Ajker Patrika

অর্থের জন্য যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নিয়েছে পাকিস্তান: ইমরান খান 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০১: ৫১
অর্থের জন্য যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নিয়েছে পাকিস্তান: ইমরান খান 

অর্থের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান অংশ নিয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ইমরান খান বলেন, জনগণের ইচ্ছার বিপক্ষে গিয়ে পাকিস্তান ওই যুদ্ধে অংশ নেয় যা দেশটির জন্য একটি স্ব-প্ররোচিত ক্ষত। গতকাল মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠকে অংশ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এসব কথা বলেন। ভারতভিত্তিক বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

 ২০০১ সালে সেনা শাসক জেনারেল পারভেজ মোশারফের শাসনামলে আফগানিস্তানের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে পাকিস্তান। ইমরান খান জানান, ওই সময়ে তিনি নীতি নির্ধারকদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের পেছনে কী বিবেচনা করা হয়েছিল তা আমি ভালো করেই জানি। দুর্ভাগ্যবশত, পাকিস্তানের জনগণের তখন চিন্তা করা হয়নি। 

ইমরান খান বলেন, তখনকার বিবেচনাগুলো  ১৯৮০ সালের মতো ছিল না। ওই সময় পাকিস্তান আফগান জিহাদে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছিল। এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী। যেহেতু আমরা অন্যদের আমাদের ব্যবহার করতে দিয়েছি। সাহায্যের জন্য আমাদের দেশের সুনাম বিসর্জন দিয়েছি ও একটি বৈদেশিক নীতি তৈরি করেছি যা অর্থের জন্য জনস্বার্থের বিরুদ্ধে যায়। 

যুক্তরাষ্ট্রের জন্য কাজ করাকে স্ব-প্ররোচিত ক্ষত হিসেবে উল্লেখ ইমরান খান বলেন, এই ফলাফলের জন্য আমরা অন্য কাউকে দোষ দিতে পারি না

এর আগেও ইমরান খান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে অংশ নিয়ে ৮০ হাজারের বেশি পাকিস্তানির মৃত্যু হয়েছে। এ ছাড়া ২০ বছরের আফগান যুদ্ধে পাকিস্তানে ক্ষতি হয়েছে ১০০ বিলিয়ন ডলারের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই নিয়ে ফেসবুকে পুলিশ সদস্যের আপত্তিকর পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ

ভালো নেই ওয়েল গ্রুপ

গাজায় ইসরায়েলি ‘গণহত্যায়’ সহযোগিতা করছে যেসব বহুজাতিক কোম্পানি

বিএনপির অনুষ্ঠানে সাংবাদিককে ‘ফ্যাসিস্ট’ আখ্যা, প্রতিবাদ জানালেন ফখরুল

৪০ ঘণ্টার যানজটে ৩ জনের মৃত্যু, সড়ক কর্তৃপক্ষের প্রশ্ন ‘মানুষ এত তাড়াতাড়ি বেরোয় কেন?’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত