পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। গতকাল রোববার সরকারি সংস্থাটি এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ইমরান খান গতকাল লাহোরে তাঁর জামান পার্কের বাসভবনের বাইরে দলীয় নেতা-কর্মীদের সামনে বক্তব্য দিয়েছেন। বক্তব্যের কয়েক ঘণ্টা পর এ নিষেধাজ্ঞা জারি করে পেমরা। পিটিআই নেতা তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে মাথা নত করিনি। আপনারাও করবেন না।’ তিনি সরকারি নেতাদের কটাক্ষ করে বলেন, ‘তাঁরা দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাঁদের আইনি সুরক্ষা দিয়েছেন।’
ডন জানিয়েছে, পেমরার নিষেধাজ্ঞা আদেশের একটি অনুলিপি তাদের হাতে এসেছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি তাঁর বক্তব্যে যেসব অভিযোগ করছেন, তা ভিত্তিহীন ও বিদ্বেষমূলক। তাঁর এসব বক্তব্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
এরপর পেমরার আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত কারণগুলো বিবেচনা করে পেমরা (সংশোধিত) আইন ২০০৭ ও পেমরা অধ্যাদেশ ২০০২ এর ২৭ (এ) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের ওপর অর্পিত ক্ষমতাবলে সমস্ত স্যাটেলাইট টেলিভিশনে ইমরান খানের বক্তব্য (লাইভ ও রেকর্ড করা) সম্প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করা হলো।’
এর আগেও গত বছরের ২১ আগস্ট ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পেমরা। তখন ইমরান খান এক বক্তব্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরী এবং ইসলামাবাদ পুলিশের আইজি এবং ডিআইজিকে ‘হুমকি’ দিয়ে বক্তব্য দিয়েছিলেন।
পরে ইমরান খান আদালতের দ্বারস্থ হলে, হাইকোর্ট ওই বছরের ৬ সেপ্টেম্বর নিষেধাজ্ঞাটি বাতিল করে দেন।
এ ঘটনার পাঁচ মাস পর গত বছরের ৫ নভেম্বর পেমরা আবারও ইমরান খানের সংবাদ সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এর কয়েক ঘণ্টা পরে অবশ্য সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছিল। তখন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছিলেন, সরকার গণতান্ত্রিক নীতি এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।
গতকালের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ইমরানের কণ্ঠকে রুদ্ধ করতে চায়।’ পিটিআই এ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করতে আদালতে যাবে বলেও জানিয়েছেন তিনি।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করেছে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা)। গতকাল রোববার সরকারি সংস্থাটি এ নির্দেশনা জারি করেছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ইমরান খান গতকাল লাহোরে তাঁর জামান পার্কের বাসভবনের বাইরে দলীয় নেতা-কর্মীদের সামনে বক্তব্য দিয়েছেন। বক্তব্যের কয়েক ঘণ্টা পর এ নিষেধাজ্ঞা জারি করে পেমরা। পিটিআই নেতা তাঁর বক্তব্যে নেতা-কর্মীদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি কখনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে মাথা নত করিনি। আপনারাও করবেন না।’ তিনি সরকারি নেতাদের কটাক্ষ করে বলেন, ‘তাঁরা দেশের সম্পদ বিদেশে পাচার করেছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তাঁদের আইনি সুরক্ষা দিয়েছেন।’
ডন জানিয়েছে, পেমরার নিষেধাজ্ঞা আদেশের একটি অনুলিপি তাদের হাতে এসেছে। নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তিনি তাঁর বক্তব্যে যেসব অভিযোগ করছেন, তা ভিত্তিহীন ও বিদ্বেষমূলক। তাঁর এসব বক্তব্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
এরপর পেমরার আদেশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত কারণগুলো বিবেচনা করে পেমরা (সংশোধিত) আইন ২০০৭ ও পেমরা অধ্যাদেশ ২০০২ এর ২৭ (এ) ধারা অনুযায়ী কর্তৃপক্ষের ওপর অর্পিত ক্ষমতাবলে সমস্ত স্যাটেলাইট টেলিভিশনে ইমরান খানের বক্তব্য (লাইভ ও রেকর্ড করা) সম্প্রচার ও পুনঃপ্রচার নিষিদ্ধ করা হলো।’
এর আগেও গত বছরের ২১ আগস্ট ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা পেমরা। তখন ইমরান খান এক বক্তব্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরী এবং ইসলামাবাদ পুলিশের আইজি এবং ডিআইজিকে ‘হুমকি’ দিয়ে বক্তব্য দিয়েছিলেন।
পরে ইমরান খান আদালতের দ্বারস্থ হলে, হাইকোর্ট ওই বছরের ৬ সেপ্টেম্বর নিষেধাজ্ঞাটি বাতিল করে দেন।
এ ঘটনার পাঁচ মাস পর গত বছরের ৫ নভেম্বর পেমরা আবারও ইমরান খানের সংবাদ সম্মেলনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এর কয়েক ঘণ্টা পরে অবশ্য সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছিল। তখন তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছিলেন, সরকার গণতান্ত্রিক নীতি এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।
গতকালের নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘সরকার আতঙ্কিত হয়ে পড়েছে। তারা ইমরানের কণ্ঠকে রুদ্ধ করতে চায়।’ পিটিআই এ নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করতে আদালতে যাবে বলেও জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নেপালি নাগরিক পুলিশকে জানিয়েছে কীভাবে মিথানল মিশিয়ে মদ তৈরি ও বিক্রি করা হতো। কর্তৃপক্ষ আবাসিক ও শিল্প এলাকাগুলোয় অভিযান চালিয়ে এই অবৈধ কারখানাগুলো খুঁজে বের করে।
১ ঘণ্টা আগেব্রিটিশ রাজপরিবারের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট শিগগিরই পরিবার-পরিজন নিয়ে উইন্ডসরে নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন। এই বছরই তাঁরা তাঁদের তিন সন্তান জর্জ, শার্লট ও লুইসকে নিয়ে উইন্ডসর গ্রেট পার্কের সবুজঘেরা ফরেস্ট লজে উঠবেন বলে ব্রিটেনের সংবাদ সংস্থা পিএ মিডিয়া জানিয়েছে।
১ ঘণ্টা আগেআগামীকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, এ বৈঠকে জেলেনস্কিকে সঙ্গে নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতাও
২ ঘণ্টা আগেগাজার দক্ষিণাঞ্চলের জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর টানা ছয় দিনের বিমান হামলা ও গোলাবর্ষণের মুখে হাজার হাজার মানুষ গাজা সিটি ছেড়ে পালাচ্ছে। স্থানীয় হামাস-নিয়ন্ত্রিত পৌরসভা জানিয়েছে, পরিস্থিতি এখন ‘বিপর্যয়কর’।
২ ঘণ্টা আগে