আজকের পত্রিকা ডেস্ক
অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে ছোড়া ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড ছিল কি না, তা বুঝতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে সময় ছিল মাত্র ৩০ থেকে ৪৫ সেকেন্ড। এমনই এক ভয়াবহ পরিস্থিতির কথা স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ।
পাক সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ বলেন, ‘ভারত যখন নুর খান বিমানঘাঁটিতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে ৩০-৪৫ সেকেন্ড সময় ছিল এটা বোঝার জন্য, ক্ষেপণাস্ত্রটিতে পারমাণবিক ওয়ারহেড ছিল কি না। এত কম সময়ে এমন গুরুতর সিদ্ধান্ত নেওয়া ছিল অত্যন্ত বিপজ্জনক।’ তিনি বলেন, ‘আমি বলছি না, ভারত ভালো করেছে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে। কিন্তু এটাও বলা যায়, এই পাশে থাকা (পাকিস্তান) মানুষেরাও সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারত। এতে বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত।’
অপারেশন সিঁদুর চলাকালে ভারত একাধিক পাকিস্তানি বিমানঘাঁটিতে হামলা চালায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, পাকিস্তানের সারগোধা, নুর খান (চাকলালা), ভোলারি, জ্যাকবাবাদ, সুক্কুর ও রহিম ইয়ার খান বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে—ধ্বংস হয়েছে রানওয়ে, হ্যাঙ্গার এবং ঘাঁটির অবকাঠামো।
রাওয়ালপিন্ডির চাকলালায় অবস্থিত নুর খান বিমানঘাঁটি পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। সেখানেই ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি গিয়ে আঘাত হানে। এর আগে ১৯৭১ সালের যুদ্ধের সময়ও ভারতের ২০ স্কোয়াড্রন হকার হান্টার দিয়ে নুর খান বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল।
ভারতের দাবি, এই অভিযানে তারা পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবা, জইশ-ই-মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেয় এবং ১০০-এর বেশি জঙ্গিকে হত্যা করে।
এই সামরিক উত্তেজনার সূচনা হয় কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর। এই হামলার জবাবেই ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে।
ভারতের হামলার পরপরই পাকিস্তান পাল্টা হামলা চালায়। চতুর্থ দিনের মাথায়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।
আরও খবর পড়ুন:
অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানে ছোড়া ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রে পারমাণবিক ওয়ারহেড ছিল কি না, তা বুঝতে পাকিস্তান সেনাবাহিনীর হাতে সময় ছিল মাত্র ৩০ থেকে ৪৫ সেকেন্ড। এমনই এক ভয়াবহ পরিস্থিতির কথা স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ।
পাক সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ বলেন, ‘ভারত যখন নুর খান বিমানঘাঁটিতে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়ে, তখন পাকিস্তান সেনাবাহিনীর হাতে ৩০-৪৫ সেকেন্ড সময় ছিল এটা বোঝার জন্য, ক্ষেপণাস্ত্রটিতে পারমাণবিক ওয়ারহেড ছিল কি না। এত কম সময়ে এমন গুরুতর সিদ্ধান্ত নেওয়া ছিল অত্যন্ত বিপজ্জনক।’ তিনি বলেন, ‘আমি বলছি না, ভারত ভালো করেছে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে। কিন্তু এটাও বলা যায়, এই পাশে থাকা (পাকিস্তান) মানুষেরাও সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে পারমাণবিক অস্ত্র প্রয়োগ করতে পারত। এতে বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যেত।’
অপারেশন সিঁদুর চলাকালে ভারত একাধিক পাকিস্তানি বিমানঘাঁটিতে হামলা চালায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, পাকিস্তানের সারগোধা, নুর খান (চাকলালা), ভোলারি, জ্যাকবাবাদ, সুক্কুর ও রহিম ইয়ার খান বিমানঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে—ধ্বংস হয়েছে রানওয়ে, হ্যাঙ্গার এবং ঘাঁটির অবকাঠামো।
রাওয়ালপিন্ডির চাকলালায় অবস্থিত নুর খান বিমানঘাঁটি পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। সেখানেই ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি গিয়ে আঘাত হানে। এর আগে ১৯৭১ সালের যুদ্ধের সময়ও ভারতের ২০ স্কোয়াড্রন হকার হান্টার দিয়ে নুর খান বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল।
ভারতের দাবি, এই অভিযানে তারা পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবা, জইশ-ই-মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দেয় এবং ১০০-এর বেশি জঙ্গিকে হত্যা করে।
এই সামরিক উত্তেজনার সূচনা হয় কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর। এই হামলার জবাবেই ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে।
ভারতের হামলার পরপরই পাকিস্তান পাল্টা হামলা চালায়। চতুর্থ দিনের মাথায়, ড্রোন ও ক্ষেপণাস্ত্র লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।
আরও খবর পড়ুন:
জাপানের জনপ্রিয় কনভেনিয়েন্স চেইন ‘মিনিস্টপ’-এ খাবারের মেয়াদ জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পর প্রায় ১ হাজার ৬০০ শাখায় রান্না করা সব ধরনের খাবার বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্টোরটি।
৫ ঘণ্টা আগেমালয়েশিয়ার তেরেংগানু প্রদেশে মুসলিম পুরুষদের জন্য শুক্রবারের জুমার নামাজে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। আর এ নিয়ম ভাঙলে শাস্তির বিধানও ঘোষণা করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া জুমার নামাজ বাদ দিলে মুসলিম পুরুষদের দুই বছরের কারাদণ্ড কিংবা সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত (৮৬ হাজার টাকা)
৬ ঘণ্টা আগেআলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের উপস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁদের আলোচনা যতটা প্রীতিময় ছিল, বাস্তব সমাধানের দিক থেকে ততটাই শূন্য। কূটনৈতিক ভঙ্গিমা, পোশাক-পরিচ্ছদ ও সৌহার্দ্যপূর্ণ আবহে বৈঠক চ
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ভিয়েতনামের ওপর পাল্টা শুল্ক আরোপ করায় উইগ ও উইভ তৈরিতে ব্যবহৃত হেয়ার এক্সটেনশন ও আঠার দাম অনেক বেড়ে গেছে। কৃষ্ণাঙ্গ সৌন্দর্য পণ্যের বড় অংশই এই দুই দেশ থেকে আমদানি করা হয়।
৭ ঘণ্টা আগে