Ajker Patrika

ইমরানের বক্তব্য নিষিদ্ধ পাকিস্তানের টেলিভিশনে

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১০: ৪২
ইমরানের বক্তব্য নিষিদ্ধ পাকিস্তানের টেলিভিশনে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। গতকাল রোববার সরকারি সংস্থাটি এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন। 

ইমরান খান গতকাল লাহোরে তাঁর জামান পার্কের বাসভবনের বাইরে দলীয় নেতা-কর্মীদের সামনে বক্তব্য দিয়েছেন। বক্তব্যের কয়েক ঘণ্টা পর এ নিষেধাজ্ঞা জারি করে পেমরা। পিটিআই নেতা তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে মাথা নত করিনি। আপনারাও করবেন না।’ তিনি সরকারি নেতাদের কটাক্ষ করে বলেন, ‘তাঁরা দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাঁদের আইনি সুরক্ষা দিয়েছেন।’ 

ডন জানিয়েছে, পেমরার নিষেধাজ্ঞা আদেশের একটি অনুলিপি তাদের হাতে এসেছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি তাঁর বক্তব্যে যেসব অভিযোগ করছেন, তা ভিত্তিহীন ও বিদ্বেষমূলক। তাঁর এসব বক্তব্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। 

এরপর পেমরার আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত কারণগুলো বিবেচনা করে পেমরা (সংশোধিত) আইন ২০০৭ ও পেমরা অধ্যাদেশ ২০০২ এর ২৭ (এ) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের ওপর অর্পিত ক্ষমতাবলে সমস্ত স্যাটেলাইট টেলিভিশনে ইমরান খানের বক্তব্য (লাইভ ও রেকর্ড করা) সম্প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করা হলো।’ 

এর আগেও গত বছরের ২১ আগস্ট ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পেমরা। তখন ইমরান খান এক বক্তব্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরী এবং ইসলামাবাদ পুলিশের আইজি এবং ডিআইজিকে ‘হুমকি’ দিয়ে বক্তব্য দিয়েছিলেন। 

পরে ইমরান খান আদালতের দ্বারস্থ হলে, হাইকোর্ট ওই বছরের ৬ সেপ্টেম্বর নিষেধাজ্ঞাটি বাতিল করে দেন। 

এ ঘটনার পাঁচ মাস পর গত বছরের ৫ নভেম্বর পেমরা আবারও ইমরান খানের সংবাদ সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এর কয়েক ঘণ্টা পরে অবশ্য সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছিল। তখন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছিলেন, সরকার গণতান্ত্রিক নীতি এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। 

গতকালের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ইমরানের কণ্ঠকে রুদ্ধ করতে চায়।’ পিটিআই এ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করতে আদালতে যাবে বলেও জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত