অনলাইন ডেস্ক
পাকিস্তান থেকে দেড় লাখ শ্রমিক নেবে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। দেশটি সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত শুক্রবার এই কথা জানিয়েছে। তিনি বলেছেন, বেলারুশ ১ লাখ ৫০ হাজারের বেশি তরুণ, উচ্চ দক্ষতাসম্পন্ন পাকিস্তানি কর্মীকে তাদের দেশে জাতি গঠনে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই সুযোগকে পাকিস্তানের জনগণের জন্য ‘উপহার’ বলে উল্লেখ করে শাহবাজ শরিফ বেলারুশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই উদ্যোগ বেলারুশের অর্থনীতিতে অবদান রাখবে এবং পাকিস্তানি যুবকদের জন্য জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করবে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, আন্তর্জাতিক মান এবং জাতীয় স্বীকৃতি উভয় ক্ষেত্রেই যোগ্য পাকিস্তানি কর্মীরা বেলারুশের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।
শাহবাজ বেলারুশের লুকাশেঙ্কোর আমন্ত্রণে দেশটিতে সরকারি সফর করছেন। এর আগে, গত বছরের নভেম্বরে লুকাশেঙ্কো পাকিস্তান সফর করেছিলেন। সে সময় দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক ডজনেরও বেশি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ২০১৫-১৬ সালে লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা স্মরণ করে বলেন, এই সফর পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ যাত্রার ভিত্তি স্থাপন করেছিল। তিনি কৃষি ক্ষেত্রে বেলারুশের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার জন্য পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন।
শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান একটি কৃষিপ্রধান দেশ এবং ৬৫ শতাংশ মানুষ গ্রামে বাস করে। এই খাতে আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমাদের হেক্টরপ্রতি ফলন বাড়াতে আপনার দক্ষতা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান উভয় দেশের কোম্পানিগুলোর মধ্যে যৌথ উদ্যোগকে উৎসাহিত করে। এই ক্ষেত্রে পাকিস্তান ও বেলারুশের কোম্পানিগুলোর জন্য লাভজনক পরিস্থিতি তৈরি হবে।’
প্রধানমন্ত্রী শাহবাজ খনি শিল্পের জন্য সরঞ্জাম তৈরিতে বেলারুশের দক্ষতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পাকিস্তানের খনিজ সম্পদের মূল্য ট্রিলিয়ন ডলার এবং উভয় দেশ এই খাতে বড় অংশীদার হতে পারে।’
বেলারুশের রাষ্ট্রপতি লুকাশেঙ্কো বলেন, তাঁর দেশ পাকিস্তানের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়। তিনি বলেন, ‘বেলারুশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।’
পাকিস্তান ও বেলারুশ প্রতিরক্ষা, বাণিজ্য ও পরিবেশ সুরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দুই নেতা নিজ নিজ দেশের মন্ত্রীদের মধ্যে পূর্বে স্বাক্ষরিত নথি বিনিময় প্রত্যক্ষ করেন।
পাকিস্তান থেকে দেড় লাখ শ্রমিক নেবে পূর্ব ইউরোপের দেশ বেলারুশ। দেশটি সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গত শুক্রবার এই কথা জানিয়েছে। তিনি বলেছেন, বেলারুশ ১ লাখ ৫০ হাজারের বেশি তরুণ, উচ্চ দক্ষতাসম্পন্ন পাকিস্তানি কর্মীকে তাদের দেশে জাতি গঠনে সাহায্য করার জন্য আমন্ত্রণ জানিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই সুযোগকে পাকিস্তানের জনগণের জন্য ‘উপহার’ বলে উল্লেখ করে শাহবাজ শরিফ বেলারুশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই উদ্যোগ বেলারুশের অর্থনীতিতে অবদান রাখবে এবং পাকিস্তানি যুবকদের জন্য জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করবে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ শরিফ বলেন, আন্তর্জাতিক মান এবং জাতীয় স্বীকৃতি উভয় ক্ষেত্রেই যোগ্য পাকিস্তানি কর্মীরা বেলারুশের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।
শাহবাজ বেলারুশের লুকাশেঙ্কোর আমন্ত্রণে দেশটিতে সরকারি সফর করছেন। এর আগে, গত বছরের নভেম্বরে লুকাশেঙ্কো পাকিস্তান সফর করেছিলেন। সে সময় দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক ডজনেরও বেশি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ২০১৫-১৬ সালে লুকাশেঙ্কোর পাকিস্তান সফরের কথা স্মরণ করে বলেন, এই সফর পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘ যাত্রার ভিত্তি স্থাপন করেছিল। তিনি কৃষি ক্ষেত্রে বেলারুশের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার জন্য পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন।
শাহবাজ শরিফ বলেন, ‘পাকিস্তান একটি কৃষিপ্রধান দেশ এবং ৬৫ শতাংশ মানুষ গ্রামে বাস করে। এই খাতে আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে আমাদের হেক্টরপ্রতি ফলন বাড়াতে আপনার দক্ষতা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তান উভয় দেশের কোম্পানিগুলোর মধ্যে যৌথ উদ্যোগকে উৎসাহিত করে। এই ক্ষেত্রে পাকিস্তান ও বেলারুশের কোম্পানিগুলোর জন্য লাভজনক পরিস্থিতি তৈরি হবে।’
প্রধানমন্ত্রী শাহবাজ খনি শিল্পের জন্য সরঞ্জাম তৈরিতে বেলারুশের দক্ষতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘পাকিস্তানের খনিজ সম্পদের মূল্য ট্রিলিয়ন ডলার এবং উভয় দেশ এই খাতে বড় অংশীদার হতে পারে।’
বেলারুশের রাষ্ট্রপতি লুকাশেঙ্কো বলেন, তাঁর দেশ পাকিস্তানের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়। তিনি বলেন, ‘বেলারুশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী।’
পাকিস্তান ও বেলারুশ প্রতিরক্ষা, বাণিজ্য ও পরিবেশ সুরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। দুই নেতা নিজ নিজ দেশের মন্ত্রীদের মধ্যে পূর্বে স্বাক্ষরিত নথি বিনিময় প্রত্যক্ষ করেন।
পেহেলগামে সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিষ্ক্রিয়তা (বিরোধী দলগুলোর দাবি) নিয়ে কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই পোস্ট আবার পাকিস্তানের সাবেক এক মন্ত্রী রিশেয়ার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কংগ্রেসের তীব্র সমালোচনা করেছ
১৯ মিনিট আগেসীমান্তে ভারতের একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে গুলি করে সেটিকে ভূপাতিত করা হয় বলে দাবি করছে তারা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগেব্রিটিশ রাজধানী লন্ডনের প্যাডিংটনে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের অন্তত ১০০ জন কর্মী। এই অগ্নিকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ আগেই একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল হিথ্রো বিমানবন্দরের কাছের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে।
৪ ঘণ্টা আগেপুতিন কি আসলেই শান্তি চান? নাকি কেবলই লোক দেখানো?—রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সম্প্রতি বারবারই উঠছে এই প্রশ্ন। কারণ, এখন ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা যেন ক্রেমলিনের চালাকিতে পরিণত হয়েছে! গতকাল সোমবার পুতিন আবারও তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর এ নিয়ে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা।
৪ ঘণ্টা আগে