Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী নিহত

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৪: ০৭
সড়ক দুর্ঘটনায় পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুশ শাকুর। শনিবার (১৫ এপ্রিল) দেশটির রাজধানী ইসলামাবাদে দুর্ঘটনায় নিহত হন তিনি। 

পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় বিকেলে মন্ত্রী আবদুশ শাকুর হোটেল থেকে সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। টুইটার পোস্টে পুলিশ জানিয়েছে, মন্ত্রীকে বহন করা গাড়িতে একটি টয়োটা হিলাক্স রেভো গাড়ি ধাক্কা মারে। মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারা হিলাক্স রেভোতে পাঁচজন ছিলেন। গাড়িটি ও এর চালককে আটক করা হয়েছে। 

এক বিবৃতিতে পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান বলেন, ‘আবদুশ শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এ সময় গাড়িতে তিনি একা ছিলেন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মন্ত্রী মারা যান।’ 

আইজিপি আরও জানান, ‘এ ঘটনার তদন্ত চলছে। গাড়ি ও এর চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আর ওই গাড়ির আহত যাত্রীরা চিকিৎসাধীন।’ 

মুফতি আবদুশ শাকুর পাকিস্তানের একটি আদিবাসী এলাকা থেকে জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) দলের হয়ে পার্লামেন্ট সদস্য (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন। 

ধর্মবিষয়ক মন্ত্রী মুফতি আবদুশ শাকুরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক বিবৃতিতে তিনি শোক জানানোর পাশাপাশি মন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাইপ্রাসে বিপুল জমি কিনছে ইসরায়েলিরা, দেশ বেদখলের শঙ্কা রাজনীতিবিদদের

যুদ্ধের পর এ যেন এক নতুন ইরান, জনগণের মতো বদলে গেছে সরকারও

কর্মীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার নিষিদ্ধ করল বিমান বাংলাদেশ

বংশরক্ষায় মৃত ছেলের শুক্রাণু চান মা, সংরক্ষণের নির্দেশ মুম্বাই হাইকোর্টের

আমাকে ধর্ষণের সময় পাশে দাঁড়িয়ে দেখছিল দুই যুবক: ধর্ষণের শিকার তরুণী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত