Ajker Patrika

ভারতের বিরুদ্ধে ২ নাগরিককে গুপ্তহত্যার অভিযোগ আনল পাকিস্তান

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১০: ১৫
ভারতের বিরুদ্ধে ২ নাগরিককে গুপ্তহত্যার অভিযোগ আনল পাকিস্তান

পাকিস্তানের মাটিতে দেশটির দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এই দুটি হত্যাকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে আজ বৃহস্পতিবার দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এ বিষয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব মুহাম্মদ সাইরাস কাজী সাংবাদিকদের কাছে দুই নাগরিককে হত্যার জন্য ভারতকে দায়ী করেন। তিনি কাজী শহিদ লতিফ ও মুহাম্মদ রিয়াজ নামে নিহত দুই পাকিস্তানির কথা উল্লেখ করেন, যারা গত বছর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। 

সাইরাস জানান, সেপ্টেম্বরে পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাওয়ালাকোটের একটি মসজিদে সকালের নামাজের সময় রিয়াজকে হত্যা করা হয়েছিল। আর অক্টোবরে পাঞ্জাবের শিয়ালকোট শহরের একটি মসজিদের বাইরে খুন হন লতিফ। 

পররাষ্ট্রসচিব বলেন, ‘হত্যাকাণ্ডের পদ্ধতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটনার মতোই।’ 

গত বছর কানাডায় একটি হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে একটি হত্যাচেষ্টার সঙ্গে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

গত বছর কানাডার মাটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পর কানাডা ও ভারতের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রকাশ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোকে কানাডীয় নাগরিক হরদীপ সিং নিজারের মৃত্যুর জন্য দায়ী করেন। এই অভিযোগকে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লি ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছিল।

ভারতে একটি পৃথক শিখ রাষ্ট্রের দাবিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন হরদীপ সিং। এ জন্য ভারতীয় কর্তৃপক্ষ তাঁকে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত করেছিল। 

এ ছাড়া মার্কিন বিচার বিভাগ গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মাটিতে একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে ভারতীয় এজেন্টদের প্রতি আঙুল তুলেছে। 

এ বিষয়ে গত ডিসেম্বরে দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তাঁর সরকার একজন মার্কিন নাগরিককে হত্যার চক্রান্তের বিষয়টি তদন্ত করবে। তিনি বলেছিলেন, ‘যদি কেউ আমাদের কোনো তথ্য দেয়, আমরা অবশ্যই তা খতিয়ে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত