পাকিস্তানের মাটিতে দেশটির দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই দুটি হত্যাকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে আজ বৃহস্পতিবার দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব মুহাম্মদ সাইরাস কাজী সাংবাদিকদের কাছে দুই নাগরিককে হত্যার জন্য ভারতকে দায়ী করেন। তিনি কাজী শহিদ লতিফ ও মুহাম্মদ রিয়াজ নামে নিহত দুই পাকিস্তানির কথা উল্লেখ করেন, যারা গত বছর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সাইরাস জানান, সেপ্টেম্বরে পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাওয়ালাকোটের একটি মসজিদে সকালের নামাজের সময় রিয়াজকে হত্যা করা হয়েছিল। আর অক্টোবরে পাঞ্জাবের শিয়ালকোট শহরের একটি মসজিদের বাইরে খুন হন লতিফ।
পররাষ্ট্রসচিব বলেন, ‘হত্যাকাণ্ডের পদ্ধতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটনার মতোই।’
গত বছর কানাডায় একটি হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে একটি হত্যাচেষ্টার সঙ্গে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত বছর কানাডার মাটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পর কানাডা ও ভারতের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে কানাডীয় নাগরিক হরদীপ সিং নিজারের মৃত্যুর জন্য দায়ী করেন। এই অভিযোগকে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লি ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছিল।
ভারতে একটি পৃথক শিখ রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন হরদীপ সিং। এ জন্য ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছিল।
এ ছাড়া মার্কিন বিচার বিভাগ গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মাটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে ভারতীয় এজেন্টদের প্রতি আঙুল তুলেছে।
এ বিষয়ে গত ডিসেম্বরে দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তাঁর সরকার একজন মার্কিন নাগরিককে হত্যার চক্রান্তের বিষয়টি তদন্ত করবে। তিনি বলেছিলেন, ‘যদি কেউ আমাদের কোনো তথ্য দেয়, আমরা অবশ্যই তা খতিয়ে দেখব।’
পাকিস্তানের মাটিতে দেশটির দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই দুটি হত্যাকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে আজ বৃহস্পতিবার দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব মুহাম্মদ সাইরাস কাজী সাংবাদিকদের কাছে দুই নাগরিককে হত্যার জন্য ভারতকে দায়ী করেন। তিনি কাজী শহিদ লতিফ ও মুহাম্মদ রিয়াজ নামে নিহত দুই পাকিস্তানির কথা উল্লেখ করেন, যারা গত বছর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সাইরাস জানান, সেপ্টেম্বরে পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাওয়ালাকোটের একটি মসজিদে সকালের নামাজের সময় রিয়াজকে হত্যা করা হয়েছিল। আর অক্টোবরে পাঞ্জাবের শিয়ালকোট শহরের একটি মসজিদের বাইরে খুন হন লতিফ।
পররাষ্ট্রসচিব বলেন, ‘হত্যাকাণ্ডের পদ্ধতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটনার মতোই।’
গত বছর কানাডায় একটি হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে একটি হত্যাচেষ্টার সঙ্গে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত বছর কানাডার মাটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পর কানাডা ও ভারতের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে কানাডীয় নাগরিক হরদীপ সিং নিজারের মৃত্যুর জন্য দায়ী করেন। এই অভিযোগকে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লি ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছিল।
ভারতে একটি পৃথক শিখ রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন হরদীপ সিং। এ জন্য ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছিল।
এ ছাড়া মার্কিন বিচার বিভাগ গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মাটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে ভারতীয় এজেন্টদের প্রতি আঙুল তুলেছে।
এ বিষয়ে গত ডিসেম্বরে দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তাঁর সরকার একজন মার্কিন নাগরিককে হত্যার চক্রান্তের বিষয়টি তদন্ত করবে। তিনি বলেছিলেন, ‘যদি কেউ আমাদের কোনো তথ্য দেয়, আমরা অবশ্যই তা খতিয়ে দেখব।’
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
১ ঘণ্টা আগেবাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে অবশেষে খনিজ চুক্তি স্বাক্ষর হয়েই গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে এই চুক্তির পক্ষে উকালতি করেছেন। স্থানীয় সময় গতকাল বুধবার ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই চুক্তিকে স্বাক্ষর করে। এই চুক্তির ফলে ইউক্রেনের খনিজ উত্তোলনে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার পাবে ও ইউক্রেন
৭ ঘণ্টা আগে