতকাল পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি, বুধবার দলের মহাসচিব আসাদ উমর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী, দলের অন্যতম নেতা জামশেদ ইকবাল চিমা, ফালাকনাজ চিত্রালি, মুসাররাত জামশেদ চিমা ও মালেকা বোখারিকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত